এখন পড়ছেন
হোম > রাজ্য > পঞ্চায়েতের ‘হিরো’ বিজেপি, যে পিচে নামছি, সেখানেই চার-ছয় হাঁকাচ্ছি, দাবি দিলীপের

পঞ্চায়েতের ‘হিরো’ বিজেপি, যে পিচে নামছি, সেখানেই চার-ছয় হাঁকাচ্ছি, দাবি দিলীপের


রাজ্যের পঞ্চায়েত নির্বাচন স্থগিত হাইকোর্টের নির্দেশে।এদিনও পঞ্চায়েত মামলার শুনানির শেষে সেই প্রসঙ্গে মুখ খোলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।তিনি এমন বলেন যে তাঁর মনে হয় আদালতে এবার যে রায় দেবে তাতে শাসকদলের কোমর ভেঙে যাবে।এখন নাকি বিজেপি তাঁদের নিজেদের পিচে খেলছে,আর চার,ছয় মারছে।শাসকদলের এবার শুধু হারার পালা।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

এদিন তিনি দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর,জয়নগর ও কুলতলিতে আহত দলীয় কর্মীদের সাথে দেখাও করতে গিয়েছিলেন আর সেখান থেকেই তিনি তৃণমূলকে চ্যালেঞ্জ ছুঁড়ে দেন।নিজেদের হিরোর তকমা দিয়ে বলেন যে তাঁরা পিচে নেমে চার,ছয় হাঁকাচ্ছেন।তৃণমূল তাঁদের এবড়ে খেবড়ো পিচে খেলতে চাইছিলো।কিন্তু সেখানেও বিজেপিশিবির দারুণ ব্যাট করছে।এবার তাঁদের পিচে খেলতে টেনে এনেছেন ঘাসশিবিরকে।রাজ্যের বিজেপিমহল নাকি বুঝিয়ে দিয়েছেন যে তৃণমূল যে পিচেই ওঁদের খেলাবে সেই পিচেই বিজেপি তৃণমূলকে হারাবে।এবার বিজেপি নিজস্ব পিচ তৈরি করছে আর শাসকদল তাঁদের সাথে পারবে না।
এদিন ক্রিকেটের ভাষায় এভাবে রাজ্যের শাসকদলকে আক্রমণ করার পর বিজেপি জনসভায় দিলীপবাবু বলেন,” আপনার পাকা ধানে যদি কেউ মই দিতে আসে,আপনি কি তাকে চা খাওয়াবেন? তাই বলছি,বাঁশের লাঠি পালিশ করে রাখুন।ভোটের সময় বাইরের লোক গ্রামে ঢুকলেই পালিশ করে দেবেন,যেন তাকে বাড়ি না গিয়ে হাসপাতালে যেতে হয়।”

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!