এখন পড়ছেন
হোম > জাতীয় > আড়ম্বড় থাকলেও শূন্যতা! রাজ্যের স্বাধীনতা দিবসে দেখা যাবে ভিন্ন ছবি!

আড়ম্বড় থাকলেও শূন্যতা! রাজ্যের স্বাধীনতা দিবসে দেখা যাবে ভিন্ন ছবি!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- প্রতিবছর রেড রোডে ঘটা করে স্বাধীনতা দিবস পালন করা হয় পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে। সরকারের বিভিন্ন ট্যাবলো প্রদর্শন করার পাশাপাশি বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। কিন্তু এবারে তার ব্যতিক্রম হচ্ছে। বিভিন্ন ট্যাবলো প্রদর্শন করা হলেও এবং স্বাধীনতা দিবস উদযাপন করা হলেও, কার্যত দর্শক শূন্য থাকছে রেড রোড চত্বর। অনেকে বলছেন, করোনা ভাইরাস সমস্ত আনন্দ কেড়ে নিয়েছে।

দ্বিতীয় ঢেউয়ের পর এবার তৃতীয় ঢেউ মাথাচাড়া দিতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই কারণেই কি 75 তম স্বাধীনতা দিবসে আনন্দ-উচ্ছ্বাস কিছুটা দূরে সরিয়ে রাখা হল? দর্শকশূন্য রাখার মধ্যে দিয়ে যাতে এই ভয়াবহ মহামারী আরও বেশি করে মাথাচাড়া দিতে না পারে, তার জন্যই রাজ্য সরকারের এই উদ্যোগ বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সূত্রের খবর, এবারেও রেড রোডে স্বাধীনতা দিবস পালন করা হবে রাজ্যের পক্ষ থেকে। যেখানে উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। কিন্তু প্রতিবার এই রেড রোডে জমকালো করে স্বাধীনতা দিবস পালন করা হয়। প্রচুর মানুষের সমাবেশ হয়। কিন্তু এবারে তার ব্যতিক্রম থাকছে। কারণ একটাই করোনা ভাইরাস। আর সেই কারণে রাজ্যের বিভিন্ন প্রকল্পের বিষয় নিয়ে ট্যাবলো প্রদর্শন করা হলেও, শূন্যতা দেখা যাবে রেড রোডে। যার জেরে অনেকেই হতাশ হয়ে গিয়েছেন। 75 তম স্বাধীনতা দিবস রীতি অনুযায়ী পালন করা হলেও, সেখানে দর্শকশূন্য থাকার কারণে অনেকের মন একটু হলেও খারাপ।

বিশেষজ্ঞরা বলছেন, করোনা ভাইরাস প্রবেশ করার পর থেকেই বিভিন্ন অনুষ্ঠানে কাটছাঁট করা হয়েছে। এর আগের বছরও সেভাবে স্বাধীনতা দিবস পালন করা সম্ভব হয়নি। তবে এবার পরিস্থিতি কিছুটা হলেও সামাল দেওয়া গিয়েছে। সেই কারণে রেড রোডে স্বাধীনতা দিবস পালন করা হচ্ছে। কিন্তু তা দর্শকশূন্য রাখার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য প্রশাসন। ইতিমধ্যেই কড়া নিরাপত্তা বলয়ে বেস্টন করা হয়েছে সেই রেড রোড চত্বর।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!