এখন পড়ছেন
হোম > রাজ্য > ‘অসুস্থ’ মেয়র এলেন না আদালতে, বিবাহ-বিচ্ছেদ মামলায় নয়া মোড়

‘অসুস্থ’ মেয়র এলেন না আদালতে, বিবাহ-বিচ্ছেদ মামলায় নয়া মোড়


কলকাতার মেয়র শোভন চট্টোপাধ্যায় এবং তাঁর স্ত্রী রত্না চট্টোপাধ্যায়ের বিবাহ বিচ্ছেদ মামলার শুনানির জন্যে বিচারক দুপক্ষকেই বৃহস্পতিবার আদালতে উপস্থিত থাকার নির্দেশ দিয়েছিলেন। এদিন নির্ধারিত সময়ে রত্নাদেবী আদালতে উপস্থিত হলেও শোভনবাবু অনুপস্থিত থাকায় বিবাহ বিচ্ছেদের মামলার মীমাংসা হলোনা। আদালত সূত্রের খবর অনুয়ারী আগামী ১১ ই মে পরবর্তী শুনানীর দিন ধার্য হয়েছে। ঐদিন মেয়র এবং তাঁর স্ত্রীকে পুনরায় একসাথে আদালতে উপস্থিত থাকার নির্দেশ দিয়েছে আদালত।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

জানা যাচ্ছে ঐ দিন বিচারক শেষবারের মতন চেষ্টা করবেন মেয়র এবং তাঁর স্ত্রী’র সম্পর্কের জটিলতা দূর করার। এদিন আদালত চত্বর থেকে রত্না দেবী আবারও বললেন,”আমার আদালতের প্রতি আস্থা আছে। আমি চাই আমাদের ভাঙা সম্পর্ক জোড়া লাগুক। তবে উনি (শোভন) কি চান, সেটা তো আমি বলতে পারব না।” অন্যদিকে শোভন বাবুর আইনজীবি এদিন বিচারককে বলেন অসুস্থ্যতার জন্যেই শোভন বাবু এদিন আদালতে অনুপস্থিত রয়েছেন। উল্লেখ্য গত বছরের শেষ দিকে আদালতে স্ত্রী রত্না চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে বিবাহ বিচ্ছেদের মামলা দায়ের করেন মেয়র। এরমধ্যেই শোভন বাবুর এক বান্ধবীর নাম খবরে উঠে আসে। পরবর্তীতে সেই বান্ধবী ও শোভন বাবুর সহায়তায় এগিয়ে আসেন। যা নিয়ে বহু কেচ্ছা কেলেঙ্কারীর গল্প রচিত হয়। তবে আগামী ১১ ই মে আদালতে মেয়র শোভন চট্টোপাধ্যায় উপস্থিত হবেন কিনা সে বিষয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!