এখন পড়ছেন
হোম > জাতীয় > বিরোধী মহাজোটের এই নেতা কি দেশের হবু রাষ্ট্রপতি? নয়া তৎপরতায় বাড়ছে জল্পনা!

বিরোধী মহাজোটের এই নেতা কি দেশের হবু রাষ্ট্রপতি? নয়া তৎপরতায় বাড়ছে জল্পনা!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  2024 এর লোকসভা নির্বাচনকে লক্ষ্য রেখে ইতিমধ্যেই নিজেদের মত করে প্রস্তুতি নিতে শুরু করেছে দেশের সমস্ত বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলো। যার মধ্যমনি হয়ে গিয়েছেন এনসিপি সুপ্রিমো শরদ পাওয়ার। বর্ষীয়ান এই নেতার বাড়িতে মাঝেমধ্যেই বিরোধী মহাজোটের নেতা-নেত্রীদের আনাগোনা শুরু হয়েছে। স্বাভাবিক ভাবেই শরদ পাওয়ারকে মুখ করে আগামী দিনে বিরোধীরা ঐক্যবদ্ধভাবে বলেই মনে করা হচ্ছে। আর তার মাঝেই নয়া জল্পনা তৈরি হল।

একাংশ বলছেন, প্রধানমন্ত্রী বা বিরোধী মহাজোটের অন্যতম মুখ নন। ভারতবর্ষের রাষ্ট্রপতি হওয়ার দৌড় শুরু করে দিলেন শরদ পাওয়ার। আর সেই কারণেই বিরোধী মহাজোটের পক্ষ থেকে তার মত বর্ষিয়ান নেতাকে গুরুত্ব দিয়ে তার বাড়িতে সমস্ত রকম বৈঠকের আয়োজন করা হচ্ছে। যার ফলে একপ্রকার স্পষ্ট যে, দেশের পরবর্তী সাংবিধানিক প্রধান হিসেবে বিরোধী মহাজোটের একাংশ শরদ পাওয়ারকে তুলে ধরতে চাইছেন।

বলা বাহুল্য, 2024 এর লোকসভা নির্বাচনের আগেই 2022 সালে দেশের রাষ্ট্রপতি নির্বাচন রয়েছে। আর সেই নির্বাচনেই প্রথম বিজেপিকে ধাক্কা দিতে চাইছে বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলো। সেদিক থেকে শরদ পাওয়ারকে গ্রহণযোগ্য মুখ হিসেবে তুলে ধরে দেশের রাষ্ট্রপতি করার তৎপরতা শুরু হয়েছে বলে দাবি একাংশের। অর্থাৎ বিরোধী পক্ষ থেকে পাওয়ারকে রাষ্ট্রপতি হিসেবে তুলে ধরা হলে বিজেপিকে যেমন ধাক্কা দেওয়া যাবে, ঠিক তেমনই 2024 এর লোকসভা নির্বাচনের আগে যদি এই রাষ্ট্রপতি নির্বাচনে বিরোধীরা জয়লাভ করে, তাহলে গেরুয়া শিবির অনেকটাই চাপে পড়ে যাবে। স্বাভাবিক ভাবেই গোটা বিষয়টি নিয়ে এখন শোরগোল পড়ে গিয়েছে জাতীয় রাজনীতিতে।

অনেকেই বলতে শুরু করেছেন, বিরোধী মহাজোটের পক্ষ থেকে যদি শরদ পাওয়ারকে রাষ্ট্রপতি মুখ হিসেবে দাঁড় করানো হয়, তাহলে কংগ্রেসের সমর্থন বাধ্যতামূলক। এক্ষেত্রে ভারতবর্ষের বিজেপির বিরুদ্ধে প্রধান রাজনৈতিক দল হিসেবে পরিচিত কংগ্রেস কেন শরদ পাওয়ারের বাড়িতে কোনোরূপ প্রতিনিধি বৈঠকে পাঠাল না, তা নিয়েও নানা মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে। যার ফলে তৈরি হয়েছে গুঞ্জন। অর্থাৎ কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের সমর্থন যে শরদ পাওয়ারের দল এবং অন্যান্য বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলো এক্ষেত্রে চাইছে, তা এককথায় পরিষ্কার।

অনেকে আবার বলছেন, শরদ পাওয়ারের সঙ্গে নরেন্দ্র মোদীর সম্পর্ক খুব একটা খারাপ নয়‌। সেদিক থেকে বিজেপি বিরোধীদের পক্ষ থেকে এই রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে যদি শরদ পাওয়ারের নাম প্রস্তাব করা হয়, তাহলে কি ভূমিকা পালন করে তা লক্ষণীয় বিষয়। তবে কোনোকিছুই এখনও পর্যন্ত চূড়ান্ত নয়। শরদ পাওয়ারের বাড়িতে একের পর এক বিরোধী নেতাদের উপস্থিতি এবং বৈঠক, তার হবু রাষ্ট্রপতি হওয়ার ইঙ্গিতকেই কি জোরালো করছে? তবে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, শেষ পর্যন্ত বিরোধীদের পক্ষ থেকে 2024 এর লোকসভা নির্বাচনের আগে 2022 এর রাষ্ট্রপতি নির্বাচনে শরদ পাওয়ারকেই মুখ করা হয় কিনা, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!