এখন পড়ছেন
হোম > জাতীয় > BREAKING NEWS – পদত্যাগে বাধ্য বিজেপি রাজ্য সভাপতি! অডিও ক্লিপেই ফাঁস কেলেঙ্কারি!

BREAKING NEWS – পদত্যাগে বাধ্য বিজেপি রাজ্য সভাপতি! অডিও ক্লিপেই ফাঁস কেলেঙ্কারি!


গোটা দেশে করোনা পরিস্থিতি এখন ভয়াবহ আকার ধারণ করেছে। কেন্দ্রের শাসক দল বিজেপির বিরুদ্ধে বিভিন্ন বিরোধী রাজনৈতিক দলগুলো অভিযোগ করছে, কেন্দ্র করোনা মোকাবিলা করতে অনেক সময় সঠিক পদক্ষেপ নিচ্ছে না। পাল্টা বিজেপির তরফ থেকে বিরোধীদের সেই মন্তব্যকে নস্যাৎ করে দেওয়া হচ্ছে। আর ভয়াবহ সঙ্কটের সময় শাসক-বিরোধী এই তরজা সেভাবে গ্রহণ করছেন না মানুষ।

আর করোনার সময় যখন চারিদিকে ভয়াবহ আতঙ্ক, ঠিক তখনই হিমাচলপ্রদেশে পিপিই কিট কেলেঙ্কারির খবর পৌঁছে যায়। যেখানে 43 সেকেন্ডের একটি অডিও ক্লিপ ভাইরাল হয়। যাতে শোনা যায় যে, হিমাচল প্রদেশের রাজ্য বিজেপির সভাপতি রাজীব বিন্দোল 5 লক্ষ টাকার ঘুষ চাইছেন। আর ঘোরসংকটের সময় বিজেপি রাজ্য সভাপতির অডিও ক্লিপ ভাইরাল হওয়ার সাথে সাথেই ভারতীয় জনতা পার্টিকে চেপে ধরে বিরোধীরা।

কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগ করা হয়, রাজ্যের শাসকদলের কেউ এই বিষয়ে জড়িত না থাকলে এত বড় কেলেঙ্কারি হত না। আর এতেই আরও চাপে পড়ে গেরুয়া শিবির। অবশেষে পরিস্থিতি সামাল দিতে এবার বিতর্কের কেন্দ্রবিন্দুতে আসা হিমাচল প্রদেশের রাজ্য বিজেপির সভাপতি পদ থেকে ইস্তফা দিতে চেয়ে দলের সর্বভারতীয় সভাপতিকে চিঠি পাঠালেন রাজীব বিন্দোল।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

কিন্তু হঠাৎ কেন তিনি পদত্যাগপত্র পাঠালেন? এদিন এই প্রসঙ্গে সেই রাজীব বিন্দোল বলেন, “অনেকেই দলের ওপরে প্রশ্ন তুলছেন। তাই নৈতিক মূল্যবোধের কথা মাথায় রেখেই পদত্যাগ করতে চাই।” তবে বিজেপির রাজ্য সভাপতি বিতর্ক থেকে সরার জন্যই নিজের পদ থেকে ইস্তফা দিতে চাইছেন বলে দাবি করছে বিরোধী রাজনৈতিক দলগুলো। কিন্তু রাজীববাবু তার পদ থেকে ইস্তফা দেওয়ার কথা জানালেও, শীর্ষ নেতৃত্ব আদৌ তার ইস্তফাপত্র গ্রহণ করে কিনা, তার দিকে অবশ্যই নজর থাকবে বিশেষজ্ঞদের।

তবে রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, যেভাবে এই ঘোর সংকটে সময় বিজেপির বিরুদ্ধে পিপিই কিট নিয়ে কেলেঙ্কারির অভিযোগ উঠেছে, তাতে নিঃসন্দেহে হিমাচল প্রদেশে চাপে পড়েছে গেরুয়া শিবির। আর শুধু হিমাচল প্রদেশেই নয়, এই কেলেঙ্কারির কথা তুলে ধরে গেরুয়া শিবিরকে এবার সর্বত্রই চেপে ধরবেন বিরোধীরা। এমনিতেই লকডাউনের জেরে রোজগার হারিয়ে মাথায় হাত ভারতবাসীর, তার উপরে এই বিস্ফোরক কেলেঙ্কারি নিয়ে গেরুয়া শিবিরের অস্বস্তি আরও বাড়তে বাধ্য বলেই মনে করা হচ্ছে! এখন গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, তার দিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!