এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > বিস্ফোরক অভিযোগে তৃণমূলকে অভিযুক্ত দিলীপ ঘোষের, তীব্র জল্পনা রাজনীতি মহলে

বিস্ফোরক অভিযোগে তৃণমূলকে অভিযুক্ত দিলীপ ঘোষের, তীব্র জল্পনা রাজনীতি মহলে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আগামী বিধানসভা নির্বাচনের প্রাক্কালে অনুপ্রবেশ ইস্যুতে রাজ্যের শাসক দল তৃণমূলের বিরুদ্ধে একাধিকবার সরব হয়েছে রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি। বিজেপির পক্ষ থেকে একাধিকবার অভিযোগ করা হয়েছে যে, বহু অনুপ্রবেশকারীকে ভোটের স্বার্থে অবৈধ উপায়ে পশ্চিমবঙ্গে আশ্রয় দিয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল। অনুপ্রবেশকারীদের নাম বেআইনিভাবে চলে এসেছে ভোটার তালিকায়। আজ, আবার এ বিষয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে তীব্র ভাবে সরব হলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি জানালেন যে, রাজ্যে ভোটার তালিকায় রোহিঙ্গাদের নিয়ে কমপক্ষে ৩, ৪ লক্ষ অনুপ্রবেশকারী ঢুকে পড়েছে

আজ সকালে জলপাইগুড়ি জেলায় ফুলবাড়ীতে চায় পে চর্চার অনুষ্ঠানে যোগদান করেছিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এই অনুষ্ঠানস্থল থেকে শাসকদল তৃণমূলকে তীব্র কটাক্ষ করেন তিনি। এরপর ফুলবাড়ী সীমান্তে গিয়েছিলেন তিনি। সেখানে গিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। বিজেপির রাজ্য সভাপতি জানিয়েছেন যে, বাম আমলেও অনুপ্রবেশ হয়েছিল। তৃণমূল সরকারের আমলে বহু অনুপ্রবেশকারীর নাম ভোটার লিস্টে এসে পড়েছে। যাদের মধ্যে রয়েছে রোহিঙ্গারাও।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

দিলীপ ঘোষ অভিযোগ করেছেন যে, অন্তত তিন থেকে চার লক্ষ অনুপ্রবেশকারী রাজ্যের ভোটার তালিকায় ঢুকে পড়েছে। যারা রাজ্যের নিরাপত্তার জন্য ভয়ঙ্কর বিপদ জনক। তিনি জানান, অনুপ্রবেশকারীদের জন্যই রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতির ক্রমশ অবনতি ঘটছে। রাজ্যে ক্রমশ বাড়ছে সোনা পাচার, গরু পাচারের মতো কার্যকলাপগুলো।

প্রসঙ্গত, বেশ কিছুদিন ধরে ভারত-বাংলাদেশ সীমান্তের একাধিক স্থান পরিদর্শন করেছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। ভারত-বাংলাদেশ সীমানায় প্রায় ১০০০ কিলোমিটার এলাকায় এখনো পর্যন্ত কোন কাঁটাতারের বেড়া দেওয়া হয়নি। এই উন্মুক্ত এলাকা গুলি থেকে রাজ্যে অনুপ্রবেশ ঘটছে বলে অভিযোগ করেছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি জানিয়েছেন, বিষয়টি কেন্দ্রের কাছে তিনি পূর্বেও জানিয়েছেন, ভবিষ্যতেও আবার জানাবেন।

বিজেপির রাজ্য সভাপতির এই অভিযোগ সম্পর্কে তৃণমূল সাংসদ সুখেন্দু শেখর রায় জানালেন যে, এ বিষয়ে তিনি আগে ঠিক করে খোঁজ নিন। তারপর নির্বাচন কমিশনের কাছে অভিযোগ করে এইসব অনুপ্রবেশকারীদের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার ব্যবস্থা করুন। অন্যদিকে শাসকদল তৃণমূলকে কটাক্ষ করে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ জানালেন যে, এখন তৃণমূল অনেকেই ছেড়ে চলে যাচ্ছেন। কারণ তৃণমূল দলটি এখন সমাজবিরোধী, সন্ত্রাসবাদীদের দলে পরিণত হয়েছে।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!