এখন পড়ছেন
হোম > জাতীয় > বিরোধীদের কটাক্ষের মাঝেই বড় প্রশংসা, করোনা নিয়ে স্বস্তি মোদীর!

বিরোধীদের কটাক্ষের মাঝেই বড় প্রশংসা, করোনা নিয়ে স্বস্তি মোদীর!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ ভারতবর্ষে প্রবেশ করার পর থেকেই কেন্দ্রীয় সরকারের গাফিলতি জেরে এই পরিস্থিতি তৈরি হয়েছে বলে দাবি করতে শুরু করেছে বিরোধী রাজনৈতিক দলগুলো। এক্ষেত্রে কংগ্রেসের পাশাপাশি যে সমস্ত রাজ্যে বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলো ক্ষমতায় রয়েছে, তাদের পক্ষ থেকে টিকা দেওয়া থেকে শুরু করে ভাইরাস বৃদ্ধি হওয়া, সব ব্যাপারে কেন্দ্রীয় সরকারকে কাঠগড়ায় দাঁড় করানো হয়েছে।

বস্তুত, এই দ্বিতীয় ঢেউয়ের ফলে বহু মানুষ যেমন আক্রান্ত হয়েছেন, ঠিক তেমনই একের পর এক মৃত্যু মিছিল শুরু হয়েছে গোটা দেশজুড়ে। তবে এক বছর আগে করোনা ভাইরাসের প্রথম ঢেউ দীর্ঘদিন ধরে থাকলেও এবং তাকে আটকানোর জন্য লকডাউন সহ একাধিক পদ্ধতির প্রয়োগ করা হলেও দ্বিতীয় ঢেউ ধীরে ধীরে বিলীন হওয়ার পথে।

বর্তমানে কিছুটা হলেও পরিস্থিতি আয়ত্তের মধ্যে আসতে শুরু করেছে। আর এই অবস্থায় কেন্দ্রীয় সরকারকে বিরোধীদের পক্ষ থেকে কটাক্ষ করা হলেও নরেন্দ্র মোদীর স্বস্তি বাড়িয়ে দিয়ে করোনা ভাইরাস নিয়ে প্রশংসার বন্যা বইয়ে দিলেন কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। যেখানে খুব অল্প সময়ের মধ্যেই করোনা ভাইরাসের দ্বিতীয় ঢুকে নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছে বলে দাবি করতে দেখা গেল তাকে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সূত্রের খবর, বৃহস্পতিবার গুজরাটের একটি সংস্থার অক্সিজেন প্লান্টের উদ্বোধন করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আর সেই অনুষ্ঠান থেকে কেন্দ্রীয় সরকারের দক্ষতা এবং নরেন্দ্র মোদির ভূয়সী প্রশংসা করতে দেখা যায় দেশের গৃহমন্ত্রীকে। তিনি বলেন, “যখন দেশে কোভিডের দ্বিতীয় ঢেউ আসে, তখন একাধিক রূপ বদল করে ভাইরাসটি। খুব দ্রুত ছড়িয়ে পড়তে শুরু করে। কিন্তু খুব অল্প সময়ে এই ভাইরাসকে নিয়ন্ত্রণ করা এবং এটি হ্রাস পাওয়ার বিষয়টি নিশ্চিত করা আমাদের পক্ষে একটি সম্মিলিত সাফল্য। ভারতের মত বিপুল জনসংখ্যার দেশে এই কাজ করা খুব কঠিন।”

অর্থাৎ করোনা ভাইরাস রোধে কেন্দ্রীয় সরকার যে যথেষ্ট প্রশংসার ভূমিকা পালন করছে, তা অমিত শাহের বক্তব্যের মধ্য দিয়ে উঠে এল। এক্ষেত্রে করোনা ভাইরাস আটকানো নিয়ে কেন্দ্রীয় সরকারের পদক্ষেপের কথা তুলে ধরে কার্যত নিজেদের পক্ষে হাওয়া নিয়ে আসার চেষ্টা করলেন বিজেপির সর্বভারতীয় নেতা বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

অনেকে বলছেন, কেন্দ্রের পক্ষ থেকে করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ আসার পর খুব একটা সদর্থক পদক্ষেপ পালন করা হয়নি। মৃত্যুর সংখ্যা বাড়তে থাকায় কেন্দ্রের বিরুদ্ধে সরব হতে শুরু করেছিল বিরোধী রাজনৈতিক দলগুলো। যার জেরে যথেষ্ট অস্বস্তির মুখে পড়ে গিয়েছিল ভারতীয় জনতা পার্টি। তবে এবার বিরোধীদের জবাব দিয়ে খুব অল্প সময়ের মধ্যে দ্বিতীয় ঢেউ আটকানো সম্ভব হয়েছে বলে নরেন্দ্র মোদীকে কৃতিত্ব দিলেন তার মন্ত্রিসভার সদস্য তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!