এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > বিধানসভার আবহে ফিরহাদ হাকিমের উত্তরবঙ্গ সফরের মাঝেই একান্ত বৈঠকে সিপিএম নেতা অশোক ভট্টাচার্য

বিধানসভার আবহে ফিরহাদ হাকিমের উত্তরবঙ্গ সফরের মাঝেই একান্ত বৈঠকে সিপিএম নেতা অশোক ভট্টাচার্য


আপনাদের সুবিধার্থে খবরের শেষে বিধানসভা ২০২১ উপলক্ষে আমাদের করা সর্বশেষ সমীক্ষার প্রতিটির লিঙ্ক দেওয়া আছে।

আপনার মতামত জানান -

প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – গতকাল শিলিগুড়িতে দেখা গেল এক তাৎপর্যপূর্ণ ঘটনা। গত ১০ বছরেও যা দেখা যায়নি, গতকাল তাই দেখা গেল। গতকাল পুরসভার বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে পুরমন্ত্রী ফিরহাদ হাকিমেরে সঙ্গে সাক্ষাৎ করলেন শিলিগুড়ি পুরসভার প্রশাসক বোর্ডের চেয়ারপারসন অশোক ভট্টাচার্য। গতকাল রবিবার মাটিগাড়ার এক বিলাসবহুল হোটেলে দুজনের সাক্ষাৎ হলো। পুরসভার বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে কথা হল তাদের। পুরমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের আবেদন জানবার ২৪ ঘন্টার মধ্যেই সাক্ষাতের সুযোগ দেওয়া হলো অশোক ভট্টাচার্যকে।

প্রসঙ্গত, গতকাল রবিবার গান্ধী মূর্তির উন্মোচন করতে শিলিগুড়িতে এসেছেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। গতকাল রবিবার মাটিগাড়ার উত্তরায়ন উপনগরীর বিলাসবহুল হোটেলে তাঁর সঙ্গে দেখা করলেন অশোক ভট্টাচার্য। আজ সোমবার গান্ধী মূর্তির উন্মোচনে আবার একমঞ্চে আসতে চলেছেন তাঁরা। গতকাল এসজেডিএ কর্তাদের সঙ্গেও বৈঠক করেছিলেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম।

গতকাল তাদের এই সাক্ষাৎ সম্পর্কে অশোক ভট্টাচার্য জানালেন যে, তৃণমূলের ১০ বছর শাসনকালে শিলিগুড়ি পুরসভার বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে পুরমন্ত্রীকে চল্লিশবার চিঠি দিয়েছিলেন, তাঁর সঙ্গে সাক্ষাৎ প্রার্থনা করেছিলেন। তবে শেষ কবে পুরমন্ত্রীর সঙ্গে বৈঠক হয়েছিল তাঁর। তা তিনি মনে করতে পারছেন না। তবে, শিলিগুড়িতে গান্ধী মূর্তি উন্মোচনে উপস্থিত হতে পুরোমন্ত্রীকে বাম শিবিরের পক্ষ থেকে জানানো হয়েছিল। আজ সোমবার শিলিগুড়ির প্রধান ডাকঘরের সামনে সেই মূর্তির উন্মোচন হতে চলেছে। তবে তাঁদের এই সাক্ষাতের মধ্যে কোন রাজনীতি নেই বলে জানালেন তিনি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অশোক ভট্টাচার্য আরও জানালেন যে, পুরসভার বকেয়া দাবিগুলি নিয়ে আলোচনার জন্য তিনি পুর মন্ত্রীকে সাক্ষাতের জন্য একদিন আগেই জানিয়েছিলেন। গতকাল তাঁদের এই সাক্ষাৎ হলো। গতকালের বৈঠকে তিনি পুরোমন্ত্রীর কাছে শিলিগুড়ি শহরের জন্য বিকল্প জল প্রকল্প, পাট্টাবিলি সলিড ওয়েস্ট, কর্মসংস্থান, করোনা তহবিল সমস্ত কিছু নিয়ে ১৫ দফা দাবি করেছেন। অশোক ভট্টাচার্য জানিয়েছেন যে, কয়েকটি দাবি অনুমোদনের আশ্বাস দিয়েছেন ফিরহাদ হাকিম।

তবে, এরকম ধরনের সাক্ষাৎ ও প্রকল্পের জন্য অর্থের মঞ্জুরি নিতে গত ৫ বছরে অনেক কষ্ট করতে হয়েছিল বাম শিবিরকে। এজন্য বিক্ষোভ, কলকাতায় অনশনেও বসেছিলেন বাম নেতারা। গতকালের এই বৈঠক প্রসঙ্গে পুরমন্ত্রী জানালেন, ” সিপিএমের সঙ্গে মঞ্চভাগ তৃণমূল আগেও কলকাতায় করেছে। গাঁধীকে নিয়ে সিপিএম-তৃণমূল কিছু নেই।’’

অন্যদিকে উত্তর বঙ্গের বিজেপি শিবিরের পক্ষ থেকে বারবার অভিযোগ উঠেছে যে, শিলিগুড়িতে সিপিএম-তৃণমূল বাইরে বাইরে লড়াই করলেও, বিজেপিকে ঠেকাতে সব সময় তাদের মধ্যে গোপন যোগসাজশ হয়ে থাকে। উত্তর বঙ্গের বিজেপি নেতা তথা রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক রথীন বসু জানালেন ‘‘বাইরে বিরোধী বিরোধী খেললেও সিপিএম তৃণমূলের বি-টিম হিসেবেই রয়েছে। সেটা ভোটের আগে আরও বেশি করে টের পাওয়া যাচ্ছে।’’ এ প্রসঙ্গে বিজেপি শিবিরের দাবি, এসব করে সিপিএম ও তৃণমূলের নেতা মন্ত্রীদের বিজেপিতে আসা রোধ করা যাবে না। এভাবে কতকাল পুরমন্ত্রী ফিরহাদ হাকিম এর সঙ্গে অশোক ভট্টাচার্যের সাক্ষাৎ শোরগোল ফেলে দিল রাজনীতি মহলে।

একনজরে দেখে নিন আমাদের সর্বশেষ বিধানসভা ২০২১ ওপিনিয়ন পোল –

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – দ্বিতীয় পর্ব – 

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – প্রথম পর্ব – 

# মালদহ জেলার ওপিনিয়ন পোল –

# দক্ষিণ দিনাজপুর জেলার ওপিনিয়ন পোল –

# উত্তর দিনাজপুরে জেলার ওপিনিয়ন পোল –

# জলপাইগুড়ি ও কালিম্পঙ জেলার ওপিনিয়ন পোল –

# আলিপুরদুয়ার ও দার্জিলিং জেলার ওপিনিয়ন পোল –

# কুচবিহার জেলার ওপিনিয়ন পোল –

আপনার মতামত জানান -
আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!