এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > ভুয়ো ভ্যাকসিন কাণ্ডের প্রতিবাদে বিধানসভায় প্রবল বিক্ষোভ বিজেপির বিধায়কদের

ভুয়ো ভ্যাকসিন কাণ্ডের প্রতিবাদে বিধানসভায় প্রবল বিক্ষোভ বিজেপির বিধায়কদের


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বিধানসভার অধিবেশন শুরু হতেই একাধিক বিষয় নিয়ে বিধানসভায় বারবার সরব হয়েছেন শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপির বিধায়কেরা। এবার ভুয়ো ভ্যাকসিন কাণ্ডের প্রতিবাদে বিধানসভায় তীব্রভাবে সরব হলেন বিজেপির বিধায়কেরা। ভুয়ো ভ্যাকসিন কাণ্ড নিয়ে আলোচনার দাবী জানানো হয়েছিল বিজেপির পক্ষ থেকে বিধানসভায়। বিজেপির এই দাবি খারিজ করে দেয়া হয়েছে। এর প্রতিবাদে বিক্ষোভ দেখালেন বিজেপির বিধায়করা। এরপর গণমাধ্যমে বক্তব্য রাখেন অধিকারী।

গণমাধ্যমে শুভেন্দু অধিকারী জানান যে, বিশাল বস্তুর উপরে তাঁদের এই প্রতিবাদ। এই প্রতিবাদ আগামী দিনেও চলবে। বিধানসভায় মানুষ ভোট দিয়ে তাঁদের জিতিয়ে পাঠিয়েছেন। ২ কোটি ২৪ লক্ষ মানুষ পদ্মফুলে ভোট দিয়েছেন। রাজ্যের ৩৮.১ শতাংশ মানুষ ভোট দিয়েছেন বিজেপিকে। ৭৭ টি কেন্দ্র থেকে বিজেপিকে জেতানো হয়েছে মানুষের হয়ে কথা বলার জন্যই।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

শুভেন্দু অধিকারী অভিযোগ করেছেন, ভ্যাকসিন কাণ্ডে কলকাতা কর্পোরেশনের একাধিক আধিকারিক যুক্ত। শুধু আধিকারিকেরাই নন, বিধায়ক থেকে শুরু করে ছোট বড় অনেক নেতা এর সঙ্গে যুক্ত আছেন, যা প্রমাণিত হয়েছে। বিরোধী দল হিসেবে তদন্তে সহযোগিতা করতে চাইলে, তা করতে দেয়া হচ্ছে না। তিনি জানালেন, ভুয়ো ভ্যাকসিন কাণ্ডে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী পর্যন্ত উদ্বেগ প্রকাশ করেছিলেন, এই ঘটনা দেশের কাছে বেনোজির।

বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আরো জানান যে, বিরোধীদের সঙ্গে কোনো রকম সহযোগিতা করা হচ্ছে না। বিরোধীদের ওপর সবসময় প্রতিবন্ধকতা তৈরি করার চেষ্টা করছে রাজ্য সরকার। সবসময় ক্ষমতা দেখাচ্ছে রাজ্য সরকার। তিনি অভিযোগ, করেছেন আমরা ২৩৫ এর মত, ২১৩ এর দম্ভ দেখাচ্ছে সরকার।

প্রসঙ্গত, বিজেপিতে যোগ দেবার পর থেকেই দলে ক্রমশ গুরুত্ব বাড়ছে শুভেন্দু অধিকারীর। দাপুটে নেতা ও সংগঠক হিসেবে শুভেন্দু অধিকারীর দীর্ঘদিনের খ্যাতি রয়েছে। দলের কেন্দ্রীয় নেতৃত্ব তাঁর ওপর যথেষ্ট ভরসা পাচ্ছেন। এ প্রসঙ্গে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ জানিয়েছেন যে, বিজেপিতে যোগ্য ব্যক্তিরাই দায়িত্ব পেয়ে থাকেন। দলের সংগঠনে নিষ্ঠাবান ও পরিশ্রমীদের স্থান দেয়া হয়। আগামীদিনেও এরকম ভাবেই চলবে বিজেপি।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!