এখন পড়ছেন
হোম > রাজ্য > বর্ধমান > বাংলায় ভোটের বাদ্যি বেজে গেল? নভেম্বরে ভোটার তালিকা নিয়ে বড়সড় পদক্ষেপে জল্পনা চরমে

বাংলায় ভোটের বাদ্যি বেজে গেল? নভেম্বরে ভোটার তালিকা নিয়ে বড়সড় পদক্ষেপে জল্পনা চরমে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – করোনা ভাইরাসের মধ্যে সঠিক সময় বিধানসভা নির্বাচন হবে কিনা, তা নিয়ে তীব্র জল্পনা তৈরি হয়েছিল। তবে বিহারে যখন সঠিক সময় বিধানসভা নির্বাচন হচ্ছে, তখন বাংলার নির্বাচনও সঠিক সময়েই অনুষ্ঠিত হবে বলে দাবি করেছিল একাংশ‌। আর এরই মাঝে সর্বদলীয় বৈঠকের মধ্যে দিয়ে বিধানসভা নির্বাচনের দামামা বেজে গেল পশ্চিম বর্ধমান জেলায়।

সূত্রের খবর, সোমবার আসানসোল জেলা প্রশাসনিক ভবনে প্রতিটি রাজনৈতিক দলের সঙ্গে একটি বৈঠক করে জেলা প্রশাসন। আর সেখানেই ভোটার তালিকা নিয়ে সিদ্ধান্তের কথা জানিয়ে দেওয়া হয়। জানা গেছে, 18 নভেম্বর ভোটার তালিকার খসড়া প্রকাশ করা হবে এবং 18 নভেম্বর থেকে 15 ডিসেম্বর পর্যন্ত সেই ভোটার তালিকার সংযোজন এবং সংশোধনের কাজ করা হবে। আর তারপরই আগামী 15 জানুয়ারি প্রকাশ করা হবে চূড়ান্ত ভোটার তালিকা। যার ওপর ভিত্তি করে রাজ্যের আগামী বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে বলে খবর।

জানা গেছে, এদিনের এই সর্বদলীয় বৈঠকের জেলার 23 ভোটগ্রহণ কেন্দ্রের স্থান পরিবর্তন করার জন্য নির্বাচন কমিশনকে প্রস্তাব দেওয়া হয়েছে। শুধু তাই নয়, চূড়ান্ত খসড়া তালিকার উপর নির্ভর করে ধ্বস কবলিত অন্ডাল থানার হরিশপুরের দুটি বুথকেও অন্যত্র সরিয়ে নেওয়া হচ্ছে বলেও খবর।এদিকে জেলায় 1500 জনের বেশি ভোটার রয়েছে, এমন বুথকে ভেঙে দেওয়ার কথাও ভাবনা-চিন্তার পর্যায়ে রয়েছে। জানা গেছে, এই জেলায় এমন বুথের সংখ্যা 5 টি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বিশেষজ্ঞরা বলছেন, বিধানসভা নির্বাচনের আগে ভোটার তালিকা সংশোধন এবং সংযোজন রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। রাজনৈতিক দলগুলো এই প্রক্রিয়ায় বেশি করে নজর রাখতে শুরু করে। তাই এবার সেই প্রক্রিয়া শুরুর ব্যাপারে আসানসোল জেলা প্রশাসনের পক্ষ থেকে বৈঠকে সঠিক সময়েই যে বাংলায় বিধানসভা নির্বাচন হতে চলেছে, তা কার্যত পরিষ্কার হয়ে গেল‌। এদিন এই প্রসঙ্গে জেলাশাসক পূর্ণেন্দু মাঝি বলেন, “পরিকাঠামোগত সমস্যার জন্য বেশকিছু বুথের স্থান পরিবর্তন করার প্রস্তাব দেওয়া হয়েছে। কয়েকটি বুথকে ভেঙে দেওয়ার প্রস্তাব নির্বাচন কমিশনের কাছে দেওয়া হয়েছে।” সব মিলিয়ে আগামী বিধানসভা নির্বাচনের আগে এখন প্রশাসনের অন্দরমহলে ভোটের ব্যাপারে প্রস্তুতি বাংলার বিধানসভা নির্বাচনের দামামা যে বাজিয়ে দিল, তা বলার অপেক্ষা রাখে না।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!