এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > বিধানসভায় তৃণমূলের হ্যাটট্রিকের লক্ষ্যে এবার মমতার বড়সড় ভরসা হয়ে উঠতে চলেছে ‘নারীশক্তি’?

বিধানসভায় তৃণমূলের হ্যাটট্রিকের লক্ষ্যে এবার মমতার বড়সড় ভরসা হয়ে উঠতে চলেছে ‘নারীশক্তি’?


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আগামী ২০০১ এর বিধানসভা নির্বাচনে রাজ্যে ক্ষমতার হ্যাটট্রিক করতে রাজ্যের শাসক দল তৃণমূল সরকার বিভিন্ন রকম পদক্ষেপ গ্রহণ করেছে। একদিকে দলের প্রচার যেমন চলছে অন্যদিকে তেমনি, দলের কর্মী তথা সদস্য সংখ্যা বৃদ্ধির জন্য সর্বদা প্রচেষ্টা চলছে। ইতিপূর্বে পশ্চিমবঙ্গের যুবকদের শাসক দল অভিমুখী করতে বেশ সচেষ্ট হয়েছিলেন তৃণমূল দলের রাজনৈতিক উপদেষ্টা পিকে। যুবকদের কাছে তিনি সোশ্যাল মিডিয়ায় বেশ কিছু কর্মসূচির ব্যবস্থা করেছিলেন। যার ফল হাতে হাতে মিলেছে। বহু যুবক-যুবতী শাসকদল তৃণমূলে নাম লেখায়। এবারে রাজ্যের মহিলাদের তৃণমূল অভিমুখী করতে বিশেষ কর্মসূচি নিল শাসকদল। মুর্শিদাবাদ জেলায় তৃণমূল মহিলা সংগঠন কে সামনে নামিয়ে শাসক দলের সাফল্য প্রচারের কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

মুর্শিদাবাদ জেলার মোট ভোটারের প্রায় অর্ধেকই হলেন মহিলা। এই অবস্থায় মহিলা ভোটারদের কাছে টেনে আগামী বিধানসভা নির্বাচনে বাজিমাত করতে বিশেষ সিদ্ধান্ত নিয়েছে শাসকদল। সম্পতি এই জেলায় তৃণমূলের মহিলা সংগঠনকে কাজে লাগিয়ে রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের সাফল্য জেলার আপামর মহিলাদের কাছে তুলে ধরতে চলেছে
শাসকদল।

এ প্রসঙ্গে মুর্শিদাবাদ জেলার মহিলা তৃণমূল জেলা সভানেত্রী ও সেইসঙ্গে মুর্শিদাবাদ জেলা পরিষদের কৃষি দফতরের কর্মাধ্যক্ষ শাহনাজ বেগম জানিয়েছেন, ” রাজ্য সরকার মহিলাদের উন্নয়ন ও ক্ষমতায়নে একাধিক প্রকল্প নিয়েছে। আমরা রাজ্য মহিলা তৃণমূল নেতৃত্বের নির্দেশে সেই সব প্রকল্পের বিষয় তুলে ধরে সব বুথেই প্রচার চালাচ্ছি।’’

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তাদের এই প্রকল্প প্রসঙ্গে সভানেত্রী আরও জানিয়েছেন যে, সমগ্র জেলার প্রতিটি বুথে ২০ জন করে মহিলা কর্মীকে নিয়ে চলবে এই প্রচার অভিযান। প্রথমে ওই ২০ জন মহিলা কর্মীকে একত্রিত করে প্রচারের কর্মসূচি সম্পর্কে আলোচনা করা হয়েছে। তারপরে এই মহিলাদের হোয়াটসঅ্যাপের মাধ্যমে দলের প্রচার এর লিফলেট দেওয়া হচ্ছে। এরপরে তারা আবার হোয়াটসঅ্যাপের মাধ্যমে দলের অন্যান্য মহিলাদের এই লিফলেট দিচ্ছেন। এরপর তারা সবাই মিলে স্থানীয় মানুষদের দলের সাফল্যের বিষয়গুলি বোঝাবেন।

মুর্শিদাবাদ জেলার মহিলা তৃণমূল সংগঠনের দাবি, ইতিমধ্যেই জেলা জুড়ে প্রায় সাড়ে পাঁচ হাজার বুথের মধ্যে দু হাজার বুথের মহিলারা রাজ্য সরকারের বিভিন্ন সাফল্য প্রচারে জনগণের কাছে যেতে পেরেছেন। বাদ বাকি বুথের সদস্যরাও আগামীদিনের জনগণের কাছে কাছে পৌঁছে যাবেন বলে দলের তরফের দাবি।

তবে, শাসক দলের মহিলা সংগঠনের এই কর্মসূচিকে বিরোধীমহল নানাভাবে কটাক্ষ করেছে। বিরোধী পক্ষের দাবি, সম্প্রতি সরকারের বিভিন্ন প্রকল্পে শাসক দল যেভাবে দুর্নীতি, আর্থিক তছরূপী, স্বয়ং পোষণের মতো কাণ্ডকারখানা করছে তা জনগণের কাছে অজানা নয়, তাই শাসকদল নিজেদের উন্নয়নের প্রচার যতই করুক না কেন, তাতে মানুষের চিরে ভেজার সম্ভাবনা খুবই কম।

এ প্রসঙ্গে মুর্শিদাবাদ জেলা মহিলা কংগ্রেস সহ সভানেত্রী ও সেইসঙ্গে রানিনগরের বিধায়ক ফিরোজা বেগম শাসকদলকে ব্যাঙ্গ করে বলেছেন, ” মহিলা প্রকল্পের গাজর ঝুলিয়ে এখন গ্রামের মেয়েদের তোষণ করছে তৃণমূল। রাজ্য মহিলাদের জন্য কোনও প্রকল্প করেননি। ছাত্রীদের জন্য যে সব প্রকল্প করেছে তাতে দলবাজি, দুর্নীতি হচ্ছে। ’’

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!