এখন পড়ছেন
হোম > অন্যান্য > বাঙালির মহোৎসবকে আরও আকর্ষণীয় করে তুলতে নিজেদের গ্রাহকদের জন্য দুর্দান্ত উপহার নিয়ে এল জিও

বাঙালির মহোৎসবকে আরও আকর্ষণীয় করে তুলতে নিজেদের গ্রাহকদের জন্য দুর্দান্ত উপহার নিয়ে এল জিও


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আজ মহানবমী, সকাল থেকেই শোনা যাচ্ছে ঢাকের বাদ্যি। তবে করোনা সংক্রমনের কারণে এ বছর বাঙালির দুর্গোৎসবের আয়োজন, তথা পুজোর ঘোরাঘুরিতে অনেকটাই ভাটা পড়েছে। হাইকোর্টের কঠোর নির্দেশ, যানবাহনের সমস্যা, সেইসঙ্গে বাধ সেধেছে বৃষ্টি। সবকিছু নিয়েই চরম সমস্যায় পড়েছে বাঙালি। করোনা সংক্রমনের কারণে বহু মানুষ প্যান্ডেলে যাবার ঝুঁকি নিতে চাইছেন না।

এদিকে, ঠাকুর দেখতে না পেলেও হচ্ছে মন খারাপ। এই পরিস্থিতিতে রিলায়েন্স জিও নিয়ে এলো এক দারুণ অফার। জিও সিম ব্যবহারকারীরা তাঁদের ফোনে জিওনিউজ অ্যাপ ডাউনলোড করে শহরের সেরা ৫০ টি পুজো লাইভে দেখতে পাবেন। ইতিপূর্বেও একের পর এক চমকপ্রদ অফার এনে গ্রাহকদের মন জয় করেছিল জিও। এবারও তার ব্যতিক্রম দেখা গেল না। আবার, দূর্গাপুজো মানেই বাঙালির আবেগ, আনন্দ, উচ্ছ্বাসের কেন্দ্রস্থল। ঝড়-বৃষ্টিতে ইতিপূর্বে পুজোর আনন্দে ভাটা পড়েছে।

কিন্তু এ বছরের মতো বাধা কোন বছর পড়েছে কিনা সন্দেহ। পুজোর মুহূর্তে ব্যাপক হারে বাড়ছে করোনার সংক্রমণ। তাই পুজো আদৌ হবে কিনা? তা নিয়ে সংশয় ছিল বহু মানুষের মনে। শেষপর্যন্ত রাজ্য সরকারের পক্ষ থেকে অনুমতি দেয়া হলো। কিন্তু এরপর করোনা সংক্রমণ অত্যাধিক বাড়তে থাকায় হাইকোর্টে দায়ের করা হয় একটি জনস্বার্থ মামলা। ফলে পুজোর বিষয়ে কঠোর নির্দেশ দেয় হাইকোর্ট। শেষপর্যন্ত, কম খরচে দর্শকদের মাতিয়ে তুলতে মণ্ডপ সাজানো শুরু করে বিভিন্ন পুজো কমিটিগুলি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

করোনা সংক্রমণ, হাইকোর্টের রায়, যানবাহনের সমস্যায় অনেকেই মণ্ডপে মণ্ডপে ঘুরে ঠাকুর দেখার পরিকল্পনাকে বাতিল করতে বাধ্য হলেন। আবার, কলকাতার নামজাদা পুজো দেখতে যে শুধু কোলকাতার মানুষই ভিড় করে তা নয়। কলকাতার কাছাকাছি শহরগুলি থেকেও বহু মানুষ আসেন কলকাতার এই পুজো দেখতে। কিন্তু লোকাল ট্রেন পরিষেবা বন্ধ থাকায় কলকাতার পূজা দেখা অনেকটাই কষ্টসাধ্য বাইরের মানুষদের পক্ষে। এবার এ বিষয়ে একটি যুগান্তকারী পদক্ষেপ নিল জিও।

কলকাতার বিখ্যাত পুজো গুলি দেখতে জিও গ্রাহকদের তাদের ফোনে জিও নিউজ অ্যাপ ডাউনলোড করতে হবে। এই অ্যাপে গেলেই পাওয়া যাবে ভিডিওজ অপশন। সেখানে গিয়ে পূজা ২০২০ অপশনে ক্লিক করলেই লাইভে দেখতে পাওয়া যাবে শহরের বিখ্যাত পুজোগুলি। যার জন্য বাইরে যাওয়ার কোন দরকার পড়বে না। ঘরে বসেই সবটা পাওয়া যাবে করে। শহরের কমপক্ষে ৫০ টি পুজোর লাইভ ভিডিও এখানে দেখতে পাওয়া যাবে।

শুধু অ্যাপই নয়, জিও টিভি, জিও নিউজ প্লাটফর্মেও এই ভিডিওগুলি দেখা যাবে। ষষ্ঠীর দিন থেকেই এ পরিষেবা চালু করেছে জিও। কলকাতার সেরা পুজোর ভিডিও দেখতে পাচ্ছেন দর্শকেরা। লাইভ ভিডিও দেখে পুজোর আনন্দ অনুভব করার সবরকম ব্যবস্থা রয়েছে। মণ্ডপসজ্জা, প্রতিমা, আলোকসজ্জা সমস্ত কিছু খুঁটিয়ে দেখা যাচ্ছে। ফলে পূজামণ্ডপে যেতে না পারা হতাশাগ্রস্থ বহু মানুষ জনপ্রিয় পুজোগুলি দেখে নিজেদের মন শান্ত করছেন। সেইসঙ্গে খুশি পুজোর উদ্যোক্তারাও।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!