এখন পড়ছেন
হোম > রাজ্য > অনলাইনে ভর্তির জন্য বড়সড় পদক্ষেপ শিক্ষামন্ত্রীর, জেনে নিন

অনলাইনে ভর্তির জন্য বড়সড় পদক্ষেপ শিক্ষামন্ত্রীর, জেনে নিন


আপনাদের সুবিধার্থে খবরের শেষে বিধানসভা ২০২১ উপলক্ষে আমাদের করা সর্বশেষ সমীক্ষার প্রতিটির লিঙ্ক দেওয়া আছে।

আপনার মতামত জানান -

প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – ইতিমধ্যেই স্নাতক স্তরে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। কিন্তু করোনা পরিস্থিতি থাকার কারণে এবার অনেকেই ঠিকমত ভর্তি হওয়ার সুযোগ পাননি। তাই এবার ছাত্র-ছাত্রীদের কথা মাথায় রেখে আরও একবার কলেজে স্নাতক স্তরে ভর্তি হওয়া এবং পছন্দমাফিক বিষয়ে অনার্স পড়ার সুযোগ পেতে চলেছে পড়ুয়ারা। জানা গেছে, ইতিমধ্যেই বীরভূমের কলেজগুলোতে ভর্তির জন্য অনলাইন পোর্টাল খুলে দেওয়া হয়েছে। স্বাভাবিক ভাবেই নতুন করে এই ভর্তি প্রক্রিয়ায় সুযোগ আসায় রীতিমত খুশি ছাত্রছাত্রীরা।

প্রসঙ্গত উল্লেখ্য, সম্প্রতি রাজ্যের কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। আর সেখানেই কিভাবে পঠন-পাঠন চলবে, তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। আর সেই আলোচনার মধ্যে সিদ্ধান্ত গ্রহণ করা হয়, কলেজগুলোর শূন্য আসন পূরণ করবার জন্য ফের ভর্তি প্রক্রিয়া চালু করতে পোর্টাল চালু করা হবে। আর শিক্ষামন্ত্রীর এই নির্দেশ শোনার পরই এবার বীরভূম জেলায় সেই ভর্তি প্রক্রিয়া শুরু করে দেওয়া হচ্ছে।

সূত্রের খবর, সোমবার থেকেই বোলপুর পূর্ণীদেবি মহিলা মহাবিদ্যালয়, হেতমপুর কৃষ্ণচন্দ্র কলেজ, বীরভূম মহাবিদ্যালয় সহ বেশকিছু কলেজে ভর্তির জন্য পোর্টাল খুলে দেওয়া হয়েছে। যেখানে পুরো প্রক্রিয়াটিই হবে অনলাইনে। এদিকে আগামী 16 তারিখ থেকে বীরভূমের কলেজগুলোতে স্নাতক স্তরে প্রথম সেমিস্টারের অনলাইন ক্লাস শুরু করার নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয়।

এদিন এই প্রসঙ্গে খয়রাশোলের শৈলজানন্দ ফাল্গুনী স্মৃতি মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নির্মল কুমার সাউ বলেন, “আমাদের কলেজে পাস কোর্সে প্রায় 400 আসন ফাঁকা। অনার্সে বিভিন্ন বিষয়ে খালি রয়েছে 20 থেকে 30 শতাংশ আসন। সরকারি নির্দেশ এলে কিছু সংখ্যক আসনে ভর্তি হবে বলে মনে হচ্ছে।” এদিকে এই ব্যাপারে বীরভূম মহাবিদ্যালয়ের অধ্যক্ষ পার্থসারথি মুখোপাধ্যায় বলেন, “আমার কলেজে অনার্সের সামান্যসংখ্যক আসন ফাঁকা রয়েছে। কিন্তু পাস কোর্সে বহু আসন পূরণ হয়নি। ফের পোর্টাল চালু সিদ্ধান্ত হলে ভালো হবে।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তবে একাংশ বলছেন, যে সমস্ত পড়ুয়ারা স্নাতক স্তরে ভর্তি হতে চায়, তারা প্রায় সকলেই এতদিনে ভর্তি হয়ে গিয়েছেন। কিছুমাত্র পড়ুয়া সেই সুযোগ থেকে বঞ্চিত হয়েছেন। তাই পোর্টাল খুললে খুব বেশি মাপের পড়ুয়া যে সেখানে আবেদন করবে, এমন কথা বলা যায় না। তবে বেশ কিছু পড়ুয়া যারা ইচ্ছা সত্ত্বেও এই প্রক্রিয়া থেকে পিছিয়েছিলেন, তারা অনেকটাই সুবিধা পাবেন বলে মনে করা হচ্ছে। এদিন এই প্রসঙ্গে সিউড়ি বিদ্যাসাগর কলেজের অধ্যক্ষ তপনকুমার পরিচ্ছা বলেন, “ভর্তির থেকে এক কলেজ থেকে অন্য কলেজে স্থানান্তরিত হওয়ার ঘটনাই বেশি ঘটবে। ফলে শূন্যস্থান পূরণ হবে, একথা জোর দিয়ে বলা যাচ্ছে না।”

তবে বিশেষজ্ঞদের একাংশ বলছেন, সরকারের উদ্দেশ্য শূন্যস্থান পূরণ করা। কিন্তু সেই স্বপ্ন পূরণ করতে গিয়ে যদি আদতে এই লক্ষ্য সম্পূর্ণ না হয়, তাহলে গোটা প্রক্রিয়াটি ব্যর্থ হয়ে যাবে বলেই মনে করা হচ্ছে। কেননা প্রায় সকলেই নিশ্চিত যে, যারা ভর্তি হওয়ার তারা ইতিমধ্যে ভর্তি হয়ে গিয়েছে। তাই নতুন করে পোর্টাল খুললেও, অনেকেই এক কলেজ থেকে অন্য কলেজে স্থানান্তরিত হওয়ার জন্য আবেদন করবেন। কিন্তু বাস্তবে কলেজগুলোতে শূন্যস্থান পূরণ হবে না বলেই আশঙ্কা করছেন অনেকে। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

একনজরে দেখে নিন আমাদের সর্বশেষ বিধানসভা ২০২১ ওপিনিয়ন পোল –

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – দ্বিতীয় পর্ব – 

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – প্রথম পর্ব – 

# মালদহ জেলার ওপিনিয়ন পোল –

# দক্ষিণ দিনাজপুর জেলার ওপিনিয়ন পোল –

# উত্তর দিনাজপুরে জেলার ওপিনিয়ন পোল –

# জলপাইগুড়ি ও কালিম্পঙ জেলার ওপিনিয়ন পোল –

# আলিপুরদুয়ার ও দার্জিলিং জেলার ওপিনিয়ন পোল –

# কুচবিহার জেলার ওপিনিয়ন পোল –

আপনার মতামত জানান -
আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!