এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > অভিনব প্রচারে মন জয় করছেন এই তৃণমূল প্রার্থী, বিক্ষুব্ধরাও সুর বদলাচ্ছে

অভিনব প্রচারে মন জয় করছেন এই তৃণমূল প্রার্থী, বিক্ষুব্ধরাও সুর বদলাচ্ছে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – এবারের বিধানসভা নির্বাচনে তারকাদের সমাহার দেখা গেছে তৃণমূল-বিজেপি উভয় দলেই। অনেক তারকাই এবারের নির্বাচনে লড়াই করার টিকিট পেয়েছেন দু’দলের তরফ থেকেই। তবে এই তারকাদের ভিড়ে ধীরে ধীরে অনন্য হয়ে উঠছেন তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ। ইতিমধ্যেই প্রচারে বেরিয়ে নজর কেড়েছেন আসানসোল দক্ষিণ বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ। প্রার্থী হিসেবে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন আসানসোল দক্ষিণ বিধানসভা কেন্দ্রের প্রার্থী হিসেবে সায়নীর নাম ঘোষণা করেন তখন আসানসোলের তৃণমূল কর্মীদের মধ্যে ব্যাপক ক্ষোভের সঞ্চার হয়েছিল।

কিন্তু রাজনৈতিক মহলের অনেকেই মনে করছেন তৃণমূল কর্মীদের সেই ক্ষোভ ধীরে ধীরে নিজ গুণে প্রশমন করছেন সায়নী। আসানসোল দক্ষিণে সায়নী ঘোষের ব্যাপক প্রচার ইতিমধ্যেই নজর কেড়েছে সবার। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রীতিমতো চরকির মতো ঘুরতে থাকেন সায়নী। সায়নীর প্রচার পর্বের অনেক ভিডিও ইতিমধ্যেই চোখে পড়েছে সোশ্যাল মিডিয়ার দৌলতে। 

আর এবার জনসংযোগে বেরিয়ে সায়নী ইসিএলের সাতগ্রাম এরিয়ার পিওর সিয়ারসোল খনি গর্ভে নেমে পড়েন। সেখানেও প্রচার চালান। সকাল থেকে দুপুর, বিকেল পেরিয়ে সন্ধ্যে পর্যন্ত ক্রমাগত প্রচার চালিয়ে যাচ্ছেন সায়নী। দলীয় কর্মীরা অনেক সময় ক্লান্ত হলেও কোনো ক্লান্তি নেই সায়নীর মধ্যে বলে জানা যাচ্ছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

ইতিমধ্যে এলাকার সাধারণ মানুষেরও মন জয় করতে শুরু করেছে সায়নী। পার্টির কর্মী থেকে শুরু করে এলাকার বাসিন্দারা এককথায় বলতে শুরু করেছেন সায়নী ঘোষ এর মধ্যে আন্তরিকতার কোনো ঘাটতি নেই। যেটা ভোটদাতাদের মন জয় করার জন্য যথেষ্ট বলে মনে করছেন বিশেষজ্ঞরা। অন্যদিকে এই কেন্দ্রের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল বিভিন্ন সময়ে সায়নীকে বহিরাগত থেকে শুরু করে বাচ্চা মেয়ে ইত্যাদি বলে কটাক্ষ করেছেন। তবে সায়নী এসব কথায় কর্ণপাত না করে নিজের কাজ নিজে করে চলেছেন মনোযোগ দিয়ে। ইতিমধ্যেই সায়নী ঘোষ এলাকার প্রাথমিক শিক্ষক সমিতির সদস্যদের নিয়ে একটি কর্মী সম্মেলন করেছেন।

আর সেখানে কিন্তু বেসুরো শিক্ষক নেতা অশোক রুদ্রকে দেখা গিয়েছে। বোঝাই যাচ্ছে, কয়েক দিনের প্রচারে সায়নী কিন্তু ধীরে ধীরে বিক্ষুব্ধদের মন জয় করতে শুরু করেছেন। গ্রামের পথে মাইলের পর মাইল সায়নী পায়ে হেঁটে ঘুরে বেড়াচ্ছেন। তৃণমূল প্রার্থী হিসেবে সায়নী যে সবার কাছে পৌঁছাতে চাইছেন সে ব্যাপারটা কিন্তু এলাকার মানুষ ক্রমশ বুঝতে পারছেন। পাশাপাশি দলীয় কর্মীরাও আস্তে আস্তে সায়নীর প্রতি ভরসা রাখতে শুরু করেছেন বলে শোনা যাচ্ছে। আপাতত মানুষ কতটা সায়নীকে ভালবাসতে পারছেন বা সায়নী কতটা মানুষের কাছাকাছি পৌঁছাতে পেরেছেন, তার  প্রমাণ পাওয়া যাবে ভোটবাক্সে। অতএব রেজাল্ট জানার জন্য অপেক্ষা করতেই হবে 2 রা মে পর্যন্ত।

 

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!