এখন পড়ছেন
হোম > জাতীয় > বিহার নির্বাচনে কোন দিকে যাবে জনসমর্থন? টাইমস নাউ সি ভোটারের সমীক্ষার ফলাফল প্রকাশ্যে

বিহার নির্বাচনে কোন দিকে যাবে জনসমর্থন? টাইমস নাউ সি ভোটারের সমীক্ষার ফলাফল প্রকাশ্যে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – একুশের বিধানসভা নির্বাচন নিয়ে ইতিমধ্যেই গেরুয়া শিবির একের পর এক পরিকল্পনা ছকতে ব্যস্ত। কিন্তু তারই মাঝে এবার সামনে আসছে বিহার বিধানসভা নির্বাচন। ইতিমধ্যে বিহার বিধানসভা নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়ে গেছে। আপাতত বিহার বিধানসভা নির্বাচন ঘিরে প্রত্যেকটি রাজনৈতিক দলের প্রস্তুতি তুঙ্গে। কিন্তু এবারের বিধানসভা নির্বাচনের আগে খুব স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে বিহার বিধানসভা নির্বাচনে কোন দল জনসমর্থন পেয়ে মসনদ দখল করবে!

ইতিমধ্যেই জানা গেছে, আগামী 28 শে অক্টোবর শুরু হতে চলেছে বিহার বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণপর্ব। করোনা পরিস্থিতির জেরে প্রত্যক্ষ সম্প্রচারের বদলে এবার প্রতিটি রাজনৈতিক দল জোর দিয়েছে ভার্চুয়াল প্রচারে। এই পরিস্থিতিতে এবার বিহারের জনসমর্থন কে পেতে চলেছে তা নিয়ে একটি সমীক্ষা চালায় টাইমস নাউ সিভোটার। সমীক্ষার ফলাফল অনুযায়ী জানা যাচ্ছে, বিহার বিধানসভা নির্বাচনে খুব স্বাভাবিকভাবেই জেডিইউ বিজেপি জোট ক্ষমতায় আসতে চলেছে।

তবে জেডিইউ এবং বিজেপির মধ্যে বিজেপি এবার জেডিইউকে ছাড়িয়ে যাবে বলে মনে করা হচ্ছে। অন্যদিকে টাইমস নাও এর সমীক্ষা অনুযায়ী আরজেডি এবং কংগ্রেস জোট বিহারের 243 টি আসনের মধ্যে মাত্র 76 টি আসন পাবে বলে জানা যাচ্ছে। যার মধ্যে 56 টি আসন আরজেডির ঘরে যাবে বলে নিশ্চিত সমীক্ষার ফলাফলে। প্রসঙ্গত, বিহার বিধানসভা নির্বাচনে আরজেডি এবার 144 টি আসনে লড়ছে। টাইমস নাওয়ের সমীক্ষার রিপোর্ট অনুযায়ী 243 টি আসনের বিহার বিধানসভার 85 টি আসন নিজেদের দখলে রাখতে চলেছে বিজেপি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অন্যদিকে জেডিইউ-এর দখলে থাকবে 70 টি আসন বলে দাবি করা হচ্ছে। জানা যাচ্ছে, বিজেপি ছাড়া এনডিএ জোট এবার 160 টি আসন নিজেদের দখলে রাখবে বিহারে।উল্লেখযোগ্যভাবে, 243 টি আসনের বিহার বিধানসভায় সরকার গড়তে প্রয়োজন 122 টি আসন এবং এই 122 টি আসন বিজেপি জেডিইউ-এর জোটের ঘরেই যাবে বলে দাবি টাইমস নাওয়ের। পাশাপাশি এবারের বিধানসভা নির্বাচনে চিরাগ পাসোয়ানের দল এলজেপি বিহার বিধানসভার 143 টি আসনে এককভাবে লড়াই করবে বলে জানা গেছে।

টাইমস নাওয়ের সমীক্ষার ফল খুব স্বাভাবিকভাবেই বিহার বিধানসভা নির্বাচনের আগে গেরুয়া শিবিরের আত্মবিশ্বাস অনেকটাই বাড়িয়ে দিল বলে মনে করা হচ্ছে। তবে রাজনৈতিক মহলের একাংশের দাবি, নিউজ চ্যানেলের ফলাফল বহু ক্ষেত্রেই বদলাতে দেখা গেছে। অন্যদিকে বিহার বিধানসভায় এনডিএ গোষ্ঠীর মধ্যে বর্তমানে শুরু হয়েছে শরিকি গন্ডগোল। এই পরিস্থিতিতে বিহারের মসনদকে দখল কে করতে চলেছে জনসমর্থনের ওপর ভিত্তি করে, তা জানা যাবে নির্বাচনের ফলাফল ঘোষণার পরেই।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!