এখন পড়ছেন
হোম > জাতীয় > অধিবেশনের সমাপ্তি ঘোষণা, সময়ের আগেই অধ্যক্ষের সিদ্ধান্ত ঘিরে জল্পনা!

অধিবেশনের সমাপ্তি ঘোষণা, সময়ের আগেই অধ্যক্ষের সিদ্ধান্ত ঘিরে জল্পনা!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-  কথা ছিল, আগামী 13 তারিখ পর্যন্ত সংসদের বাদল অধিবেশন চলবে। কিন্তু বুধবার এই অধিবেশন শুরু হওয়ার সাথে সাথেই তার সমাপ্তির কথা ঘোষণা করে দেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা। যার জেরে জল্পনা তৈরি হয়েছে। অনেকে বলছেন, যেভাবে এই বাদল অধিবেশনকে কেন্দ্র করে শাসক এবং বিরোধী দলের তরজা সামনে এসেছে, তাতে লোকসভার কাজ প্রতিমুহূর্তে ব্যাহত হয়েছে। চেষ্টা করেও সমস্যার সমাধান করা সম্ভব হয়নি। তাই এই পরিস্থিতিতে নির্ধারিত সময়ের আগেই শেষ করে দিতে হল অধিবেশন।

সূত্রের খবর, আজ এই ব্যাপারে সিদ্ধান্তের কথা জানিয়ে দেন লোকসভার অধ্যক্ষ। যেখানে অনির্দিষ্টকালের জন্য অধিবেশন স্থগিত রাখা হল বলে জানিয়ে দেন তিনি। আর এর পরেই নানা মহলে প্রশ্ন উঠতে শুরু করে। একাংশের মতে, লোকসভার অধিবেশন বর্তমান পরিস্থিতিতে সমাপ্তি করে না দেওয়া হলেও, অধিবেশন চললেও লাভের লাভ কিছুই হচ্ছে না। বিভিন্ন ইস্যুতে সরব হচ্ছে বিরোধীরা। যার জেরে মাঝেমধ্যেই দিনের মতো মুলতুবি হয়ে যাচ্ছে অধিবেশন। তাই এই পরিস্থিতিতে অধ্যক্ষের এই সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছেন একাংশ।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

পর্যবেক্ষকদের অনেকে আবার বলছেন, করোনা পরিস্থিতিতে এই বাদল অধিবেশনের ব্যবস্থা করা হলেও প্রতিমুহূর্তে বিরোধীদের প্রশ্ন এড়িয়ে গিয়েছে সরকার পক্ষ। যার কারণে নির্দিষ্ট সময়ের আগেই অধিবেশনের সমাপ্তি ঘোষণা করতে বাধ্য হলেন অধ্যক্ষ। তবে নির্দিষ্ট সময়ের আগে অধিবেশনের সমাপ্তি কথা ঘোষণা করা হলেও, পরবর্তী অধিবেশন আবার কবে থেকে শুরু হবে, সেই ব্যাপারে কিছুই জানানো হয়নি। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!