এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > অনুব্রতর জন্য চরম দুঃসংবাদ, ঘনিয়ে আসছে বড় বিপদ? তীক্ষ্ণ দৃষ্টি তৃণমূলের!

অনুব্রতর জন্য চরম দুঃসংবাদ, ঘনিয়ে আসছে বড় বিপদ? তীক্ষ্ণ দৃষ্টি তৃণমূলের!


 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- বিপদ যেন কিছুতেই কাটছে না গরু পাচার মামলায় গ্রেপ্তার হওয়া বীরভূম জেলা তৃণমূলের সভাপতি অনুব্রত মণ্ডলের। পরিবারে ছিল একমাত্র মেয়ে, তাকেও গ্রেপ্তার হতে হয়েছে। বারবার জামিনের আবেদন নিয়ে উচ্চ আদালতে গিয়েছেন। কিন্তু সেখানেও মুখ পুড়েছে। দল হয়তো তার পাশে থাকার বার্তা দিয়েছে। তাকে বড় নেতা বলে দাবি করছে। কিন্তু দিনের শেষে অনুব্রত মণ্ডলই একমাত্র ভুগছেন, জেলের কষ্ট কি করে পোহাতে হয়। তবে এবার শীর্ষ আদালতে সেই অনুব্রত মণ্ডল জামিন পাওয়ার জন্য আবেদন করলেও, সেখানে বড়সড় ধাক্কা খেলেন। যার ফলে অনেকে প্রশ্ন করছেন, আগামী দিন কি আরও বিপদ অপেক্ষা করছে কেষ্টবাবুর জন্য?

প্রসঙ্গত, বর্তমানে জামিন পাওয়ার জন্য কার্যত মরিয়া হয়ে উঠেছেন অনুব্রত মণ্ডল। যার কারণে পক্ষ থেকে সুপ্রিম কোর্টে জামিনের আবেদন করা হয়েছিল। জেলে বসে সেই দিকেই তাকিয়ে ছিলেন কেষ্ট মন্ডল। আশায় ছিলেন, হয়তো তিনি এবার জামিন পেয়ে যাবেন। কিন্তু শেষ রক্ষা হলো না। জেলে বসেই চরম কষ্টের সংবাদ শুনতে হলো তাকে। সুপ্রিম কোর্টের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হল, জামিনের পরবর্তী শুনানি পিছিয়ে দেওয়া হয়েছে। আগামী 22 সেপ্টেম্বর এই শুনানি হবে। আর তৃণমূলের সকলে যখন সেলিব্রেশনের মুডে ব্যস্ত রয়েছেন, যখন দলনেত্রী বিদেশে গিয়ে কখনও পিয়ানো বাজাচ্ছেন, কখনও সকালবেলা ফুরফুরে মেজাজে প্রাতঃভ্রমনে বেরোচ্ছেন, তখন তার এক সময়কার সতীর্থ জেলে বসেই কাটাচ্ছেন চরম কষ্টের সময়।

বিরোধীদের দাবি, গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডল গ্রেপ্তার হয়ে এখন তিহারে রয়েছেন। তিনি বুঝতে পারছেন, কোনো বেআইনি ঘটনায় যুক্ত থাকার শাস্তি কতটা কঠিন হতে পারে। দল মুখে যতই বড় বড় কথা বলুক, জেলের ভেতরে থেকে কি কষ্ট সহ্য করতে হচ্ছে, তা একমাত্র অনুব্রত মণ্ডলই জানেন। তাই এখন সেই জেল থেকে মুক্ত পাওয়ার জন্য তিনি কার্যত সব চেষ্টা করতে রাজি। তবে সেখানেও ধাক্কা খেয়ে রীতিমত জেরবার এক সময়কার বীরভূমের বেতাজ বাদশা।

পর্যবেক্ষকদের মতে, যখন বীরভূম জেলা তৃণমূলের সভাপতি ছিলেন এই অনুব্রত মণ্ডল, তখন তিনি কতই না দাপট দেখিয়েছেন। আর এখন সেই অনুব্রত মণ্ডল জেলে বসে কার্যত ভেজা বিড়াল হয়ে রয়েছেন। সবার কাছে প্রার্থনা করছেন, যাতে তাকে একবারটি জামিনে মুক্ত করে দেওয়া যায়। কিন্তু অন্যায় যে করে তাকেও যে কষ্ট সহ্য করতে হয়, তা প্রমাণিত। জামিনের শুনানি পিছিয়ে যাওয়ায় তাকে যে আরও বেশ কিছুদিন এই কষ্ট সহ্য করতে হবে, তা বলার অপেক্ষা রাখে না। তবে আগামী দিন কি আরও বড় বিপদ অপেক্ষা করছে তার জন্য! আদৌ কি তিনি আগামী শুনানিতে জামিন পাবেন? সেদিকে অনুব্রত মণ্ডলের যেমন নজর রয়েছে, তেমনই তার দল তৃণমূল কংগ্রেসেরও নজর রয়েছে। অন্তত তেমনটাই বলছে ওয়াকিবহাল মহল।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!