এখন পড়ছেন
হোম > রাজ্য > রাজ্যের পঞ্চায়েত ভোট নিয়ে তিনি ‘অসহায়’, রাজ্যপালকে জানালেন নির্বাচন কমিশনার

রাজ্যের পঞ্চায়েত ভোট নিয়ে তিনি ‘অসহায়’, রাজ্যপালকে জানালেন নির্বাচন কমিশনার


“কেন্দ্রীয় বাহিনী ছাড়া শান্তিপূর্ণ ভোট করানো সম্ভব নয়। মনোনয়ন জমা দেওয়া শুরু হলেই রাজ্য জুড়ে মারামারি শুরু হবে।” এমনই অসহায়তার কারণ জানিয়ে রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠীর সাথে দেখা করলেন রাজ্য নির্বাচন কমিশনার অমরেন্দ্র সিংহ।এই নিয়ে রাজ্যপালের সাক্ষাতের পর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে রাজ্য নির্বাচন কমিশনার বলেন, ‘আমি রাজ্যপালকে মনোনয়ন জমা ও নির্বাচনের অন্যান্য বিষয়ে জানিয়েছি। রাজ্যপাল সন্তুষ্ট হয়েছেন।’

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

জানা গেছে রাজ্যপালের বক্তব্য, কমিশনারকেই কার্যকর সিদ্ধান্ত নিতে হবে। এদিকে রাজ্যপালের স্বক্রীয়তার প্রসঙ্গ টেনে এনে এদিন তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় বলেন, ”রাজভবন কী ভাবছে, কী করবে তা একটি রাজনৈতিক দল আগেই বলে দিচ্ছে।” কিন্তু অন্যদিকে সংবিধানের ২৪৩কে (৩) ধারা অনুযায়ী, ‘ভোট পরিচালনার সময় রাজ্য নির্বাচন কমিশন অনুরোধ করলে রাজ্যপাল কমিশনের ইচ্ছানুসারে প্রয়োজনীয় কর্মী ও অন্যান্য রসদ দেওয়ার ব্যবস্থা করবেন।’ এই ধারা অনুযায়ীই গত পঞ্চায়েত ভোটের সময় তৎকালীন নির্বাচন কমিশনার মীরা পান্ডে তৎকালীন রাজ্যপাল এম কে নারায়ণের কাছে যান। তাই রাজনৈতিকমহল বলছে মীরা পাণ্ডে নিজেকে অসহায় ভাবেননি, লড়েছিলেন। অমরেন্দ্র তো গোড়াতেই অসহায় হয়ে হা-হুতাশ করছেন।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!