এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > বাংলাদেশের ঘটনা নিয়ে নিশ্চুপ থাকলেও নবী দিবসের মিছিলে উপস্থিত মদন, প্রবল কটাক্ষ আমজনতার

বাংলাদেশের ঘটনা নিয়ে নিশ্চুপ থাকলেও নবী দিবসের মিছিলে উপস্থিত মদন, প্রবল কটাক্ষ আমজনতার


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- দুর্গাপূজার সময় বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের ওপর ব্যাপক নির্যাতন সোচ্চার করেছে বহু মানুষকে। একের পর এক বিশিষ্ট ব্যক্তিত্ব ও রাজনীতিবিদেরা এর বিরুদ্ধে সরব হয়ে উঠেছেন। অভিযোগ উঠেছে, বাংলাদেশের এই ঘটনা নিয়ে তেমনভাবে সোচ্চার হতে দেখা যায়নি তৃণমূল বিধায়ক মদন মিত্রকে। কিন্তু আজ নবী দিবসের মিছিলে উপস্থিত হয়েছেন তিনি। নবী দিবসের মিছিলে যোগদেবার পরেই তাঁর সমালোচনা করেছেন বহু মানুষ।

প্রসঙ্গত, আজকের দিনটি বিশ্ব নবী দিবস হিসেবে সারা বিশ্বজুড়ে পালন করা হয়। এই দিনের অপর নাম হল ঈদ-মীলাদুন-নবী। মুসলমান সম্প্রদায়ের মানুষদের কাছে আজকের দিনটি একটি বিশেষ দিন। মসজিদের সামনে প্রার্থনার মধ্য দিয়ে আজকের দিনটিকে পালন করেন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষেরা। গতবছর করোনা সংক্রমনের কারণে এই দিনটি বিশেষ ভাবে পালিত হয়নি। এবছর স্বাস্থ্যবিধি মেনে দিনটি পালন করছেন অনেকেই।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আজ নবী দিবসের মিছিলে যোগদান করেছিলেন কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র। এই অনুষ্ঠানের একটি ভিডিও পোস্ট করেছেন তিনি সোশ্যাল মিডিয়াতে। যেখানে তিনি লিখেছেন যে, সকল ভাই-বোনদের তিনি নবী দিবসের শুভেচ্ছা জানাচ্ছেন। সকলের জীবন হয়ে উঠুক শান্তি ও আনন্দ মুখর। আগামী দিনগুলো আরো সমৃদ্ধ হয়ে উঠুক। কামারহাটি তৃণমূল বিধায়ক মদন মিত্রের এই পোস্ট সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে পড়েছে।

এই পোস্ট দেখে অনেকে যেমন তাঁর প্রশংসা করেছেন, আবার বহু মানুষ তাঁর সমালোচনাও করেছেন। একজনকে লিখতে দেখা গেছে যে, ভবিষ্যতকে কোথায় তিনি নিয়ে গেছেন? এর মাশুল গুনতে হবে ভবিষ্যত প্রজন্মকে। আবার কেউ এরকমও লিখেছেন যে, অন্তত একবার যদি বাংলাদেশের অসহায় হিন্দুদের জন্য তিনি একটু মানবিক হতেন ও তাদের পাশে দাঁড়াতেন, তবে এটাকে মেনে নেওয়া যেত।

আবার কাউকে লিখতে দেখা গেছে যে, এত লোক একসঙ্গে আছেন, কারও মুখে মাস্ক নেই, এদিকে সংক্রমণ বাড়তে শুরু করেছে। আর বিধায়ক বাবু মাস্ক পড়লেই কি সমস্যার সমাধান হবে?এভাবে নবী দিবসের মিছিলে যোগদান করে, নবী দিবসের শুভেচ্ছা জানিয়ে একের পর এক সমালোচনার মুখে পড়েছেন তৃণমূল বিধায়ক মদন মিত্র। সোশ্যাল মিডিয়াতে তাঁর এই পোস্টকে ঘিরে সমালোচনা করেছেন বহু নেটিজেন।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!