এখন পড়ছেন
হোম > জাতীয় > Bihar Result Live: এগিয়ে নীতিশ, প্রতিটা বিধানসভা আসনে কে কত ভোটে এগিয়ে বা জয়ী, সকাল ১১:০০ টা

Bihar Result Live: এগিয়ে নীতিশ, প্রতিটা বিধানসভা আসনে কে কত ভোটে এগিয়ে বা জয়ী, সকাল ১১:০০ টা


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – তিন দফায় শেষ হয়েছে বিহারের বিধানসভা সাধারণ নির্বাচনের ভোটগ্রহণ। আর তারপরেই একে একে সামনে আসতে শুরু করেছিল বিভিন্ন সংস্থার করা এক্সিট পোল। সেখানে ইঙ্গিত – এবারের লড়াই হতে চলেছে কড়া টক্করের। করোনা আবহে এবারের নির্বাচন যথেষ্ট কঠিন ছিল – সেই চ্যালেঞ্জ পেরিয়ে ছোটোখাটো অশান্তি ছাড়া মোটের উপর শান্তিপূর্ণই হয়েছে বিহারের ভোটপর্ব।

এবার পালা ভোট গণনার – যা আজ সকাল ৮ টা থেকে শুরু হয়েছে। সেখানেই ফয়সালা হয়ে যাবে – বিহারে চতুর্থবারের জন্য কুর্সিতে বসতে চলেছেন নীতিশ কুমার, নাকি মহাজোটের মুখ হিসাবে ক্ষমতা দখলে করবেন তেজস্বী যাদব। টানটান উত্তেজনার মধ্যে দিয়ে মাঝের কটা দিন কাটিয়েছে রাজনৈতিক দলগুলি। এবার পালা ফলাফল সামনে আসার। বিহার নির্বাচনের প্রতি মুহূর্তের লাইভ আপডেট পেতে চোখ রাখুন প্রিয় বন্ধু মিডিয়ার পেজে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এখনও পর্যন্ত বিহার বিধানসভার চিত্র –
মোট আসন – ২৪৩
গণনা চলছে / ঘোষিত – ২৪৩
সংখ্যাগরিষ্ঠতা – ১২২

এনডিএ – ১২৪
[জেডিইউ – ৪৯
বিজেপি – ৭০
ভিআইপি – ৫
হ্যাম – ১
]

মহাজোট – ১০৫
[আরজেডি – ৬৯
কংগ্রেস – ২২
বামফ্রন্ট – ১২
]

অন্যান্য – ১৪
[
এলজেপি – ৭
আইমিম – ১
বসপা – ০
]

কোন আসনে কে এগিয়ে একনজরে –
৪. বাগাহা – বিজেপি ৬১৫ ভোটে এগিয়ে
৭. চানপাতিয়া – বিজেপি ১,৩৪৯ ভোটে এগিয়ে
২১. ঢাকা – বিজেপি ১,১৯৬ ভোটে এগিয়ে
২৪. বাথনা – বিজেপি ৪,৫২৩ ভোটে এগিয়ে
৩০. বেলসার – আরজেডি ৩,১৯৭ ভোটে এগিয়ে
৪৮. ফোর্বসগঞ্জ – বিজেপি ৯৪৪ ভোটে এগিয়ে
৪৯. আড়ারিয়া – জেডিইউ ১,৮১৫ ভোটে এগিয়ে
৫৭. বাইসি – আইমিম ১,৭৬৪ ভোটে এগিয়ে
৬১. ধামদহ – জেডিইউ ৬৮৪ ভোটে এগিয়ে
৭০. আলমনগর – জেডিইউ ২,৩৬৫ ভোটে এগিয়ে

