এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > ভুয়ো আইএএস অফিসারের পর এবার ভুয়ো তৃণমূল নেতা, তীব্র শোরগোল শাসক শিবিরে

ভুয়ো আইএএস অফিসারের পর এবার ভুয়ো তৃণমূল নেতা, তীব্র শোরগোল শাসক শিবিরে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – একের পর এক ভুয়ো ব্যক্তিতে ভরে যাচ্ছে রাজ্য। ভুয়ো আইএএস অফিসার দেবাঞ্জন দেবকে গ্রেপ্তার করা হয়েছে, ভুয়ো পুলিশের সন্ধান পাওয়া গেছে, আর এবার সন্ধান পাওয়া গেল ভুয়ো তৃণমূল নেতার। রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের নাম করে ভুয়ো কারবার তিনি চালাতেন। তার একটি নকল প্যাডও পাওয়া গেছে, যেখানে তৃণমূল ভবনের ঠিকানা দেওয়া রয়েছে। এই ভুয়ো তৃণমূল নেতা একাধিক সরকারি আধিকারিকের বদলি ও বহু কাজ করে দেওয়ার নির্দেশ দিয়েছেন নকল প্যাডে। এর বিরুদ্ধে সরব হয়ে উঠেছে তৃণমূল শিবির।

ভুয়ো তৃণমূল নেতার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের কাছে চিঠি দেয়া হয়েছে। এই চিঠিতে রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের রাজ্য কনভেনার দিব্যেন্দু রায় অভিযোগ জানিয়ে এর প্রতিকারের দাবি করেছেন। অবিলম্বে ভুয়ো তৃণমূল নেতার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণের আবেদন করেছেন তিনি। এ বিষয়ে দল কি পদক্ষেপ গ্রহণ করবে? তাও তিনি জানতে চেয়েছেন তাঁর চিঠিতে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

চিঠিতে রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের কনভেনার দিব্যেন্দু রায় জানিয়েছেন যে, তাঁর নামের পরিবর্তে দীপ্তেন্দু রায় লিখে একাধিক সরকারি আধিকারিকের বদলি সহ বিভিন্ন সরকারি আধিকারিকের নানারকম কাজ করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এই ভুয়ো তৃণমূল নেতা পূর্ত দপ্তরের সোশ্যাল সেক্টরের একজন বরিষ্ঠ ইঞ্জিনিয়ারকে চিঠি দিয়েছেন। এই চিঠিতে তিনি মুর্শিদাবাদে কর্মরত এক সরকারি কর্মীর বদলির নির্দেশ দিয়েছেন। এমনই গুরুতর অভিযোগ করেছেন দিব্যেন্দু রায়।

এদিকে, ভুয়ো ভ্যাকসিন কাণ্ডে অভিযুক্ত দেবাঞ্জন দেব নিজেকে একটি ফেডারেশনের সভাপতি বলে জানিয়েছিলেন। এ বিষয়ে কিছু তথ্যও সম্প্রতি এসেছে পুলিশের হাতে। পুলিশের সন্দেহ দীপ্তেন্দু নামের কোন ব্যক্তি ভুয়ো কর্মী সংগঠন খুলে থাকতে পারেন। আবার দেবাঞ্জন দেবের সঙ্গে তার ঘনিষ্ঠতাও থাকতে পারে। এ বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। সম্প্রতি ভুয়ো ভ্যাকসিন কাণ্ডে দেবাঞ্জন দেবের অফিসের এক কর্মচারী ইন্দ্রজিৎ শাউকে পুলিশ গ্রেপ্তার করেছে। ভুয়ো ভ্যাক্সিনেশন ক্যাম্পের আয়োজনে এই সন্দেহভাজনের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল বলে অনুমান পুলিশের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!