এখন পড়ছেন
হোম > জাতীয় > কোনও বাঙালিই হবেন বিজেপির মুখ্যমন্ত্রী, ঘোষণা অমিত শাহের

কোনও বাঙালিই হবেন বিজেপির মুখ্যমন্ত্রী, ঘোষণা অমিত শাহের


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – পশ্চিমবঙ্গকে গেরুয়া চাদরে মুড়ে দিতে তৎপর হয়ে উঠেছে বিজেপি। আগামী বিধানসভা নির্বাচন সামনে এগিয়ে আসতেই রাজ্যে একাধিক বার সফর করছেন বিজেপির কেন্দ্রীয় নেতারা। বিজেপির বহু অভিজ্ঞ কেন্দ্রীয় নেতাদের রাজ্যের দায়িত্ব দেওয়া হচ্ছে। আর এরপর থেকেই বিজেপিকে বারবার বহিরাগতের দল বলে আক্রমণ করেছে রাজ্যের শাসক দল তৃণমূল। এবার তৃণমূলের বহিরাগত আক্রমণের পাল্টা জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী জানালেন যে, বাংলার মাটির মানুষই হবেন বিজেপির আগামী মুখ্যমন্ত্রী।

প্রসঙ্গত, বিজেপিকে বারবার বহিরাগতের দল বলে কটাক্ষ করেছে রাজ্যের শাসক দল তৃণমূল। তৃণমূল নেতাদের বলতে শোনা গেছে যে, বাঙ্গালীদের উপর অবাঙালি নেতৃত্বকে চাপিয়ে দিতে চায় বিজেপি। বাঙালি যা কখনোই মেনে নেবেন না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কটাক্ষ করেছেন যে, বাংলার বাইরে থেকে হিংসা ছড়াতে যারা বাংলায় আসছেন, তারা হলেন বহিরাগত।

মুখ্যমন্ত্রীর এই বক্তব্যর মোক্ষম জবাব দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। স্পষ্ট জানিয়ে দিলেন যে, তিনি এই নির্বাচনে লড়াই করছেন না, কিন্তু লড়াই করছে না বলে কি বাংলায় প্রচারের কাজে আসতে পারবেন না তিনি? বাংলার মানুষের সঙ্গে কথা বলতে পারবেন না তিনি? তিনি আরো জানান যে, এটা কখনোই বাংলার সংস্কৃতি নয়। বাংলার ভূমি হলো রবীন্দ্রনাথ ঠাকুরের ভূমি। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কাছে সারা বিশ্ব ছিল একটাই ঘর। তিনি অভিযোগ করেছেন যে, এ ধরনের সংকীর্ণ রাজনীতি ইতিপূর্বে বাংলায় কখনো হয়নি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এরপরই মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে স্বরাষ্ট্রমন্ত্রী জানালেন, ” তাও বলব মমতা দিদি চিন্তা করবেন না। আপনার বিরুদ্ধে বাংলার বিজেপি কর্মীরাই লড়াই করবে। তাঁরাই আপনাকে হারাবে। ” স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছেন যে, আগামী বিধানসভা নির্বাচনে বিজেপি ক্ষমতায় এলে, বাংলার কোন ভূমিপুত্রকেই মুখ্যমন্ত্রী করা হবে। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে, বাংলার মাটির মানুষকেই মুখ্যমন্ত্রী করা হবে, কিন্তু কাকে মুখ্যমন্ত্রী করা হবে? সে বিষয়টি তিনি জানাননি। এ প্রসঙ্গে তিনি জানিয়েছেন যে, যে কেউ হতে পারেন মুখ্যমন্ত্রী।

স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সংবাদমাধ্যমের কাছে জানিয়েছেন যে, পশ্চিমবঙ্গে যেভাবে রাজনৈতিক সংস্কৃতির বদল ঘটছে, তাতে তিনি মনে করছেন যে, পশ্চিমবঙ্গ সরকারের একটি সিদ্ধান্ত তৈরি হয়ে গেছে, যা হলো ভাইপো রাজনীতি। তবে এতে ভয় পায় না বিজেপি, ভয় পান না রাজ্যের মানুষ। তিনি অভিযোগ করেছেন যে, পশ্চিমবঙ্গে কোন আইন শৃঙ্খলা নেই। তিনি জানিয়েছেন যে, বিজেপি বাঙালি-অবাঙালি সমস্ত কার্য কর্তাদেরই সম্মান করে থাকে। এরপরই মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে তিনি জানালেন যে, মুখ্যমন্ত্রীকে হারানোর কাজ বিজেপির বাঙালি কার্য কর্তারাই করবেন। আর মুখ্যমন্ত্রীকে হারিয়ে যিনি মুখ্যমন্ত্রী হবেন, তিনি এই মাটির মানুষই হবেন।

তবে, কাকে করা হবে বিজেপির মুখ্যমন্ত্রী? সে বিষয়ে এখনো কোনো কিছু স্পষ্ট ভাবে জানানো হয়নি। সম্প্রতি বিজেপির কেন্দ্রীয় নেতা কৈলাস বিজয়বর্গীয় জানিয়েছিলেন যে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মুখেই ভোটে লড়বে বিজেপি। নির্বাচনের আগে বহু রাজ্যেই মুখ্যমন্ত্রীর মুখ বিজেপি ঠিক করেনি। প্রচারের মুখ্য ভূমিকায় ছিলেন স্বয়ং প্রধানমন্ত্রী। পশ্চিমবঙ্গতেও এমনটা ঘটতে চলেছে কিনা? সে প্রশ্ন থেকেই যাচ্ছে। স্বরাষ্ট্রমন্ত্রী দাবি করেছেন, সংখ্যাগরিষ্ঠতা নিয়ে পশ্চিমবঙ্গে সরকার গঠন করবে বিজেপি।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!