এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > আক্রান্ত বিজেপির পরিবর্তন যাত্রার রথ, কি বক্তব্য রাখলো গেরুয়া শিবির?

আক্রান্ত বিজেপির পরিবর্তন যাত্রার রথ, কি বক্তব্য রাখলো গেরুয়া শিবির?


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – গতকাল আক্রান্ত হল বিজেপির পরিবর্তন যাত্রার রথ। গতকাল গভীর রাতে কাদাপাড়াতে বিজেপির পরিবর্তন যাত্রার রথে ভাঙচুর চালায় বেশ কিছু দুষ্কৃতী। বিজেপির রথের গুদামে বেশকিছু দুষ্কৃতী হঠাৎ উপস্থিত হয় ও ভাঙচুর চালায়। বেশকিছু এলসিডি স্ক্রীন, লাপটপ লুঠ হয়েছে বলে, অভিযোগ উঠেছে। বিজেপির আরও অভিযোগ, দুষ্কৃতীদের বাধা দিতে গেলে গুদামের বেশকিছু নিরাপত্তা রক্ষী, রথচালক, খালাসি সহ কয়েকজনকে মারধর করা হয়েছে। এই ঘটনায় বিজেপি অভিযুক্ত করেছে তৃণমূলকে। এ বিষয়ে বক্তব্য রাখলেন বিজেপির একাধিক নেতৃত্ব।

বিজেপির পরিবর্তন যাত্রার রথে এই হামলা প্রসঙ্গে এক টুইট করে প্রতিবাদ জানালেন বিজেপির আইটি সেলের সর্বভারতীয় সভাপতি অমিত মালব্য। গুদামের সিসিটিভি ফুটেজের একটি ভিডিও ফুটেজ পোষ্ট করেছেন তিনি। এখানে দেখা যাচ্ছে যে, কয়েকজন মানুষকে পিকআপ ভ্যানের আশপাশে ঘুরতে। টুইট করে তিনি জানিয়েছেন যে, বিজেপির লক্ষ সোনার বাংলার রথ গুদামে রাখা হয়েছিল। সেগুলি ভাঙচুর করেছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। রথগুলি ক্ষতিগ্রস্ত হয়েছে মারাত্মক ভাবে। বহু এলইডি স্ক্রিন চুরি হয়ে গেছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বিজেপির আইটি সেল এর সর্বভারতীয় প্রধান অমিত মালব্য আরো জানান যে, তৃণমূল সরকারের সময়ে পশ্চিমবঙ্গের নির্বাচনকে ঘিরে যে হিংসার প্রথা চলে আসছে, তাতে এবারের নির্বাচন কমিশনের কাছে কঠিন হতে চলেছে। রাজনৈতিক হিংসার সংস্কৃতি তৈরি করেছে তৃণমূল। তিনি জানিয়েছেন, রাজ্যের মানুষই এর জবাব দেবেন।

অন্যদিকে, এ প্রসঙ্গে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ জানালেন যে, নিজেদের পায়ের তলা থেকে মাটি সরে গেছে বলেই, তৃণমূল এভাবে আক্রমণ চালাচ্ছে। তিনি জানালেন যে, তৃণমূল একসময় বলেছিল, বদলা নয় বদল চাই। তার নমুনা দেখেছেন রাজ্যবাসী। সাধারণ মানুষই এর হিসাব দেবেন। তৃণমূলের প্রতি তাঁর হুঁশিয়ারি, কয়েক মাস মাত্র রয়েছে এই তৃণমূল সরকার।

তবে, তৃণমূলের পক্ষ থেকে বিজেপির এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করা হয়েছে। এর সঙ্গে তৃণমূলের কেউ জড়িত নন। তদন্তে বেরিয়ে আসবে সত্যিটা, এমনটাই তৃণমূলের দাবী। ইতিমধ্যেই, এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। তবে এখনো পর্যন্ত এ ঘটনায় কাউকে গ্রেফতার করা হয়নি। এই ঘটনা প্রসঙ্গে তৃণমূল সাংসদ সৌগত রায় জানালেন যে, এই ঘটনার সঙ্গে তৃণমূলের কোন যোগ নেই। এসব কেন করতে যাবে তৃণমূল? ঘটনার তদন্ত হোক, তাহলেই আসল অপরাধী বেরিয়ে পড়বে। তাঁর দাবি, তৃণমূলের কেউ এই ঘটনার সঙ্গে কোনোভাবেই জড়িত নয়। অন্যদিকে এই ঘটনা সম্পর্কে তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষকে সাংবাদিকরা প্রশ্ন করলেও, এ বিষয়ে কোনো বক্তব্য রাখতে চাননি তিনি।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!