এখন পড়ছেন
হোম > জাতীয় > দেশজুড়ে অব্যাহত করোনার থাবা, সংক্রমণ ও মৃত্যুতে আবার নয়া রেকর্ড

দেশজুড়ে অব্যাহত করোনার থাবা, সংক্রমণ ও মৃত্যুতে আবার নয়া রেকর্ড


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – কিছুদিন ধরেই দেশের দৈনিক করোনা সংক্রমণ ৩ লক্ষ্যের গণ্ডি অতিক্রম করেছে। গত ২৪ ঘন্টায় আবার রেকর্ড সংখ্যক মানুষ আক্রান্ত হয়েছেন করোনায়। গত ২৪ ঘণ্টায় দেশজুড়ে করোনা আক্রান্ত হয়েছেন ৩ লক্ষ ৪৯ হাজারেরও বেশি মানুষ। অন্যদিকে, গত ২৪ ঘন্টায় করোনায় মৃত্যু ঘটেছে ২৭০০ জনেরও বেশি মানুষের, চলতি বছরে এটিও একটি রেকর্ড। আগামী দিনে দেশের সার্বিক করোনা পরিস্থিতি আরো উদ্বেগজনক হবার আশঙ্কা রয়েছে বিশেষজ্ঞদের।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, গত ২৪ ঘন্টায় দেশজুড়ে করোনা আক্রান্ত হয়েছেন ৩ লক্ষ ৪৯ হাজার ৬৯১ জন। গত ২৪ ঘণ্টায় ২৭৬৭ জনের মৃত্যু ঘটেছে করোনাতে। অন্যদিকে গত ২৪ ঘন্টায় করোনা মুক্ত হয়েছেন ২ লক্ষ ১৭ হাজার ১১৩ জন। সম্প্রতি করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন ২৬ লক্ষ ৮২ হাজার ৭৫১ জন। দৈনিক সংক্রমণের তুলনায় দৈনিক করোনা মুক্তির হার যথেষ্ট কম, যা কপালে ভাঁজ ফেলে দিয়েছে চিকিৎসকদের। এর সঙ্গে সঙ্গে হাসপাতালে বেডের অভাব, অক্সিজেনের অভাব, ভেন্টিলেশনের অভাব আরো দীর্ঘ করে দিচ্ছে মৃত্যু-মিছিলকে।

মহারাষ্ট্রের পরিস্থিতি সবচেয়ে উদ্বেগজনক। গত ২৪ ঘন্টায় মহারাষ্ট্রে করোনা আক্রান্ত হয়েছেন ৬৭১৬০ জন। গত ২৪ ঘণ্টায় মহারাষ্ট্রে করোনায় মৃত্যু ঘটেছে ৬৭৬ জন মানুষের। গত ২৪ ঘন্টায় কেরালায় করোনা আক্রান্ত হয়েছেন ২৬৬৮৫ জন। গত ২৪ ঘন্টায় কর্নাটকে করোনা আক্রান্ত হয়েছেন ২৯৪৩৮ জন। গত ২৪ ঘণ্টায় দিল্লিতে করোনা আক্রান্ত হয়েছেন ২৪১০৩ জন। গত ২৪ ঘণ্টায় পশ্চিমবঙ্গে করোনা আক্রান্ত হয়েছেন ১৪ হাজার ২৮১ জন।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!