এখন পড়ছেন
হোম > জাতীয় > আপাতত কেন্দ্রের হস্তক্ষেপে অক্সিজেনের আসু সমস্যার সমাধান দিল্লীর

আপাতত কেন্দ্রের হস্তক্ষেপে অক্সিজেনের আসু সমস্যার সমাধান দিল্লীর


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – দেশজুড়ে করোনার দাপট যেরকম মারাত্মক হারে দেখা যাচ্ছে, ঠিক সেভাবেই শুরু হয়েছে অক্সিজেনের অভাব। করোনার ক্ষেত্রে অক্সিজেন অন্যতম প্রয়োজনীয় জিনিস। কিন্তু অক্সিজেনের যে চরম অভাব শুরু হয়েছে দেশজুড়ে, তা প্রাণ কাড়ছে বহু করোনা রোগীর। ইতিমধ্যে এই পরিস্থিতিতে বিভিন্ন রাজ্যের মধ্যে অক্সিজেন নিয়ে শুরু হয়েছে দ্বন্দ্ব।

দিল্লির সঙ্গে হরিয়ানার চরম দ্বন্দ্ব শুরু হয়েছে অক্সিজেন সরবরাহ নিয়ে। অবস্থা এতটাই গুরুতর হয়ে ওঠে, শেষমেষ হস্তক্ষেপ করে কেন্দ্র। জানা গেছে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিবের হস্তক্ষেপে এক রাজ্য থেকে অন্য রাজ্যে অক্সিজেন পরিবহণ সম্ভব হয়েছে।

দেশজুড়ে অক্সিজেন ঘাটতি যখন মাত্রাছাড়া, ঠিক সেসময় অক্সিজেন প্রদানকারী বিভিন্ন সংস্থার তরফ থেকে অভিযোগ শুরু হয় সংশ্লিষ্ট রাজ্যগুলি অন্য রাজ্যে অক্সিজেন নিয়ে যেতে দিচ্ছেনা। এই অবস্থায় দিল্লি এবং হরিয়ানার মধ্যে আগেই দ্বন্দ্ব দেখা দিয়েছে। কিন্তু বৃহস্পতিবার মাত্রাছাড়া দ্বন্দ্বে মেতে ওঠে দিল্লি এবং হরিয়ানা। দুই রাজ্যের মধ্যে প্রশাসনিক দ্বন্দ্ব এবং পরিবহণ সমস্যা মেটাতে কেন্দ্র হস্তক্ষেপ করতে বাধ্য হয়।

ফলস্বরূপ, হরিয়ানা উত্তরপ্রদেশ, রাজস্থান এবং উত্তরাখণ্ড থেকে দিল্লিতে অক্সিজেন নিয়ে আসা সম্ভব হয়েছে। এ প্রসঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব জানিয়েছেন, অক্সিজেনের ঘাটতি আছে ঠিকই, কিন্তু দ্রুত সমাধান করার চেষ্টা হচ্ছে।

পাশাপাশি তিনি জানিয়েছেন, বেশকিছু অক্সিজেন প্লান্টে সমস্যা দেখা দিয়েছে। তবে পরিস্থিতি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হচ্ছে। একই সাথে তিনি জানিয়েছেন, যে রাজ্যে যতটা অক্সিজেন বরাদ্দ করা হয়েছে তাকে সেই অক্সিজেন দিতেই হবে। অক্সিজেন উৎপাদক সংস্থাগুলি যে রাজ্যে অবস্থিত শুধু সেই রাজ্যে অক্সিজেন দেওয়া যাবে এরকম কোন নিষেধাজ্ঞা জারি করা যাবেনা। অন্যদিকে অক্সিজেনের ঘাটতি নিয়ে ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকারের দিকে আঙ্গুল তুলেছে দেশের বিরোধী দলগুলি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এই অবস্থায় কোনো রকম বিধি-নিষেধ আরোপ ছাড়াই অক্সিজেনের যোগান সুনিশ্চিত করতে সমস্ত রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলকে নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। প্রসঙ্গত, গত বছরে করোনার প্রথম প্রকোপ শুরু হওয়ার সাথে সাথেই দেশে অক্সিজেনের উৎপাদন বেড়েছে। কিন্তু সেই অক্সিজেনের অধিকাংশই বিদেশে রপ্তানি করা হয়েছে বলে জানা গেছে।  কেন্দ্রীয় সরকারের প্রকাশ করা তথ্যে জানা গিয়েছে, 2020 সালের জানুয়ারি মাসের তুলনায় 2021 এর জানুয়ারি মাসে 700 শতাংশ অক্সিজেন বেশি রপ্তানি হয়েছে বিদেশে।

খুব স্বাভাবিকভাবেই এই তথ্য সামনে আসার পর শুরু হয়েছে দেশজুড়ে কেন্দ্রীয় সরকারের সমালোচনা। ইতিমধ্যে প্রতিষেধকের অভাব নিয়েও একই অভিযোগ সামনে এসেছে। দেশে প্রতিষেধক অপর্যাপ্ত, কিন্তু বিদেশে প্রতিষেধক সরবরাহ করা হয়েছে বলে দাবি বিরোধী শিবির গুলির। আপাতত করোনার ধ্বংসাত্মক পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য আগামীকাল বিশেষ বৈঠকে বসতে চলেছেন প্রধানমন্ত্রী সহ অন্যান্যরা। পরিস্থিতি আয়ত্বে আনতে কি ব্যবস্থা গ্রহণ করা হয়, সেদিকেই এখন নজর ওয়াকিবহাল মহলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!