এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > শেষ হয়েও হইল না শেষ! নারদ কান্ডের শুনানি নিয়ে বড় পদক্ষেপ আদালতের! জেনে নিন

শেষ হয়েও হইল না শেষ! নারদ কান্ডের শুনানি নিয়ে বড় পদক্ষেপ আদালতের! জেনে নিন


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  নারদ-কান্ড নিয়ে আদালতের প্রক্রিয়া সমাপ্ত হচ্ছে না কিছুতেই। এবার আবারও কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে পিছিয়ে দেওয়া হল নারদ মামলার শুনানি। স্বাভাবিক ভাবেই দিনকে দিন এই মামলার শুনানি পর্ব পিছিয়ে যাওয়ার কারণে কবে এর চূড়ান্ত ফয়সালা হবে, তা নিয়ে নানা মহলে তৈরি হয়েছে প্রশ্ন। বস্তুত, এদিন কলকাতা হাইকোর্টের পাঁচ সদস্যের বেঞ্চের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়, আগামী 29 জুন এই মামলার পরবর্তী শুনানি হবে। স্বাভাবিকভাবেই গুরুত্বপূর্ণ মামলার এই দীর্ঘসূত্রিতা নিয়ে নানা মহলে তৈরি হয়েছে কৌতুহল।

প্রসঙ্গত উল্লেখ্য, গত 17 মে নারদ কান্ডে গ্রেপ্তার করা হয়েছিল ফিরহাদ হাকিম, সুব্রত মুখোপাধ্যায়, মদন মিত্র এবং শোভন চট্টোপাধ্যায়কে। আর তারপরেই গোটা বিষয়ে সরব হতে দেখা যায় তৃণমূল কংগ্রেসকে। এমনকি সিবিআই দপ্তরে পৌঁছে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সিবিআই দপ্তরের বাইরে তৃণমূল নেতা-কর্মীদের বিক্ষোভ ভয়াবহ আকার ধারণ করে। আর তারপরেই এই মামলা যাতে অন্য রাজ্যে সরিয়ে নিয়ে যাওয়া যায়, তার জন্য আবেদন করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এক্ষেত্রে রাজ্যের প্রভাবশালীদের কথা তুলে ধরে তারা প্রভাব খাটাতে পারেন বলে সিবিআইয়ের পক্ষ থেকে আশঙ্কা করা হয়।

যার পরিপ্রেক্ষিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আইন মন্ত্রী মলয় ঘটককে এই মামলায় পক্ষ করা হয়েছিল। কিন্তু হাইকোর্টের পক্ষ থেকে মুখ্যমন্ত্রী এবং আইনমন্ত্রী তাদের হলফনামা জমা দিলেও, তা গ্রহণ করা হয়নি। যার পরিপ্রেক্ষিতে শীর্ষ আদালতে মামলা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। জানা গেছে, আগামী শুক্রবার সেই মামলার শুনানি অনুষ্ঠিত হবে। তাই সেই কারণেই কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে পাঁচ বিচারপতির বৃহত্তর বেঞ্চ এদিন নারদ মামলার শুনানি পর্বকে পিছিয়ে দিল বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বিশ্লেষকদের মতে, বর্তমান পরিস্থিতিতে নারদ কান্ডে জামিন পেয়ে গিয়েছেন চার হেভিওয়েট। কিন্তু এই মামলাকে নিয়ে সেই চার হেভিওয়েটের অস্বস্তি আরও বাড়িয়ে দিতে তৎপর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সেই মত করেই প্রভাবশালী তত্ত্বের কথা উল্লেখ করে এই মামলা যাতে অন্য রাজ্যে নিয়ে যাওয়া যায়, তার জন্য নানা চেষ্টা শুরু করেছে সিবিআই। স্বাভাবিক ভাবেই এই পরিস্থিতিতে হাইকোর্টে নারদ মামলার শুনানির দিকে নজর ছিল সকলের।

কিন্তু হাইকোর্ট তাদের জবাবি হলফনামা গ্রহণ না করার কারণে সুপ্রিম কোর্টে মামলা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী শুক্রবার তার শুনানি। তাই তার আগে তড়িঘড়ি কোনো রকম সিদ্ধান্ত নিতে চাইছে না কলকাতা হাইকোর্ট। আর সেই কারণেই আগামী 29 জুন এই মামলার পরবর্তী শুনানি হবে বলে জানিয়ে দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি বৃহত্তর বেঞ্চ। সব মিলিয়ে আগামী 29 তারিখ নারদ কান্ডের পরবর্তী শুনানিতে কি হয়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!