এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > Big Breaking, বিজেপির ফাঁস করা অডিও টেপ সম্পর্কে বক্তব্য রাখলেন পিকে

Big Breaking, বিজেপির ফাঁস করা অডিও টেপ সম্পর্কে বক্তব্য রাখলেন পিকে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আজ সকালে বিজেপির আইটি সেলের সর্বভারতীয় সভাপতি অমিত মালব্য এক টুইট করেছেন। যেখানে তিনি তৃণমূলের রাজনৈতিক পরামর্শদাতা প্রশান্ত কিশোরের একটি অডিও টেপ প্রকাশ করেছেন। যেখানে প্রশান্ত কিশোরকে বলতে শোনা যাচ্ছে যে, আগামী বিধানসভা নির্বাচনে তৃণমূলের পরাজয় হতে চলেছে, সরকার গড়তে চলেছে বিজেপি। এরপর এই অডিও ক্লিপ এর সত্যতা স্বীকার করেন পিকে। কিন্তু সেই সঙ্গে তিনি জানান যে, এর আগেও তিনি বলছেন, এখনও তিনি বলছেন যে, যতই চেষ্টা করুক বাংলায় তিন সংখ্যার আসন পাবেনা বিজেপি। বিজেপির যদি সাহস থাকে, তবে পূর্ণাঙ্গ অডিও টেপ প্রকাশ করে দেখাক তাঁরা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আজ প্রশান্ত কিশোরের অডিও টেপ ফাঁস করে দেওয়ার পর রাজ্য রাজনীতিতে এককথায় ঝড় উঠে গেছে। যেখানে স্বয়ং প্রশান্ত কিশোরকে বলতে শোনা যাচ্ছে যে, রাজ্যের সংখ্যাগরিষ্ঠ মানুষ বিজেপি সরকারকে দেখতে চান। এমনকি বেশকিছু বাম সমর্থকও বিজেপি সরকার চান। এরপর এ বিষয়ে বক্তব্য রাখলেন প্রশান্ত কিশোর। অডিও ক্লিপটির সত্যতা স্বীকার করে নিয়েছেন তিনি। কিন্তু তাঁর দাবি, এটা আংশিক। পশ্চিমবঙ্গে ১০০ টি আসন পার করতে পারবে না বিজেপি।

এ বিষয়ে একটি টুইট করেছেন প্রশান্ত কিশোর। যেখানে তিনি লিখেছেন যে, এটা জেনে তিনি খুশি হয়েছেন যে, বিজেপি নিজের নেতাদের চেয়ে তাঁর কথাকে বেশি গুরুত্ব দিচ্ছে। বিজেপিকে চ্যালেঞ্জ করে তিনি জানিয়েছেন যে, বেশি মাতামাতি না করে, সাহস থাকলে পূর্ণাঙ্গ অডিও টেপ প্রকাশ করুক বিজেপি। তিনি আগেও বলেছেন, এখনো বলছেন যে, পশ্চিমবঙ্গে ১০০ টি আসন পার করতে পারবে না বিজেপি।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!