এখন পড়ছেন
হোম > রাজনীতি > কংগ্রেস > অন্যদলের বিধায়ক ভাঙিয়ে এনে সরকার ফেলে দেবার চেষ্টা করছে বিজেপি, বিস্ফোরক অভিযোগ কংগ্রেসের

অন্যদলের বিধায়ক ভাঙিয়ে এনে সরকার ফেলে দেবার চেষ্টা করছে বিজেপি, বিস্ফোরক অভিযোগ কংগ্রেসের


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – অন্যদলের বিধায়কদের অর্থ ও মন্ত্রিত্বের প্রলোভন দেখিয়ে নিজের দলে এনে ঝাড়খণ্ডের জোট সরকারকে ফেলে দেওয়ার ষড়যন্ত্র করছে বিজেপি, এমনই বিস্ফোরক অভিযোগ করেছেন ঝাড়খণ্ডের কংগ্রেস বিধায়ক নমন বিক্সাল কোনগারি। তিনি অভিযোগ করেছেন, বিজেপির পক্ষ থেকে বারবার তাঁকে এই ধরনের প্রলোভন দেখানো হয়েছে। এদিকে গত শনিবার ঝাড়খণ্ডের জোট সরকারকে ফেলে দেওয়ার চক্রান্তের অভিযোগ তিন সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারপরেই বিজেপির বিরুদ্ধে এই ধরনের অভিযোগ করলেন কংগ্রেস বিধায়ক নমন বিক্সাল কোনগারি।

ঝাড়খণ্ডের কোলেবিরা কেন্দ্রের কংগ্রেস বিধায়ক নমন বিক্সাল কোনগারি অভিযোগ করেছেন যে, ৬ বার তাঁকে অর্থ ও মন্ত্রিত্বের প্রলোভন দেখিয়ে বিজেপিতে যোগদানের কথা বলা হয়েছে। তিনি অভিযোগ করেছেন, তিনজন লোক সম্প্রতি তাঁর সঙ্গে যোগাযোগ করেছিলেন। যারা একটি সংস্থার হয়ে কাজ করছেন। তাদের চলে যেতে বলেন তিনি। কিন্তু বারবার তারা একই প্রস্তাব দিয়ে তার কাছে এসেছেন। একবার এক কোটি টাকা নগদ দিতে চেয়েছিলেন তাঁকে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তিনি আরও জানিয়েছেন যে, এ বিষয়ে তিনি পরিষদের নেতা আলমগীর আলম, এআইসিসি নেতা আর পি এন সিংহকে, আবার মুখ্যমন্ত্রীকেও জানিয়েছেন। তবে, এ বিষয়ে তাঁরা কেউই তেমন কোনো পদক্ষেপ নেননি।
এদিকে, গত শনিবার ঝাড়খন্ডে জোট সরকারকে ফেলে দেওয়ার চক্রান্ত করার অভিযোগে তিন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলেন অভিষেক দুবে, অমিত সিংহ, নিবারণপ্রসাদ মাহোতো। ইতিপূর্বে তাদের বিরুদ্ধে কংগ্রেস বিধায়ক কুমার জয়মঙ্গল অভিযোগ করেছিলেন। তারপরই তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেয় পুলিশ। তাদের বিরুদ্ধে রাজনৈতিক ষড়যন্ত্র, দুর্নীতি, রাষ্ট্রদ্রোহের মামলা দেওয়া হয়েছে।

কংগ্রেস বিধায়ক নমন বিক্সাল কোনগারি জানিয়েছেন যে, তাঁকে টাকা দেওয়া হবে, মন্ত্রী করা হবে বলে লোভ দেখানো হয়েছিল। আবার সংখ্যালঘু জনজাতি উন্নয়নসংক্রান্ত বিষয়গুলিতে সম্পুর্ন সমর্থন জানানোর কথাও দেয়া হয়েছিল তাঁকে। তবে, ধৃত এই তিনজন ব্যক্তিই তাঁর কাছে গিয়েছিলেন কিনা? তা তিনি স্পষ্ট করতে পারেন নি। কারণ, যারা তাঁকে এই প্রস্তাব দিয়েছিলেন, তাদের চেহারা তিনি ভুলে গেছেন। তবে, তিনি জানিয়েছেন, যারা তাঁর কাছে গিয়েছিলেন, তারা বিজেপির হয়ে কাজ করছেন। এ কথা তারা বলেছেন। তবে, বিজেপির কোন নেতা তারা নন। এই ঘটনা সামনে আসতেই তীব্র শোরগোল পড়ে গেছে রাজনৈতিক মহলে। যদিও এই তিনজন বিজেপির সদস্য কিনা? তা এখনও স্পষ্ট ভাবে জানা যায়নি।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!