নবাগতদের নিজেদের ভাবাদর্শ গড়ে তুলতে বড়সড় পদক্ষেপ গেরুয়া শিবিরের উত্তরবঙ্গ রাজ্য June 8, 2019 লোকসভা নির্বাচনে রাজ্যে বিজেপির প্রবল উত্থানের পরই শাসক দল ভেঙে একের পর এক তৃণমূলের কর্মী, সমর্থক এবং জনপ্রতিনিধিরা গেরুয়া শিবিরে নাম লেখাতে শুরু করেন। যার জেরে উজ্জীবিত হতে দেখা যায় বিজেপি নেতৃত্বকে। অন্যদিকে হতাশার সৃষ্টি হয় ঘাসফুল শিবিরে। কিন্তু তৃণমূল ভেঙে বিভিন্ন কর্মী-সমর্থক গেরুয়া শিবিরে নাম লেখানোয় দলে যাতে বেনোজল ঢুকে না পরে, তার জন্য প্রথম থেকেই এবার সর্তকতা অবলম্বন করতে চাইছে বিজেপি। জানা গেছে, মূলত তাদের ভাবাদর্শ অন্য দল থেকে আসা কর্মীদের কাছে স্পষ্ট করতেই সিপিএমের কায়দায় নবাগতদের ক্লাস নেবে গেরুয়া শিবির। প্রথমে অঞ্চল ভিত্তিক এবং পরে জেলা কার্যালয়েগুলিতে এই প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হবে। তবে যুব তৃণমূল থেকে আসা কর্মীদেরকেই এই ক্লাস করানোর জন্য বেশি জোর দিচ্ছে বিজেপি বলে জানা গেছে। কিন্তু এর কারণ কি? বিশেষজ্ঞদের একাংশ বলছেন, কোনো দল ক্ষমতায় আসলে বিভিন্ন দল থেকে আসা কর্মীদের নিয়েই তারা হৃষ্টপুষ্ট হয়ে ওঠে। এক্ষেত্রে বিজেপি এরাজ্যে ভালো ফল করার পরই তৃণমূল থেকে অনেক কর্মী সমর্থক বিজেপিতে আসতে শুরু করে। তবে অতীতে তৃণমূল ক্ষমতায় আসার সময় বাম থেকে অনেক কর্মী সমর্থক তৃণমূলে ঢুকে যেভাবে শাসকদলের অন্দরে গোষ্ঠী কোন্দল সৃষ্টি করেছিল এবং তাতে যেভাবে তৃণমূলের ভরাডুবি হয়েছিল, তা যাতে বিজেপির ক্ষেত্রে আর না হয়, তার জন্যই তৃণমূল থেকে আসা সেই সমস্ত বেনোজলদের শুদ্ধিকরণের পথে হাঁটছে গেরুয়া শিবির। তবে বিজেপি না আরএসএসের কায়দায় অন্য দল থেকে আসা কর্মী সমর্থকদের ক্লাস নেবে গেরুয়া শিবির তা অবশ্য স্পষ্ট করা হয়নি। আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আপনার মতামত জানান - প্রসঙ্গত, কোচবিহার জেলায় তৃণমূলের প্রাক্তন যুব নেতা নিশীথ প্রমানিক লোকসভা নির্বাচনের আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যাওয়ার পরই এই কোচবিহার জেলায় যুব তৃনমূলের সংগঠনে ভাঙ্গন ধরতে শুরু করে। আর লোকসভা নির্বাচনে বিজেপির পক্ষ থেকে সেই নিশীথ প্রামাণিক জয়লাভের পরই সেই দল বদলের পালা আরও বাড়তে থাকে। আর তাই এই দলবদলে গেরুয়া শিবির উজ্জীবিত হলেও দলে যাতে বেনোজল না ঢোকে এবং কোনো রকম গোষ্ঠী কোন্দল সৃষ্টি না হয়, সেই ব্যাপারেই এখন থেকে বামেদের কায়দায় দলে আসা কর্মীদের ক্লাস নিতে উদ্যোগী বিজেপি। এদিন এই প্রসঙ্গে কোচবিহার জেলা বিজেপির সভাপতি মালতী রাভা বলেন, “নতুন করে প্রচুর কর্মী অন্য দল থেকে বিজেপিতে যোগ দিচ্ছে। তাদের জন্য প্রশিক্ষণ শিবিরের ব্যবস্থা করা হয়েছে।” অন্যদিকে মূলত যুব কর্মীদের জন্যই এই ক্লাসের ব্যবস্থা করা হচ্ছে বলে জানান কোচবিহার জেলা বিজেপির সাধারণ সম্পাদক সঞ্জয় চক্রবর্তী। সব মিলিয়ে এবারে দলবদলের হিড়িকে কোনো বিশৃঙ্খলা যাতে সৃষ্টি না হয় তার জন্য দলবদলুদের প্রশিক্ষণ দিতে উদ্যোগী গেরুয়া শিবির। আপনার মতামত জানান -