এখন পড়ছেন
হোম > জাতীয় > ভ্রুকুটি বাড়াচ্ছে করোনা, বন্ধ হলো এই ভারত খ্যাত তীর্থস্থান

ভ্রুকুটি বাড়াচ্ছে করোনা, বন্ধ হলো এই ভারত খ্যাত তীর্থস্থান


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – দেশ জুড়ে বাড়ছে করোনা সংক্রমণ। পশ্চিমবঙ্গের পাশাপাশি প্রতিবেশী রাজ্য ওড়িশাতেও ক্রমাগত বাড়ছে করোনা। গত ২৪ ঘন্টায় ৬ হাজারের বেশি মানুষ করোনা আক্রান্ত হয়েছেন ওড়িশায়, মৃত্যু ঘটেছে মোট ৮ জনের। এই পরিস্থিতিতে এবার বন্ধ হল পুরীর জগন্নাথ দেবের মন্দিরের দরজা। আগামী ১৫ ই মে পর্যন্ত জগন্নাথ দেবের মন্দিরে ভক্তদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করলো মন্দির কতৃপক্ষ।

প্রসঙ্গত, গতবছর লকডাউন চালু হবার পর দীর্ঘ সময় মন্দিরে ভক্তদের প্রবেশ নিষেধ ছিল। গত ২৩ সে ডিসেম্বর থেকে ভক্তদের জন্য মন্দির খুলে দেয়া হয়েছিল। আবার বন্ধ করে দেয়া হল জগন্নাথ মন্দিরের দরজা। ১৫ ই মে পর্যন্ত মন্দিরে ভক্তদের প্রবেশ নিষেধ করা হয়েছে। তবে, মন্দিরের ধর্মীয় রীতিনীতি আচার-অনুষ্ঠান বন্ধ থাকবে না। সমস্ত রকম স্বাস্থ্যবিধি মেনে অনুষ্ঠানগুলি নিয়মিত চলবে বলে, জানা যাচ্ছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

গতকাল জগন্নাথ দেবের মন্দিরের সেবায়েত, জেলা কালেক্টর, উচ্চ পুলিশ আধিকারিকদের সঙ্গে বৈঠক হয়েছিল। এই বৈঠকের পর মন্দির কর্তৃপক্ষ জানিয়েছে, সমস্ত রকম স্বাস্থ্যবিধি মেনে জগন্নাথ দেবের পুজোর ব্যবস্থা করা হবে। জানা গেছে, জগন্নাথ দেবের স্নানযাত্রা, চন্দন যাত্রা, জগন্নাথ দেবের রথের নির্মাণকার্য সমস্ত কিছুই স্বাস্থ্যবিধি মেনে করা হবে। স্বাস্থ্যবিধি মেনেই রথযাত্রার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

গতবছর জগন্নাথদেবের রথযাত্রা নিয়ে সংশয় দেখা গিয়েছিল। এবছর জগন্নাথ দেবের রথযাত্রা রয়েছে আগামী ১২ ই জুলাই। আগামী ১৫ ই মে অক্ষয় তৃতীয়ার দিন থেকে রথ যাত্রার প্রস্তুতি শুরু করবে মন্দির কর্তৃপক্ষ। করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে আবার মন্দিরে ভক্তদের প্রবেশের অনুমতি দেয়া হবে বলে জানা যাচ্ছে।

এদিকে, গত ২৪ ঘন্টায় ওড়িশা রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন মোট ৬৬৪৭ জন। গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু ঘটেছে মোট ৮ জনের। গত ২৪ ঘণ্টায় কটকে করোনা আক্রান্ত হয়েছেন ৩৩৬ জন। গত ২৪ ঘণ্টায় পুরীতে করোনা আক্রান্ত হয়েছেন ৩৯৫ জন। সমস্ত বিষয় চিন্তা করেই আপাতত পুরীর মন্দিরের দরজা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে মন্দির কর্তৃপক্ষ।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!