এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > “বাংলার অক্সিজেন অন্য রাজ্যকে দেওয়া হচ্ছে” কেন্দ্রের বিরুদ্ধে বিস্ফোরক মমতা!

“বাংলার অক্সিজেন অন্য রাজ্যকে দেওয়া হচ্ছে” কেন্দ্রের বিরুদ্ধে বিস্ফোরক মমতা!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ যখন গোটা ভারতবর্ষে আছড়ে পড়েছে, তখন দেখা দিয়েছে অক্সিজেনের অভাব। এই অভাবকে মেটাতে বিভিন্ন রাজ্যে তৎপরতার পরিস্থিতি তৈরি হয়েছে। কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে অভিযোগ তুলতে শুরু করেছে একাধিক বিরোধী শাসিত রাজ্য গুলো। আর এই পরিস্থিতিতে বারবার করোনা পরিস্থিতির জন্য কেন্দ্রকে দায়ী করে বিমাতৃসুলভ আচরণের অভিযোগ তুলছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আর করোনা ভাইরাসের কারণে মিটিং-মিছিল যখন বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, ঠিক তখনই ভার্চুয়ালি সভার মাধ্যমে বিস্ফোরক অভিযোগ করলেন তৃণমূল নেত্রী তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যেখানে অক্সিজেন নিয়ে অসন্তোষ প্রকাশ করে বাংলার অক্সিজেন উত্তরপ্রদেশকে দিয়ে দেওয়া হচ্ছে বলে অভিযোগ করতে দেখা গেল তাকে।

সূত্রের খবর, আজ একটি ভার্চুয়াল সভা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেখানেই অক্সিজেনের ঘাটতি নিয়ে অসন্তোষ প্রকাশ করেন তিনি। তৃণমূল নেত্রী বলেন, “বাজারে অক্সিজেন, ওষুধ পাওয়া যাচ্ছে না। এই অবস্থায় গরিবদের আমরা বিনামূল্যে চিকিৎসা করা উচিত। যারা অক্সিজেন দিত , সেই সেলকে ইউপিতে পাঠাচ্ছে। আমাদের সেলকে সরিয়ে নিয়ে যাচ্ছে। যাতে বাংলার অক্সিজেনের অভাব হয়। আমাদের শিল্পে যে অক্সিজেন লাগে, তা হেলথে শিফট করিয়েছি। পাঁচ হাজার এক্সট্রা সিলিন্ডারের ব্যবস্থা করেছি। এখন কুড়ি হাজার সিলিন্ডার আছে। কেন্দ্রের যা অবস্থা, তাতে ওরা ভাতে ও মারতে চায়। সেলকে বলেছে, ইউপিকে দাও। একটা রাজ্যের কেটে অন্য রাজ্যকে দিচ্ছে। গুজরাটে পার্টি অফিস থেকে ইনজেকশন দিচ্ছে, আর অন্যান্য জায়গায় দিচ্ছে না।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অর্থাৎ তাদের ভাগের জিনিস অন্য রাজ্যকে দিয়ে দেওয়া হচ্ছে বলেই বিস্ফোরক অভিযোগ করে কার্যত শোরগোল তুলে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এক্ষেত্রে ভোটের মরসুমে কেন্দ্রের বিরুদ্ধে বিমাতৃসুলভ আচরণের অভিযোগ তুলে মানুষের মনে কেন্দ্র-বিরোধী মনোভাব জিইয়ে রাখার চেষ্টা করলেন তৃণমূল নেত্রী বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

অনেকে বলতে শুরু করেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ। বারবার করোনাভাইরাস বৃদ্ধির জন্য কেন্দ্রীয় সরকারকে দায়ী করেছেন তিনি। এক্ষেত্রে কেন্দ্রের পক্ষ থেকে ভ্যাকসিন দেওয়া নিয়ে বিমাতৃসুলভ আচারণ করা হয়েছে বলেও অভিযোগ করতে দেখা গেছে মমতা বন্দ্যোপাধ্যায়কে।

আর এবার সরাসরি অক্সিজেনের ঘাটতি নিয়ে বিস্ফোরক মন্তব্য শোনা গেল তার গলায়। যার ফলে কেন্দ্রীয় সরকার অনেকটাই চাপের মুখে পড়ে গেল বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!