এখন পড়ছেন
হোম > জাতীয় > Big Breaking, এবার বাইপাস সার্জারি হতে চলেছে রাষ্ট্রপতির, বাড়ছে উৎকণ্ঠা

Big Breaking, এবার বাইপাস সার্জারি হতে চলেছে রাষ্ট্রপতির, বাড়ছে উৎকণ্ঠা


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – গত শুক্রবার সকালে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। দ্রুত তাঁকে সেনা হাসপাতালে ভর্তি করা হয়। এরপর তাকে স্থানান্তর করা হয় দিল্লির এইমস হাসপাতালে। হাসপাতাল সূত্রে জানা যাচ্ছে, এবার রাষ্ট্রপতিকে বাইপাস সার্জারি করানো হবে। এই খবর সামনে আসতেই তীব্র উৎকন্ঠায় দেশের রাজনীতি মহল।

প্রসঙ্গত, গত শুক্রবার সকালে বেশকিছু রুটিন চেকআপ করাতে হাসপাতালে গিয়েছিলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। সে সময়ে হঠাৎ বুকে ব্যথা ও অস্বস্তি হয় তাঁর। এরপর দ্রুত তাঁকে ভর্তি করা হয় আর এন্ড আর সেনা হাসপাতালে। এরপর তাঁর বেশ কিছু পরীক্ষা করানো হয়। কিছুক্ষণের মধ্যেই তাঁর অবস্থা স্থিতিশীল হয়ে আসে। তবে, এরপর তাঁকে স্থানান্তরিত করা হয় দিল্লির এইমস হাসপাতালে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এইমস হাসপাতালে স্থানান্তর করার পর বিশেষজ্ঞ চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখা হয়েছে রাষ্ট্রপতিকে। তাঁর বেশ কিছু স্বাস্থ্য পরীক্ষার পর চিকিৎসকরা তাঁকে বাইপাস সার্জারি করিয়ে নেওয়ার পরামর্শ দিয়েছেন। জানা যাচ্ছে, আগামী মঙ্গলবার সকালে রাষ্ট্রপতির অপারেশন হতে পারে। তবে এখন রাষ্ট্রপতির শারীরিক অবস্থা স্থিতিশীল আছে বলেই, হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়েছে।

রাষ্ট্রপতির শরীর- স্বাস্থ্য নিয়ে একাধিক পরীক্ষা-নিরীক্ষা করছেন হাসপাতালের চিকিৎসকেরা। তবে, তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল আছে। সমস্ত কিছু ঠিকঠাক থাকলে আগামী মঙ্গলবার সকালে তাঁর এই অপারেশন হতে পারে। হাসপাতাল ছাড়াও রাষ্ট্রপতি ভবন, রাষ্ট্রপতির মেডিক্যাল বুলেটিনে এই তথ্য পাওয়া যাচ্ছে। রাষ্ট্রপতির বাইপাস সার্জারির খবর সামনে আসতেই উদ্বেগ বেড়েছে রাজনৈতিক মহলের। রাষ্ট্রপতির দ্রুত আরোগ্য কামনায় প্রার্থনা করছেন অনেকেই। গত শুক্রবার রাষ্ট্রপতিকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। রাষ্ট্রপতির স্বাস্থ্যের ব্যাপারে খোঁজখবর নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!