এখন পড়ছেন
হোম > জাতীয় > আজ বীরভূমে রয়েছে স্বরাষ্ট্রমন্ত্রীর কর্মসূচি, আজও কি দেখা যাবে ধামাকা? দেখে নিন তাঁর কর্মসূচি

আজ বীরভূমে রয়েছে স্বরাষ্ট্রমন্ত্রীর কর্মসূচি, আজও কি দেখা যাবে ধামাকা? দেখে নিন তাঁর কর্মসূচি


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বঙ্গ সফরে এসেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। গতকাল তিনি সফর করেছিলেন মেদিনীপুরে। আজ তিনি সফর করতে চলেছেন বীরভূমে। গতকালের দিনটি রাজ্য বিজেপির কাছে ছিল এক উল্লেখযোগ্য দিন। গতকাল বড় রকমের ভাঙ্গন ধরে শাসকদল তৃণমূলে। আজ বীরভূমে স্বরাষ্ট্রমন্ত্রীর কর্মসূচি। আজকের দিনেও কি ঘটবে বড়োসড়ো কিছু? সেদিকেই দৃষ্টি সকলের। আজ সকালে কলকাতার হোটেল থেকে কলকাতা বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দিতে চলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

বিমানবন্দর থেকে হেলিকপ্টারে করে পৌঁছাবেন তিনি বোলপুরে। এরপর তিনি যাবেন বিশ্বভারতীতে। আজ সকাল ১১ টা থেকে দুপুর ১২ টা ৪০পর্যন্ত সেখানে থাকবেন তিনি। আজ বিশ্বভারতীতে পৌঁছে প্রথম রবীন্দ্রভবনে যাবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে মাল্যদান করে কবিগুরুকে শ্রদ্ধা জানাবেন তিনি।

এরপর তিনি যাবেন বিশ্বভারতীর উপাসনা গৃহ, সংগীত ভবনে। সেইসঙ্গে আশ্রম ঘুরে দেখবেন স্বরাষ্ট্রমন্ত্রী।এরপর তিনি যাবেন বিশ্বভারতীর বাংলাদেশ ভবনে। বিশ্বভারতীর উপাচার্যর সঙ্গে রয়েছে তাঁর বিশেষ বৈঠক। সূত্রের খবর, স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে উপাচার্যের বৈঠকের সময় উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী ও আশ্রমিকেরাই একমাত্র বৈঠকস্থলে উপস্থিত থাকবেন। এই বৈঠকে অংশগ্রহণ করবেন না বিজেপির দলীয় প্রতিনিধিরা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বিশ্বভারতীর কর্মসূচীর পর রতন পল্লীতে বাউল শিল্পী বাসুদেব দাস বাউলের বাড়িতে যেতে চলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেখানে তিনি যেমন বাউল শিল্পীর গান শুনবেন, তেমনি শিল্পী রতন দাস বাউলের বাড়ির শিবমন্দিরে নীলকন্ঠ ফুল ও দুধ দিয়ে তিনি করবেন শিব পুজো। আজ দুপুরে সেখানেই মধ্যাহ্নভোজন করবেন স্বরাষ্ট্রমন্ত্রী।

প্রসঙ্গত, গতকাল শনিবার মেদিনীপুরে জনৈক আদিবাসীর বাড়িতে মধ্যাহ্নভোজন করেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী। আজ তাঁর বাউল শিল্পীর বাড়িতে মধ্যাহ্নভোজ। বাউল শিল্পীর বাড়িতে মধ্যাহ্নভোজে স্বরাষ্ট্রমন্ত্রীকে মাটির থালার উপর কলাপাতায় খাবার পরিবেশন করা হবে। রান্না করা হবে কাঠের উনুনে। মেনু হিসেবে থাকবে ভাত, মুগের ডাল, বেগুন ভাজা, পটল ভাজা, আলুপোস্ত, পালং শাকের তরকারি, টমেটোর চাটনির ও নলেন গুড়ের রসগোল্লা।

মধ্যাহ্নভোজন শেষ হলে স্বরাষ্ট্রমন্ত্রী যাবেন বোলপুরের ডাকবাংলোয়। এরপর তিনি হনুমান মন্দিরে পূজা দেবেন। পুজো দেবার পর থেকে ডাকবাংলোর মাঠ থেকে বোলপুর চৌরাস্তা পর্যন্ত রোড শো করতে চলেছেন তিনি। রোডশো শেষ হলে এক সাংবাদিক বৈঠকে যোগদান করবেন তিনি। সাংবাদিক বৈঠকে তিনি কি বার্তা দেন? সেদিকে দৃষ্টি সকলের। সাংবাদিক সম্মেলন শেষ করে দিল্লির উদ্দেশ্যে বিমানযোগে রওনা দেবেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। প্রসঙ্গত, আজ স্বরাষ্ট্রমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে গতকাল থেকেই সেজে উঠেছে শান্তিনিকেতন।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!