এখন পড়ছেন
হোম > রাজ্য > নদীয়া-২৪ পরগনা > ‘বামেদের নকল করেই ইশতেহার প্রকাশ’ বিজেপিকে একহাত কান্তির!

‘বামেদের নকল করেই ইশতেহার প্রকাশ’ বিজেপিকে একহাত কান্তির!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – সম্প্রতি বিজেপির পক্ষ থেকে সংকল্পপত্র প্রকাশ করা হয়েছে। যেখানে একগুচ্ছ চমকপ্রদ প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। আর তারপরেই তৃণমূলের নকল করে বিজেপি তাদের এই ইশতেহার প্রকাশ করেছে বলে দাবি করেছেন শাসক শিবিরের নেতারা। কিন্তু এবার তৃণমূল এবং বিজেপির মধ্যে বিধানসভা নির্বাচনের প্রধান লড়াই হলেও, এই ইশতেহার নিয়ে গেরুয়া শিবিরকে এক হাত নিলেন সংযুক্ত মোর্চার প্রার্থী কান্তি গঙ্গোপাধ্যায়।

যেখানে বিজেপি’র ইশতেহারকে কার্যত “ভাঁওতাবাজি” বলে কটাক্ষ করলেন তিনি। স্বাভাবিকভাবেই এই ঘটনাকে কেন্দ্র করে এবার ব্যাপক গুঞ্জন তৈরি হয়েছে রাজ্য রাজনীতিতে। বর্ষিয়ান এই নেতা বিজেপির ইশতেহারকে কটাক্ষ করে বুঝিয়ে দিলেন, তৃণমূল বা বিজেপি এই নিয়ে যতই গর্ববোধ করুন না কেন, আদতে বামেদের নকল করেই বিজেপি তাদের এই ইস্তেহার প্রকাশ করেছে।

এদিন এই প্রসঙ্গে কান্তি গঙ্গোপাধ্যায় বলেন, “বিজেপি যে ইশতেহার প্রকাশ করেছে, তা ভাওতাবাজি ছাড়া আর কিছু না। তাতে এমন সব কথা উল্লেখ করা হয়েছে, যা বহু বছর ধরে এই রাজ্যে চলছে। এসব দিয়ে মানুষকে বোকা বানানোর চেষ্টা চালাচ্ছে বিজেপি। এমন কিছু বিষয় উল্লেখ করা হয়েছে, যা বাম আমল থেকেই চলছে। যেমন, বিজেপি ক্ষমতায় এলে সুন্দরবন উন্নয়ন পর্ষদ, উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদ, আদিবাসীদের জন্য আলাদা উন্নয়ন পর্ষদ গঠন করা হবে। আমার প্রশ্ন, বিজেপি কি কিছু না জেনেই তাদের ইস্তেহার তৈরি করেছে! কোনো রকম গবেষণা না করে নিজের কৃতিত্ব জাহির করতে চালু প্রকল্পগুলোকে নতুন মোড়কে হাজির করার প্রতিশ্রুতি নিয়েছে তারা। আর তাই নিয়েই গলা ফাটাচ্ছেন বিজেপি নেতারা। এসব ভাওতাবাজি ছাড়া আর কিছু নয়।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বিশ্লেষকরা বলছেন, এবারের নির্বাচনী লড়াইয়ে অনেকটাই পিছনের দিকে পড়ে গিয়েছে বামফ্রন্ট। মূল লড়াই হতে চলেছে তৃণমূল এবং বিজেপির মধ্যে। সেদিক থেকে দুই দল ইশতেহার প্রকাশ থেকে শুরু করে প্রার্থী চয়ন, সব দিক থেকেই একে অপরের সঙ্গে যুদ্ধে অবতীর্ণ হয়েছে। আর এই পরিস্থিতিতে বিগত বাম সরকারের আমলে যে সমস্ত প্রকল্প হয়েছে, তার সবটা নকল করে বিজেপি তাদের ইশতেহার প্রকাশ করেছে বলে নিজেদের কৃতিত্ব মানুষের কাছে তুলে ধরার চেষ্টা করলেন কান্তি গঙ্গোপাধ্যায় বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

পর্যবেক্ষকরা বলছেন, সুন্দরবন এলাকায় এই কান্তি গঙ্গোপাধ্যায়ের যথেষ্ট সুনাম রয়েছে। যে দলের যত বেশি প্রভাবই থাক না কেন, তৃণমূল আমলেও তাকে পরাজিত করতে পারেনি কোনো পক্ষ। এবারও তিনি নির্বাচনে দাঁড়িয়েছেন। আর এই পরিস্থিতিতে বিজেপির ইশতেহার নিয়ে কটাক্ষ করে রীতিমত শোরগোল তুলে দিলেন বর্ষীয়ান এই সিপিএম নেতা। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!