এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > বিরোধীদের সাথে ওঠাবসার মাশুল, সৌরভের জমি ফিরিয়ে নিল সরকার

বিরোধীদের সাথে ওঠাবসার মাশুল, সৌরভের জমি ফিরিয়ে নিল সরকার


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – নতুন বছরে পা দিতে না দিতেই রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্য। সূত্রের খবর, সৌরভ গঙ্গোপাধ্যায়ের স্কুল তৈরীর জন্য সরকারের পক্ষ থেকে নিউটাউনে যে জমি দেওয়া হয়েছিল, তা এবার ফিরিয়ে নিচ্ছে রাজ্য সরকার। একুশের বিধানসভা নির্বাচনের প্রাক্কালে যখন মুখ্যমন্ত্রীর মুখ হিসেবে বহু জায়গা থেকেই গুঞ্জন উঠেছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের নাম, তখন রাজ্য সরকারের এই সিদ্ধান্ত যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনীতির কারবারিরা। সম্প্রতি রাজভবনে গিয়ে রাজ্যপাল জগদীপ ধনকরের সঙ্গে সাক্ষাৎ করেন সৌরভ। ঠিক একদিন পর সোমবার দিল্লিতে অমিত শাহের সাথেও সৌরভ গাঙ্গুলীকে একই মঞ্চে দেখা যায়।

আর তারপর থেকেই রাজনৈতিক মহলে শুরু হয় জল্পনা। অনেকেই বলতে থাকেন, বাংলার মানুষকে কাছে পেতে গেরুয়া শিবির এবার সামনে আনতে চলেছে বিশাল বড় চমক। হয়তো সৌরভ গাঙ্গুলী রাজ্যের মুখ্যমন্ত্রীর মুখ হিসেবে সামনে আসবেন। তার মধ্যেই আবার আলিপুরদুয়ারের বিজেপি সাংসদ জন বার্লা জানিয়ে দেন, একুশের নির্বাচনে সৌরভের নেতৃত্বে বিজেপি লড়তে পারে। খুব স্বাভাবিকভাবেই জল্পনা যখন তুঙ্গে, তখন সৌরভের অনুরোধ মেনে নিউটাউনে সৌরভের জমি রাজ্য সরকার ফিরিয়ে নেওয়ার নির্দেশ দিলো। রাজনীতির অলিগলিতে কান পাতলে শোনা যাচ্ছে, সৌরভ গাঙ্গুলী যেভাবে গেরুয়া শিবিরের ধারক বাহকদের সঙ্গে ওঠা ওঠা বসা শুরু করেছেন তাতে রাজ্যের শাসকদলের অনেকেই অখুশি।

আর তাই হয়তো রাজ্য সরকারের পক্ষ থেকে এই সিদ্ধান্ত। তবে উল্লেখ্য, গত বছরের আগস্ট মাসেই সৌরভ গাঙ্গুলী রাজ্য সরকারের কাছে নিউটাউনের জমি ফিরিয়ে নেওয়ার আবেদন জানান। তবে সেই আবেদনে সাড়া না দিলেও এতদিনে রাজ্যের মন্ত্রীসভায় সৌরভ গাঙ্গুলীর জমিসংক্রান্ত অনুরোধ মেনে নেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। আর তাই যত তাড়াতাড়ি সম্ভব নিউটাউনের জমি ফেরত নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে হিডকোকে। বিগত বেশ কয়েক বছর আগে স্কুল তৈরি করার জন্য রাজ্য সরকারের কাছ থেকে জমি কেনেন সৌরভ গাঙ্গুলী। কিন্তু দীর্ঘদিন কেটে গেলেও স্কুল তৈরি হয়নি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আর তাই জমি ফিরিয়ে দিতে উদ্যোগী হন বাংলার মহারাজ। রাজ্যের ওয়াকিবহাল মহলের অনেকেই অনুমান করছেন, এতদিন সৌরভ জমি ফেরত নেওয়ার আবেদন করলেও তা নিয়ে বিশেষ মাথা ঘামায়নি রাজ্য সরকার। কিন্তু হঠাৎ করেই যখন স্পষ্ট হয়ে উঠছে সৌরভ গাঙ্গুলীর গেরুয়া শিবিরের হাত ধরে রাজনৈতিক মঞ্চে আত্মপ্রকাশ করার লক্ষণ, ঠিক তখনই রাজ্য সরকারের এই পদক্ষেপ। এর পেছনে অবশ্যই রাজ্য সরকারের নেতিবাচক ভূমিকা থাকছে বলে দাবি রাজনৈতিক মহলের।

তবে এ ব্যাপারে এখনও পর্যন্ত প্রাক্তন ক্রিকেটার সৌরভ গাঙ্গুলী কোনো প্রতিক্রিয়া জানাননি। পাশাপাশি সৌরভ রাজনীতিতে প্রবেশ করবেন কিনা তা নিয়েও বিশেষ কোনো উচ্চবাচ্য করতে দেখা যায়নি তাঁকে। তবে সৌরভ গাঙ্গুলী রাজনীতিতে আসুক চাই না আসুক, গেরুয়া শিবিরের হেভিওয়েটদের সঙ্গে সৌরভের ওঠাবসা যে রাজ্যের শাসক দল তথা রাজ্য সরকার মোটেই ভালোভাবে নিচ্ছে না তা তাঁদের জমি ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্তেই পরিষ্কার বলে মনে করা হচ্ছে।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!