এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > আমপানের রেশ মিটতে না মিটতেই এবার ১০০ দিনের দুর্নীতিতে নাম জড়ালো তৃণমূলের, বাড়ছে অস্বস্তি!

আমপানের রেশ মিটতে না মিটতেই এবার ১০০ দিনের দুর্নীতিতে নাম জড়ালো তৃণমূলের, বাড়ছে অস্বস্তি!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – ভয়াবহ দুর্যোগের ক্ষতিপূরণের টাকা নিয়ে তৃণমূলের নানা পঞ্চায়েতের বিরুদ্ধে নানা দুর্নীতির অভিযোগ উঠেছে। ব্যাপক অস্বস্তিতে পড়েছে ঘাসফুল শিবির। পরিস্থিতি নিজেদের আয়ত্তে আনতে এবং ভাবমূর্তি স্বচ্ছ করতে দুর্নীতিগ্রস্ত নেতাদের বিরুদ্ধে পদক্ষেপ নিতে শুরু করেছে তৃণমূল কংগ্রেস কিন্তু দুর্যোগের টাকা এবং ক্ষতিপূরণ নিয়ে দুর্নীতি তৃণমূল কমাতে চাইলে এবার 100 দিনের কাজ নিয়ে ব্যাপক দুর্নীতির অভিযোগ উঠল যেন মূলের নেতাকর্মীদের বিরুদ্ধে।

জানা গেছে নদীয়ার হাঁসখালি তে কাজ না করেই 100 দিনের কাজের টাকা চলে গেছে তৃণমূল নেতাকর্মীদের একাউন্টে। যে ঘটনায় ব্যাপক বিতর্ক তৈরি হয়েছে। ইতিমধ্যেই এই ব্যাপারে স্থানীয় পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে অভিযোগ করতে শুরু করেছেন অনেকে। প্রাক্তন পঞ্চায়েত সদস্য এবং তৃণমূল কংগ্রেস কর্মী কৃষ্ণচন্দ্র মজুমদার এই বিষয়ে প্রশাসনের বিভিন্ন স্তরে তার অভিযোগ জানিয়েছেন।

এদিন তিনি বলেন, “আমার নামে প্রথম থেকে জবকার্ড থাকলেও আমি কোনদিন 100 দিনের কাজ করিনি। কয়েকদিন আগে ব্যাংকের বই আপডেট করার সময় দেখতে পাই, আমার একাউন্টে 1190 টাকা জমা পড়েছে। এটা দেখে আমি অবাক হয়ে যাই। ব্যাংক থেকে জানতে পারি কিভাবে টাকা জমা পড়েছে। তারপর থেকেই সরকারি দপ্তরে অভিযোগ জানাতে শুরু করি। আমি ওই টাকা ফেরত দিতে চাই। পঞ্চায়েত প্রধানের মদতেই এই ধরনের ঘটনা ঘটেছে।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আর তৃণমূলের কর্মী হয়ে তৃণমূলের পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে এইরকম বিস্ফোরক অভিযোগ করায় এখন রীতিমত শোরগোল পড়ে গিয়েছে এলাকায়। তাহলে কি 100 দিনের কাজের টাকাতেও ভাগ বসাতে শুরু করলেন তৃণমূলের নেতাকর্মীরা! বারবার যেখানে দলের পক্ষ থেকে দুর্নীতি বন্ধ করার কথা বলা হচ্ছে, সেখানে কেন এভাবে সাধারণ মানুষকে সাহায্য পাইয়ে দেওয়ার বদলে তৃণমূল নেতারা কাজ না করে নিজেদের অ্যাকাউন্টে টাকা নিয়ে নিচ্ছেন? তার বিরুদ্ধে যে অভিযোগ উঠছে, তা কি সত্যি?

এদিন এই প্রসঙ্গে ময়ূরহাট 1 নম্বর পঞ্চায়েতের প্রধান রামপদ ঘোষ বলেন, “সুপারভাইজার 100 দিনের মাটিকাটা কাজ করান। সুপারভাইজার সবকিছু দেখভাল করেন। যারা 9 নম্বর এবং 6 নম্বর ফরম ফিলাপ করে, তারাই কাজ পান। বিষয়টি তদন্ত করছি।” তবে পঞ্চায়েত প্রধান যে কথাই বলুন না কেন, পরিস্থিতি যে দিকে এগোচ্ছে, তাতে বিধানসভা নির্বাচনের আগে বিভিন্ন ক্ষেত্রে তৃণমূলের দুর্নীতি এখন ক্রমশ প্রকাশ্যে আসতে শুরু করেছে।

ভয়াবহ দুর্যোগের ক্ষতিপূরণের টাকা নিয়ে বিভিন্ন দুর্নীতি প্রকাশ্যে আসার পর তৃণমূল নেতৃত্ব কড়া পদক্ষেপ নেওয়ার পর হয়ত বা দুর্নীতি কমবে বলে আশা করা হয়েছিল। কিন্তু এবার যেভাবে 100 দিনের কাজের টাকা তৃণমূল নেতাকর্মীদের অ্যাকাউন্টে চলে গেল, তাতে বিরোধীরা এখন এই বিষয়কে ইস্যু করে ময়দানে নামবে এবং শাসকদলের অস্বস্তি যে বাড়িয়ে দেবে, সেই ব্যাপারে নিশ্চিত বিশ্লেষকরা। এখন গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, তার দিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!