এখন পড়ছেন
হোম > রাজ্য > মুখ্যমন্ত্রীর প্রশ্ন – রাম কোথায় বলেছেন তাঁর নামে তলোয়ার-পিস্তল নিয়ে মিছিল করতে হবে

মুখ্যমন্ত্রীর প্রশ্ন – রাম কোথায় বলেছেন তাঁর নামে তলোয়ার-পিস্তল নিয়ে মিছিল করতে হবে


রামনবমীতে অস্ত্র মিছিলের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও বিজেপির অস্ত্র মিছিলের পর বিজেপিকে কড়া হুঁশিয়ারি দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। সাথে আইনি ব্যবস্থা না নিলে পুলিশের বিরুদ্ধেও কড়া পদক্ষেপ নেওয়ার কথা জানান মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন বিষ্ণুপুরের দক্ষিণ ২৪ পরগনার জেলা প্রশাসনিক বৈঠকে মমতা হুঁশিয়ারি দেন, ”রাম কোথায় বলেছিলেন, তাঁর নাম করে তলোয়ার বা পিস্তল নিয়ে মিছিল করতে হবে? কাউকে অনুমতি দেওয়া হয়নি রামের নাম করে পিস্তল-তলোয়ার নিয়ে অন্য সম্প্রদায়ের পাড়ায় ঢুকে হামলা করার! আমাদের রাজ্যে ধর্মের নাম করে গুন্ডামির সংস্কৃতি নেই।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

কাল থেকে সব বিষয় লক্ষ করছি। পুলিশকে বলছি, কঠোর ব্যবস্থা নিতে। যদি কোনও পুলিশ অফিসার এই বিষয়ে কোনও দুর্বল মনোভাব দেখান, তা হলে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেব।” এদিনের বৈঠকে মমতার বক্তব্যের উত্তরে রাজ্য পুলিশের ডিজি সুরজিৎ পুরকায়স্থ বলেন, ”আমরা সব শনাক্ত করেছি। ভিডিও ফুটেজ সংগ্রহ করা হয়েছে। আইনত ব্যবস্থার নির্দেশ দেওয়া হয়েছে।” জানা গেছে মিছিলের পর পুলিশ স্বক্রিয় ভাবে অস্ত্র আইন মামলা করে খড়্গপুরে মিছিলের জন্য রাজ্য সভাপতি দিলীপ ঘোষের বিরুদ্ধে এবং বীরভূমে মিছিলের জন্য লকেট চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে। এর পরিপ্রেক্ষিতে দিলীপ বাবু জানান, ”গণ্ডগোল পাকিয়ে এখন বিজেপির নাম দেওয়া হচ্ছে। আমি তলোয়ার নিয়েছি। শোভাযাত্রায় অনেক আগে থেকেই প্রতীক হিসেবে এই রকম অস্ত্র থাকে। বোমা, বন্দুক তো তৃণমূলের হাতিয়ার!” লকেট চট্টোপাধ্যায়ের কথায়, ”আমি ত্রিশূল নিয়েছিলাম। ত্রিশূল নারীশক্তির প্রতীক। আর মিছিল তো হয়েছে পুলিশের সামনে! তখন কেন ধরেনি?” এই সমগ্র বিষয়ের পরিপেক্ষিতে এদিন সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র প্রশ্ন তুলেছেন, ”সাপ হয়ে কামড়াব, তার পরে ওঝা হয়ে ঝাড়ব- এই হচ্ছে তৃণমূলের নীতি! বিজেপির সঙ্গে পাল্লা দিয়ে ওঁরাই তো রামনবমীতে নামলেন। দু’দলই বাংলার ঐতিহ্য, সংস্কৃতিকে কলঙ্কিত করেছে। আর এত অস্ত্র এল কোথা থেকে? পুলিশ কী করছিল? এখন পুলিশের উপরেও হামলা হচ্ছে। কাঁকিনাড়ায় তৃণমূল বিধায়কের মিছিলেও যে অস্ত্র ছিল, সেই ব্যাপারে প্রশাসনের কী মনোভাব?” কড়া প্রশাসনিক ব্যবস্থার পাশাপাশি এদিন তিনি সর্বদল বৈঠকেরও দাবি জানান।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!