এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > বাংলার বাইরে মমতার গ্রহণযোগ্যতা কতটা? রাজ্যে রাজ্যে কতটা ছড়াবে তৃণমূল? স্পষ্ট করে দিলেন দিলীপ

বাংলার বাইরে মমতার গ্রহণযোগ্যতা কতটা? রাজ্যে রাজ্যে কতটা ছড়াবে তৃণমূল? স্পষ্ট করে দিলেন দিলীপ


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট – পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে জয়লাভের পর দেশজুড়ে ছড়িয়ে পড়ার লক্ষ্যমাত্রা নিয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল। ত্রিপুরায় যেমন তৃণমূল থাবা বসিয়েছে, তেমনি থাবা বসিয়েছে অসমে, গোয়াতে। এখন প্রশ্ন রাজ্য রাজনীতিতে অত্যন্ত সফল মুখ হলেও, জাতীয় রাজনীতিতে কতটা গ্রহণযোগ্য মমতা বন্দ্যোপাধ্যায়? দেশজুড়ে ছড়িয়ে পড়ার স্বপ্ন সফল হবে তৃণমূলের? এবার এ প্রসঙ্গে বক্তব্য রাখলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

এ প্রসঙ্গে বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ জানালেন যে, ত্রিপুরাতে তো দেখা গেছে। কে? কাকে চাইছে? তা দেশের মানুষের উপর ছেড়ে দেয়া হোক। মমতা বন্দ্যোপাধ্যায় কি চাইছেন? সেটা বড় কথা নয়। দিলীপ ঘোষ অভিযোগ করেছেন, বাংলার কোন দিক থেকেই উন্নতি হচ্ছে না। মমতা বন্দ্যোপাধ্যায় যে রাজনীতিকে দেশে বিক্রি করতে চাইছেন, তা দেশের মানুষ কখনোই মেনে নেবেন না। ত্রিপুরার মানুষ তা বুঝিয়ে দিয়েছেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

দিলীপ ঘোষ আরও জানালেন যে, সারাদেশে তৃণমূলের গ্রহণযোগ্যতা নেই। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের টুইট নতুন কিছু নয়। তিনি জানালেন, আগরতলার পুরভোটে কেন তৃণমূল জিততে পারেনি? আগে তার জবাব দিতে হবে। এরপর গোয়া নিয়ে চিন্তাভাবনা করা উচিত।

এরপর রাজ্য নির্বাচন কমিশনকে কটাক্ষ করে দিলীপ ঘোষ জানালেন যে, কমিশনের প্রচুর মিটিং হয়, কিন্তু নির্বাচন অবাধ করতে হবে, না হলে শুধু মিটিং করে কোন লাভ হবে না। তিনি জানালেন ভোট এলেই পশ্চিমবঙ্গে একটা আতঙ্কের পরিবেশ তৈরি হয়। এই ধরনের পরিবেশ তৈরি হওয়া কোনোভাবেই কাঙ্ক্ষিত নয়।

বিজেপির সিঙ্গুরের কর্মসূচি প্রসঙ্গে তিনি জানালেন, বিজেপির কর্মসূচি হবেই, পুলিশ বাধা দিলেও হবে। তারপর যা হবে তা দেখা যাবে। বিরোধীরা আন্দোলন করবে, পুলিশ বাধা দেবে, সরকার কাউকে ছাড়বে না। এর মধ্যেই আন্দোলন করতে হবে। নিয়ম মেনে অনুমতি নিয়ে আন্দোলন করলেও আটকে দেয়া হয়, অবস্থা বুঝে সেই মুহূর্তে ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!