এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > অকষ্মাৎ মৃত্যু ঘটলো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চড় মারা দেবাশিস আচার্যের, তীব্র শোরগোল রাজনীতি মহলে

অকষ্মাৎ মৃত্যু ঘটলো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চড় মারা দেবাশিস আচার্যের, তীব্র শোরগোল রাজনীতি মহলে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – গতকাল হঠাৎ করে মৃত্যু ঘটলো দেবাশিস আচার্য নামে এক ব্যক্তির। কয়েক বছর আগে তৃণমূলের এক জনসভায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রকাশ্যে চড় মেরেছিলেন তিনি। বিধানসভা নির্বাচনের সময় তাঁকে সঙ্গে নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে বেশকিছু হুঁশিয়ারি দিয়েছিলেন বিজেপি নেতা কনিষ্ক পন্ডা। গতকাল রাস্তার ধারে আহত অবস্থায় তাঁকে পাওয়া যায়। এরপর তাঁকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। সেখানেই তাঁর মৃত্যু হয়।

গতকাল তমলুক থানার অন্তর্গত ৪১ নম্বর জাতীয় সড়কের সোনাপাটিয়া টোলপ্লাজার কাছে আহত অবস্থায় পাওয়া যায় দেবাশিস আচার্যকে। গুরুতর আহত হয়ে অজ্ঞান অবস্থায় পথের ধারে পড়েছিলেন তিনি। সে সময় বেশ কিছু মানুষ তাঁকে নিয়ে হাসপাতালে যান। পরে হাসপাতালে তাঁর মৃত্যু ঘটেছে গতকাল। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে যে, দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন তিনি। কিন্তু তাঁর পরিবারবর্গ ও বিজেপির অভিযোগ দুর্ঘটনা নয়, তাঁকে অপহরণ করে হত্যা করা হয়েছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

প্রসঙ্গত, গত ২০১৫ সালে যুব তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় চন্ডিপুরে একটি জনসভা করেছিলেন। সে সময় হঠাৎ মঞ্চে এসে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রকাশ্যে চড় মেরেছিলেন দেবাশিস আচার্য। সেসময় এই ঘটনা নিয়ে ব্যাপক তোলপাড় চলে। এরপর বিধানসভা নির্বাচনের সময় তাঁকে পাশে বসিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হুঁশিয়ারি দিয়েছেন বিজেপি নেতা কনিষ্ক পন্ডা।

গতকাল তাঁর এই অকস্মাত্ মৃত্যুকে পুলিশের পক্ষ থেকে দুর্ঘটনা বলে জানানো হয়েছে। তবে, তাঁর পরিবারের অভিযোগ, প্রথমে তাঁকে অপহরণ করা হয়েছে, তারপর হত্যা করা হয়েছে তাঁকে। এই ঘটনায় তাঁরা সম্পূর্ণভাবে অভিযুক্ত করেছেন রাজ্যের শাসক দল তৃণমূলকে। বিজেপির পক্ষ থেকেও এই ঘটনায় তৃণমূলকে অভিযুক্ত করা হয়েছে। তবে এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে রাজ্যের শাসক দল তৃণমূল। গতকাল দেবাশিস আচার্যের এই অকস্মাত্ মৃত্যুর ঘটনা তীব্র শোরগোল ফেলে দিয়েছে রাজনীতি মহলে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!