৭১. বিহারিগঞ্জ – জেডিইউ ১,০১৪ ভোটে এগিয়ে
৭৯. গৌড় বৌরাম – ভিআইপি ১,৬২৪ ভোটে এগিয়ে
৮০. বেনিপুর – কংগ্রেস ৪৫৬ ভোটে এগিয়ে
৮১. আলিনগর – ভিআইপি ১,২৭৮ ভোটে এগিয়ে
৮২. দ্বারভাঙা রুরাল – আরজেডি ৫,১৬৫ ভোটে এগিয়ে
৮৩. দ্বারভাঙা – বিজেপি ২,০৮৬ ভোটে এগিয়ে
৮৫. বাহাদুরপুর – আরজেডি ১,৮৮৫ ভোটে এগিয়ে
৯৬. বারুরাজ – বিজেপি ৮৭৩ ভোটে এগিয়ে
১০১. গোপালগঞ্জ – বিজেপি ৪৯২ ভোটে এগিয়ে
১০৭. দারাউলি – সিপিআইএমএল ৪,২৭৯ ভোটে এগিয়ে

১০৯. দারাউন্ধা – সিপিআইএমএল ১,৬৯১ ভোটে এগিয়ে
১১৩. একমা – জেডিইউ ৪১৫ ভোটে এগিয়ে
১১৫. বনিয়াপুর – আরজেডি ৮৮৮ ভোটে এগিয়ে
১১৮. চাপরা – আরজেডি ১২২ ভোটে এগিয়ে
১১৯. গড়খা – বিজেপি ২,০২৭ ভোটে এগিয়ে
১২০. আমনৌর – বিজেপি ৪৩৮ ভোটে এগিয়ে
১৪১. চেরিয়া বেরিয়াপুর – আরজেডি ৩,৪৫৯ ভোটে এগিয়ে
১৪৬. বেগুসরাই – কংগ্রেস ২,০৬০ ভোটে এগিয়ে
১৪৭. বখড়ি – বিজেপি ৪৮ ভোটে এগিয়ে
১৫৯. অমরপুর – এলজেপি ৬৩৫ ভোটে এগিয়ে

১৬০. ধৌরাইয়া – জেডিইউ ৪৪৬ ভোটে এগিয়ে
১৬১. বাঁকা – বিজেপি ১,২৮৯ ভোটে এগিয়ে
১৬৩. বেলহার – জেডিইউ ২,০০৩ ভোটে এগিয়ে
১৭২. বিহারশরিফ – বিজেপি ১,৩৯৫ ভোটে এগিয়ে
১৮১. দীঘা – বিজেপি ৫৭৫ ভোটে এগিয়ে
১৮৫. ফাতুয়া – বিজেপি ১,০১৭ ভোটে এগিয়ে
১৮৬. দানাপুর – আরজেডি ৪,৬৪৬ ভোটে এগিয়ে
১৯১. বিক্রম – কংগ্রেস ৩,১৪২ ভোটে এগিয়ে
১৯৩. বারহারা – আরজেডি ৩,৩০৫ ভোটে এগিয়ে
১৯৯. বহরমপুর – আরজেডি ৩,৪৯৭ ভোটে এগিয়ে

২০০. বক্সার – বিজেপি ১,০৩৪ ভোটে এগিয়ে
২০১. দুমড়াও – সিপিআইএমএল ১,১০৪ ভোটে এগিয়ে
২০৫. ভাবুয়া – আরজেডি ১,৩৯৮ ভোটে এগিয়ে
২০৬. চৈনপুর – বিজেপি ৪৫৭ ভোটে এগিয়ে
২০৭. চেনারি – কংগ্রেস ৩,১৭৫ ভোটে এগিয়ে
২১০. দিনারা – এলজেপি ৪৩৯ ভোটে এগিয়ে
২১২. দেহরি – আরজেডি ৩,৪৬৪ ভোটে এগিয়ে
২১৭. ঘোসি – সিপিআইএমএল ২,১০০ ভোটে এগিয়ে
২১৯. গোহ – আরজেডি ১,৭৭০ ভোটে এগিয়ে
২২৩. ঔরঙ্গাবাদ – কংগ্রেস ৩৩৫ ভোটে এগিয়ে

২২৯. বুদ্ধগয়া – বিজেপি ১,৬৭৯ ভোটে এগিয়ে
২৩০. গয়া টাউন – বিজেপি ৩৩৯ ভোটে এগিয়ে
২৩৮. গোবিন্দপুর – আরজেডি ১৫৫ ভোটে এগিয়ে
২৪৩. চাকাই – জেডিইউ ২৩২ ভোটে এগিয়ে

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!