এখন পড়ছেন
হোম > অন্যান্য > বেসরকারি বাস চালানোর নির্দেশ পরিবহণমন্ত্রীর, ভাড়া বাড়ানোর কথা পরে ভাবা হবে

বেসরকারি বাস চালানোর নির্দেশ পরিবহণমন্ত্রীর, ভাড়া বাড়ানোর কথা পরে ভাবা হবে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – রাজ্যে বাসভাড়া বৃদ্ধি নিয়ে দীর্ঘদিন ধরেই সরব হয়েছে বেসরকারি বাস মালিক সংগঠনগুলি। সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের ঘোষণা অনুযায়ী 50% কর্মী নিয়ে বেসরকারি এবং সরকারি অফিস শুরু হয়ে গিয়েছে। পথে নেমেছেন অফিসযাত্রীরা। কিন্তু গন্তব্যে পৌঁছাতে গিয়ে তাঁদেরকে বিশাল সমস্যার মুখোমুখি হতে হচ্ছে। সরকারি বাস পথে নামলেও দেখা মেলেনি বেসরকারি বাসের। আর সেই সুযোগে অতিরিক্ত পয়সা খরচ করে কর্মস্থানে পৌঁছাতে হচ্ছে অফিস যাত্রীদের। এই অসুবিধা দূর করার জন্য আজকে বেসরকারি বাস মালিক সংগঠনের সঙ্গে বৈঠকে বসেছিলেন পরিবহণ মন্ত্রী ফিরহাদ হাকিম।

এবং সেখানেই তিনি স্পষ্ট করে জানিয়েছেন, আগে বেসরকারি বাস রাস্তায় নামাতে হবে জনস্বার্থের কথা মাথায় রেখে, তারপরে ভাড়া বৃদ্ধির ব্যাপারে আলোচনা হবে। ঘন্টা দেড়েক বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হন ফিরহাদ হাকিম এবং সেখানেই তিনি জানান এই সিদ্ধান্ত। অন্যদিকে আজকের বেঙ্গল বাস সিন্ডিকেটের সভাপতি তথা এন্টালির তৃণমূল বিধায়ক স্বর্ণকমল সাহার সঙ্গেও বেশ কিছুক্ষণ কথা হয় পরিবহন মন্ত্রী ফিরহাদ হাকিমের। প্রসঙ্গত, এই স্বর্ণকমল সাহাও কিছুদিন আগেই বেসরকারি বাসের ভাড়া বৃদ্ধির কথা জানিয়েছিলেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অন্যদিকে বেসরকারি বাস মালিক সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, অতিরিক্ত পেট্রোলের দাম বৃদ্ধির কারণে ভাড়া না বাড়ালে আর তাঁরা বাস চালাতে পারছেননা। বেসরকারি বাস মালিকদের এই অনড় মনোভাবের জন্যই নিত্যযাত্রীরা প্রতিদিন ব্যাপক সমস্যার মুখে পড়ছেন বলে মনে করা হচ্ছে। অন্যদিকে আজকের বৈঠকে পথ নিরাপত্তায় আরও বেশ কিছু সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। কার্যত দুর্ঘটনাপ্রবণ এলাকাগুলিকে চিহ্নিত করে সেখানে সিসিটিভি নজরদারি বাড়ানোর কথা বলেন পরিবহণমন্ত্রী।

পাশাপাশি এতদিন ধরে বাস টার্মিনালে থাকার কারণে রক্ষণাবেক্ষণ হয়নি বাসের। তাই রাস্তায় নেমে দুর্ঘটনার মুখে পড়তে হচ্ছে। পরিস্থিতি বদলাতে বাসের স্বাস্থ্য পরীক্ষা করে তারপর তাঁদের চালানোর নির্দেশ দিয়েছেন পরিবহণ মন্ত্রী। খুব স্বাভাবিকভাবেই পেট্রোলের দাম বৃদ্ধি বেসরকারি বাস মালিকদের অবস্থা সঙ্গীন করে তুলেছে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। পাশাপাশি লোকাল ট্রেন না চলায় বাসের ওপর চাপ বাড়ছে। নিত্যযাত্রীরাও পড়ছে সমস্যায়। সেক্ষেত্রে পরিবহণমন্ত্রীর আশ্বাসের পর বেসরকারি বাস মালিকরা কি এবার রাস্তায় বাস নামাবেন? এটাই এখন সব থেকে বড় প্রশ্ন।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!