এখন পড়ছেন
হোম > রাজনীতি > কংগ্রেস > বাংলার মুখ্যমন্ত্রীকে খোঁচা ! সাংঘাতিক মন্তব্য করলেন এই রাজ্যের মুখ্যমন্ত্রী !

বাংলার মুখ্যমন্ত্রীকে খোঁচা ! সাংঘাতিক মন্তব্য করলেন এই রাজ্যের মুখ্যমন্ত্রী !


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  কিছুদিন আগেই এনসিপি’র প্রধান শারদ পাওয়ারের সঙ্গে বৈঠকের পরেই কংগ্রেসের জন্য মন্তব্য করে বলেন ‘আরে কোথায় ইউপিএ? ইউপিএ-এর কোনও অস্তিত্বই নেই।’  আর এর পরেই শুরু হয়ে জাতীয় রাজনীতিতে নানান জল্পনা তবে কংগ্রেস ছাড়া যে বিরোধী জোট একেবারেই সম্ভব নয় তা আজ আবারো মন্তব্য করে জানিয়ে দিলেন ছত্রিশগড়ের মুখ্যমন্ত্রী ভুপেশ বাঘেল । আজ  রবিবার ভুপেশ বাঘেল  ঘুরিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কে নিয়ে মন্তব্য করেছেন । পিটিআইকে দেওয়া সাক্ষাত্‍কারে ভূপেশ বাঘেল বলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট করুন উনি কী নিজের দলকে প্রধান দল হিসেবে প্রতিষ্ঠিত করতে চান? উনি কেন্দ্রের প্রধান শাসক বিজেপির সঙ্গে লড়তে চান? না, বিজেপির সঙ্গে যারা লড়তে চান, যারা বিরোধী দল, তাদের সঙ্গে লড়তে চান? ‘।

 

আগামী ২০২৪ এর লড়ায়ে মোদি বিরোধী মুখ কে  হবেন?  এই উত্তরে ভূপেশ বাঘেল জানান -”ভোটের পর সনিয়া গান্ধির নেতৃত্বাধীন ইউপিএ জোটের বৈঠকে সেই সিদ্ধান্ত হবে।’ ছত্রিশগড়ের মুখ্যমন্ত্রী ভুপেশ বাঘেল আরো  বলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায় প্রধান বিরোধী দলের নেত্রী হতে চাইছেন, খুব ভালো কথা। নির্দিষ্ট পরিকল্পনা ধরে এগোচ্ছেন, স্বপ্ন দেখছেন, সেই ভাবনাকে স্বাগত। কিন্তু প্রশ্ন একটাই প্রধান শাসকের সঙ্গে লড়াই করে আপনি প্রধান বিরোধী দল হবেন, না যারা বিজেপির বিরুদ্ধে লড়াই করছেন তাদের সঙ্গে লড়াই করবেন? ।’

 

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!