এখন পড়ছেন
হোম > রাজ্য > পুরুলিয়া-ঝাড়গ্রাম-বাঁকুড়া > মহিলার সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ, পর্যবেক্ষককে সরিয়ে দিল কমিশন!

মহিলার সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ, পর্যবেক্ষককে সরিয়ে দিল কমিশন!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বিধানসভা নির্বাচনের মুখে এবার বড়সড় সিদ্ধান্ত নিল নির্বাচন কমিশন। জানা গেছে, এক মহিলা অফিসারের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ এবার সাধারন পর্যবেক্ষক নারায়ন প্রসাদ পান্ডেকে সরিয়ে দিল নির্বাচন কমিশন। যে ঘটনা ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে রাজ্য রাজনীতিতে। নির্বাচন কমিশনের পক্ষ থেকে সাধারণ পর্যবেক্ষককে সরিয়ে দিয়ে কী বার্তা দেওয়া হল, তা নিয়ে নানা মহলে শুরু হয়েছে গুঞ্জন।

প্রসঙ্গত উল্লেখ্য, বুধবার উত্তর বঙ্গের প্রশাসনিক কর্তাদের সঙ্গে একটি বৈঠক করে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। আর সেই বৈঠক শেষে পুরুলিয়ার কাশীপুরের সাধারণ পর্যবেক্ষকের বিরুদ্ধে নেওয়া হয় বড়সড় পদক্ষেপ। অভিযোগ, এখানকার সাধারণ পর্যবেক্ষক নারায়ন প্রসাদ পান্ডের বিরুদ্ধে এক মহিলা সহকর্মীর সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ উঠেছিল। আর সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে তাকে সরিয়ে দিয়ে বড় সিদ্ধান্ত নিল নির্বাচন কমিশন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

একাংশ বলেছেন, কমিশনের পক্ষ থেকেই সিদ্ধান্ত গ্রহণ করে বুঝিয়ে দেওয়া হল যে, কোনোভাবেই কাউকে খাটো করা কমিশনের আওতার মধ্যে পড়ে না। এক্ষেত্রে সাধারণ পর্যবেক্ষককে কার্যত দায়িত্ব থেকে সরিয়ে দিয়ে নির্বাচন কমিশন কঠোর বার্তা দেওয়ার চেষ্টা করল। অর্থাৎ মহিলা হোক বা অন্যান্য সরকারি স্তরের সহকর্মীদের সঙ্গে অপমান বা দুর্ব্যবহার করলে যে ছেড়ে কথা বলা হবে না, তা বুঝিয়ে দিল নির্বাচন কমিশন। আর ভোটের মরসুমে কমিশনের এই সিদ্ধান্ত যে যথেষ্ট তাৎপর্যপূর্ণ, তা বলার অপেক্ষা রাখে না। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!