এখন পড়ছেন
হোম > জাতীয় > ‘বাংলার মানুষের থেকে খেলা নিয়ে চিন্তা বেশি’ “খেলা হবে” শ্লোগান নিয়ে তৃণমূলকে ধুয়ে দিলেন মোদী!

‘বাংলার মানুষের থেকে খেলা নিয়ে চিন্তা বেশি’ “খেলা হবে” শ্লোগান নিয়ে তৃণমূলকে ধুয়ে দিলেন মোদী!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বাংলার নির্বাচনী ময়দান জমে উঠেছে। একদিকে তৃণমূল কংগ্রেস এবং অন্যদিকে ভারতীয় জনতা পার্টি। তৃণমূলের প্রধান মুখ মমতা বন্দ্যোপাধ্যায়, এটা সকলেরই জানা। আর বিজেপিকে রাজ্যের ক্ষমতায় আনতে মাঝেমধ্যেই বাংলা সফর করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ইতিমধ্যেই নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়ে গিয়েছে। আর কিছুদিনের মধ্যেই প্রথম দফার নির্বাচন শুরু হয়ে যাবে। তাই প্রচার পর্বে নেমে পড়েছে প্রতিটা রাজনৈতিক দল। হুইলচেয়ার করে বিভিন্ন সভায় বক্তব্য রাখতে উঠে “খেলা হবে” স্লোগান দিতে দেখা যাচ্ছে তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। তবে তৃণমূলের পক্ষ থেকে খেলা হবে স্লোগান দিয়ে যতই জমজমাট পরিস্থিতি তৈরি করা হোক না কেন এবার তৃণমূলের স্লোগান নিয়েই ঘাসফুল শিবিরকে খোঁচা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

সূত্রের খবর, আজ পুরুলিয়ায় সভা করেন প্রধানমন্ত্রী। সেখানে “খেলা হবে” নিয়ে বক্তব্য রাখতে দেখা যায় তাকে। তৃনমূলের পক্ষ থেকে এই স্লোগান দেওয়া হলেও, বিজেপি কি ভাবছে, তার কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, “দিদি বলে খেলা হবে, বিজেপি বলে চাকরি হবে। দিদি বলে খেলা হবে, বিজেপি বলে বিকাশ হবে। খেলা শেষ হবে, বিকাশ শুরু হবে। বাংলার মানুষের থেকে দিদির খেলা নিয়ে বেশি চিন্তা।” বিশ্লেষকরা বলছেন, “খেলা হবে” স্লোগান যে স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কানেও পৌঁছেছে, তা এদিনের সভা থেকে তার বক্তব্যের মধ্য দিয়েই পরিষ্কার হয়ে গেল। পাশাপাশি নরেন্দ্র মোদী “খেলা হবে” শ্লোগানকে কটাক্ষ করে বুঝিয়ে দিলেন, তৃণমূল স্লোগান নিয়ে যতই মাতামাতি করুক, বিজেপি মানুষকে নিয়ে চিন্তিত। আর তাই মানুষের প্রতি যে ভারতীয় জনতা পার্টি যথেষ্ট দায়বদ্ধ, তা তৃণমূলের “খেলা হবে” স্লোগানকে আক্রমণের মধ্য দিয়ে সেই কথাই বুঝিয়ে দিলেন নরেন্দ্র মোদী বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

পর্যবেক্ষকদের দাবি, বিয়েবাড়ি থেকে শুরু করে বড় বড় সাংস্কৃতিক অনুষ্ঠান, বিভিন্ন জায়গাতেই তৃণমূলের এই “খেলা হবে” স্লোগান ডিজে বক্সের মধ্যে দিয়ে বাজতে শুরু করেছে। স্বাভাবিক ভাবেই তৃণমূল কংগ্রেসের এই স্লোগান মানুষের মধ্যে তাড়াতাড়ি প্রচার পাওয়ায় যথেষ্ট উজ্জীবিত শাসক দল। আর তাই এই পরিস্থিতিতে বিজেপির পক্ষ থেকে গোটা ব্যাপারটিকে খাটো করবার জন্য কেন মানুষের কথা চিন্তা না করে “খেলা হবে” স্লোগানের দিকে বেশি মনোযোগ দিচ্ছে তৃণমূল! তা নিয়ে প্রশ্ন ছুড়ে দেওয়া হচ্ছে। আর এবার স্বয়ং প্রধানমন্ত্রী রাজ্যে এসে সেই প্রশ্ন তুলে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় খেলা নিয়ে বেশি চিন্তিত বলে বিস্ফোরক মন্তব্য করে বসলেন। যার মধ্যে দিয়ে প্রধানমন্ত্রী বোঝানোর চেষ্টা করলেন, “খেলা হবে” স্লোগান নিয়ে সবথেকে ব্যস্ত রয়েছে তৃণমূল।

এক্ষেত্রে মানুষের জীবন থেকে শুরু করে জীবিকা কোনো কিছুতেই তাদের চিন্তা নেই। তাই বক্তব্য শেষে আগামী বিধানসভা নির্বাচনে যাতে বিজেপিকেই সকলের সমর্থন করেন, তার জন্য মানুষের কাছে আবেদন জানালেন স্বয়ং প্রধানমন্ত্রী। তবে তৃণমূলের পক্ষ থেকে “খেলা হবে” স্লোগানকে যেভাবে প্রচারের আলোয় নিয়ে আসা হয়েছে, তাতে প্রধানমন্ত্রী তাকে কটাক্ষ করায় এই শ্লোগান নিয়ে শাসক-বিরোধী তরজা যে এবারের নির্বাচনে অন্যতম প্রধান ইস্যু হতে চলেছে, তা বলাই যায়।

 

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!