এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > বাংলার রাজনীতি আগামীদিনে কোন পথে ঠিক হয়ে যাবে ৩ আসনের উপনির্বাচনেই? ক্রমশ বাড়ছে জল্পনা

বাংলার রাজনীতি আগামীদিনে কোন পথে ঠিক হয়ে যাবে ৩ আসনের উপনির্বাচনেই? ক্রমশ বাড়ছে জল্পনা

 

ফের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে বাংলায়। নদিয়ার করিমপুর, উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ এবং মেদিনীপুরের খড়গপুর বিধানসভা কেন্দ্রে আগামী 25 নভেম্বর উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। গতকাল এই নির্বাচনের দিন ঘোষণা হওয়ার সাথে সাথেই এখন চূড়ান্ত প্রস্তুতি নিতে শুরু করেছে সমস্ত রাজনৈতিক দল।

জানা গেছে, এই তিন বিধানসভা উপনির্বাচনের জন্য আগামী 30 অক্টোবর থেকে মনোনয়নপত্র জমা নেওয়ার প্রক্রিয়া শুরু হবে। নির্বাচন হবে 25 নভেম্বর এবং গননা হবে 28 নভেম্বর। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, সদ্যসমাপ্ত লোকসভা নির্বাচনে বাংলায় তৃণমূল- বিজেপির লড়াই প্রত্যক্ষ করা গেছে। বিজেপির টার্গেট, আগামী 2021 এর বিধানসভা নির্বাচন। তাই তার আগেই এই তিন বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে তারা কি রকম ফল করে, তার দিকে নজর রয়েছে সকলেরই।

পাশাপাশি লোকসভা নির্বাচনে তৃণমূলের ফল বাংলায় কিছুটা খারাপ হলেও এখন তারা জনসংযোগে নজর দিয়েছে। তাই সেই জনসংযোগকে হাতিয়ার করে তৃণমূল এই তিন বিধানসভা কেন্দ্রে তাদের অস্তিত্ব টিকিয়ে রাখতে কতটা সক্ষম হয়, সেদিকেও নজর রাজনৈতিক পর্যবেক্ষকদের।

বস্তুত, করিমপুর বিধানসভা কেন্দ্রের বিধায়িকা ছিলেন তৃণমূলের মহুয়া মৈত্র। কিন্তু তিনি এবার কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রে তৃণমূলের টিকিটে দাঁড়িয়ে জয়লাভ করে সাংসদ হওয়ায় তার ছেড়ে যাওয়া এই আসনটিতে এবার পুনঃনির্বাচন হচ্ছে। ফলে এই আসনটিকে ধরে রাখতে তৃণমূল বদ্ধপরিকর। অন্যদিকে বিজেপি চাইছে এই আসনে পদ্মফুল ফোটাতে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিকে খড়গপুর বিধানসভা কেন্দ্রে বিজেপির বিধায়ক ছিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ কিন্তু তিনি এবার মেদিনীপুর লোকসভা কেন্দ্র থেকে সাংসদ হওয়ায় তার ছেড়ে যাওয়া আসনে পুনর্নির্বাচন হচ্ছে। তাই বিজেপির কাছে এই আসনটি নিজেদের দখলে রাখা এবং বিপুল মার্জিনে জয়লাভ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে খড়গপুর আসনটিকে নিজেদের দখলে রাখতে ইতিমধ্যেই তৃণমূল তাদের সমস্ত শক্তি দিয়ে প্রচেষ্টা চালাতে শুরু করেছে। তাই হেভিওয়েট এই দুই কেন্দ্রের দিকে নজর রয়েছে গোটা রাজনৈতিক মহলের।

অন্যদিকে কালিয়াগঞ্জ লোকসভা কেন্দ্রে এতদিন কংগ্রেসের বিধায়ক ছিলেন প্রমথনাথ রায়। কিন্তু তিনি প্রয়াত হওয়ায় সেই কেন্দ্রে নির্বাচন হচ্ছে। তাই এখানে কংগ্রেস তাদের আসন ধরে রাখতে পারে, নাকি তৃণমূল এবং বিজেপির মধ্যে কেউ সেখানে কংগ্রেসকে টেক্কা দিয়ে এগিয়ে আসে, সেদিকেও নজর রাখছেন অনেকে।

বিশ্লেষকদের একাংশ বলছেন, আগামী বছরই রাজ্যের অনেক পৌরসভার নির্বাচন হয়েছে। আর তারপর 2021 সালের বিধানসভা নির্বাচন। আর সেই পৌরসভা নির্বাচনের আগে রাজ্যের এই তিন হেভিওয়েট কেন্দ্রের নির্বাচনকে সকল রাজনৈতিক দলই অ্যাসিড টেস্ট হিসেবে ধরে নিয়ে লড়াইয়ে নামবেন বলে দাবি বিশেষজ্ঞদের। এখন শেষ পর্যন্ত এই তিন বিধানসভা কেন্দ্রে কে শেষ হাসি হাসে, সেদিকেই তাকিয়ে সকলে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!