এখন পড়ছেন
হোম > রাজ্য > আমাদের দল শুধুমাত্র ভোট চাই বলে না, সারাবছর ধরে মানুষের সেবায় নিয়োজিত থাকে: শুভেন্দু

আমাদের দল শুধুমাত্র ভোট চাই বলে না, সারাবছর ধরে মানুষের সেবায় নিয়োজিত থাকে: শুভেন্দু

বছরের ৩৬৫ দিনই দল মানুষের সেবায় নিয়োজিত থাকে।নিজেদের বিভিন্ন আনা বিভিন্ন প্রকল্প ও অসুবিধা কারী কাজের উল্লেখ করে এভাবেই ভোটের আগে নিজেদেরকে জনদরদি দল বলে তুলে ধরলেন শাসক দলের মন্ত্রী।

“আমাদের দল শুধুমাত্র ভোট চাই, ভোট চাই বলে না। পরিযায়ী পাখির মতো কেবল ভোটের সময় আসে না। সারাবছর ধরে মানুষের সেবায় নিয়োজিত থাকে।” কোলাঘাটের গোপালগঞ্জ হাইস্কুল প্রাঙ্গণে আইএনটিটিইউসির উদ্যোগে দুঃস্থদের কম্বল প্রদান অনুষ্ঠানে রবিবার সন্ধ্যায় একথা বলেন পরিবহণ ও পরিবেশমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই অনুষ্ঠানে শুভেন্দুবাবু ছাড়াও উপস্থিত ছিলেন সংসদ সদস্য দিব্যেন্দু অধিকারী, জেলা পরিষদের শিশু নারী কর্মাধ্যক্ষা সুমিত্রা পাত্র, খাদ্য কর্মাধ্যক্ষ সিরাজ খান, কোলাঘাট পঞ্চায়েত সমিতির সভাপতি তপন ঘোড়া, সহ সভাপতি রাজকুমার কুণ্ডু সহ অন্যান নেতৃত্ববৃন্দ।

উল্লেখ্য, ভোটের আগে জনগণের সামনে নিজেদের ভাবমূর্তি তুলে ধরতে এদিনের সভায় শুভেন্দুবাবু বলেন, “সারা বছর নানা ধরনের কর্মসূচির মধ্য দিয়ে আমরা রাজনীতি, পঞ্চায়েত, প্রশাসন ও সমাজ সেবার একটা গুরুত্বপূর্ণ সোপান হিসেবে কাজ করি। পুজোর সময়, ঈদের সময়, শীতের সময় নতুন বস্ত্র ও কম্বল তুলে দিতে হবে। এলাকায় ধর্মীয় সামাজিক অনুষ্ঠানে সবাইকে যুক্ত হতে হবে। এটাই আমাদের দলের কর্মসূচি। আমাদের সরকার প্রচুর কল্যাণকর কর্মসূচি নিয়েছে। নবগঠিত পঞ্চায়েত যেন দু’হাত ভরে কাজগুলি করে। ১০০দিনের কাজে জবকার্ড হোল্ডাররা যেন কাজ পান দেখতে হবে। কন্যাশ্রী, সবুজশ্রী পাচ্ছে কি না দেখতে হবে। আমাদের উন্নয়নের কাজ এগিয়ে নিয়ে যেতে হবে।

ফেসবুকের কিছু টেকনিকাল প্রবলেমের জন্য সব খবর আপনাদের কাছে পৌঁছেছে না। তাই আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

 

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

 

তিনি বলেন, সবেমাত্র জেলা পরিষদ গঠিত হয়েছে। আমাদের সরকার সাবসিডির মাধ্যমে রেশন দোকান থেকে নিত্যপ্রয়োজনীয় মাল সরবরাহ করছেন। আমাদের মতো অন্য কোনও সরকার এত কাজ করেনি।”পাশাপাশি তিনি বিজেপিকে কটাক্ষ করে বলেন,” অন্যদিকে, কেন্দ্রের সরকার পেট্রল, ডিজেলে সেঞ্চুরি করতে যাচ্ছে। রান্নার গ্যাস বাউন্ডারি হাঁকিয়ে দিয়েছে। এবার ছক্কা মারবে।”

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!