এখন পড়ছেন
হোম > আন্তর্জাতিক > চূড়ান্ত ডামাডোল আমেরিকায়, ফের বড়সড় ধাক্কা খেলেন ট্রাম্প, জানুন বিস্তারিত !

চূড়ান্ত ডামাডোল আমেরিকায়, ফের বড়সড় ধাক্কা খেলেন ট্রাম্প, জানুন বিস্তারিত !


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট- গতকালকের পরিসংখ্যান অনুযায়ী যেখানে দেখা গিয়েছিল নির্বাচন শেষে ডোনাল্ড ট্রাম্পের থেকে অনেকটাই এগিয়ে রয়েছেন জো বিডেন। সেখানে জানা গিয়েছিল ২৬৪টি ইলেক্টোরাল ভোট পেয়েছেন তিনি। অন্যদিকে, ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন ২১৪টি ভোট। এমন পরিস্থিতিতে নির্বাচন শেষে যদিও ৫৩৮ আসনের ইলেকট্রোরাল কলেজের ম্যাজিক ফিগার ২৭০ কেউই ছুঁতে পারেননি বলেই জানা গিয়েছিল।

কিন্তু সম্প্রতি প্রশাশিত খবর অনুযায়ী, কয়েকটি সুইং স্টেটে দুই প্রার্থীর ভাগ্য এসে দাঁড়িয়েছে বলেই দেখা গেছে। তবে ২৬৪টি ইলেক্টোরাল ভোট বা আসনের ২৭০-এর ম্যাজিক ফিগার প্রায় ছুঁয়ে ফেলতে দেখা গেছে বিডেনকে। অন্যদিকে ট্রাম্প পেয়েছেন ২১৪টি ভোট। কিন্তু এখনও পর্যন্ত অ্যারিজোনা, জর্জিয়া, পেনসিলভেনিয়া, নর্থ ক্যারোলিনা ও নেভাডার মতো রাজ্যের ফল আসেনি বলেই জানা গেছে।

আর এখানেই বিশেষজ্ঞদের মত, ট্রাম্পকে ফের প্রেসিডেন্ট পদে বসতে হলে এই সব রাজ্যেই জয়ী হতে হবে। অন্যদিকে মাত্র একটি রাজ্য দখল করলেই হোয়াইট হাউসের পথ পরিষ্কার হয়ে যাবে বিডেনের জন্য। যা দেখে ট্রাম্পের হার যে এখন অবশ্যম্ভাবী, সেকথাই মনে করেছেন অনেকে। তবে এমন পরিস্থিতিতে সেই কথা বুঝতে পেরেই নাকি অপ্রাসঙ্গিক কথা বলতে শুরু করেছেন ট্রাম্প। যা দেখে সোচ্চার হতে দেখা গেছে কিছু সংবাদমাধ্যমকে। সেই সঙ্গে ট্রাম্পের লাইভ সম্প্রচারের ক্ষেত্রে নজির বিহীন সিদ্ধান্ত নিতে দেখা গেছে তাদের।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

ভোটের নির্বাচনের ফলাফল আন্দাজ করতে পেরেই বস্তুত, গতকাল এক সাংবাদিক বৈঠকে তাঁকে বলতে শোনা গেছে, যদি বৈধ ভোট হয় তবে তিনি সহজেই জিতে যাবেন। তাঁর দাবি বিপক্ষ নির্বাচন চুরি করার চেষ্টা করছে। সেইসঙ্গে তাঁর মত তিনি ইতিমধ্যেই বহু গুরুত্বপূর্ণ রাজ্য বড় ব্যবধানে জিতে গিয়েছেন। যার মধ্যে কিছু রাজ্যে বিপক্ষও জয় দাবি করছে। কিন্তু শেষ কথা বলবেন বিচারক বলবেন বলেই জানান তিনি।

সেই সঙ্গে তিনি বলেন “আমার বিশ্বাস আমরা সহজেই ভোটে জিতব। তবে অনেক আইনি লড়াই হবে। আমাদের কাছে বহু প্রমাণ আছে। এভাবে একটা নির্বাচন চুরি করে নিতে দেব না।” আর ট্রাম্পের এই বক্তব্যকেই এদিন ভিত্তিহীন এবং ভুলে ভরা বলে দাবি করতে দেখা গেছে মার্কিন সংবাদমাধ্যমের একটা বড় অংশকে। যার জেরে এদিন প্রথম সারির এক মার্কিন সংবাদমাধ্যমকে মাঝপথে ট্রাম্পের বক্তব্য এর সম্প্রচার বন্ধ করে দিতে দেখা গেছে।

আর এই বিষয়ে চ্যানেলের সঞ্চালককে বলতে দেখা গেছে, “আমরা আবার সেই একই পরিস্থিতিতে। আমাদের শুধু মার্কিন প্রেসিডেন্টের বক্তব্য সম্প্রচার বন্ধ করতে হচ্ছে তাই নয়, ওঁর মিথ্যে গুলোও শুধরে দিতে হচ্ছে।” অন্যদিকে NBC এবং ABC নিউজও ট্রাম্পের ভাষণ সম্প্রচার মাঝপথেই বন্ধ করে দেয় বলে জানা যায়। অন্যদিকে, CNN-এর সঞ্চালক জ্যাক ট্যাপার জানান, “প্রেসিডেন্ট একের পর এক মিথ্যে বলছেন। আমেরিকাবাসীর জন্য এটা একটা দুঃখের রাত।” তবে এক্ষেত্রে যেখানে বিশ্বের বহু দেশেই সংবাদমাধ্যমকে সরকারের অনুগত বলে অভিযোগ করা হচ্ছে, সেখানে মার্কিন মিডিয়ার এই সাহসিকতা নিঃসন্দেহে প্রশংসনীয় বলেই মনে করেছেন অনেকে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!