এখন পড়ছেন
হোম > জাতীয় > বিজেপি সভাপতি নিয়ে বড়সড় সিদ্ধান্ত, জেনে নিন

বিজেপি সভাপতি নিয়ে বড়সড় সিদ্ধান্ত, জেনে নিন


বিজেপির অন্দরমহলে এই প্রশ্ন টা উড়ছিল বেশ কিছুদিন ধরেই যে স্বরাষ্ট্রমন্ত্রকের গুরুভার সামলে অমিত শাহর পক্ষে পার্টির সাংগঠনিক দায়িত্ব পালন কতটা সম্ভব। এতদিনে সেই প্রশ্নের জবাব মিলল। বিজেপির কার্যনির্বাহী সভাপতির পদ পেলেন জগত্‍প্রকাশ নাড্ডা। দলের কার্যনির্বাহী সভাপতি হিসেবে তাঁর নাম ঘোষণা করলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। দিল্লিতে বিজেপির সদর দফতরে সংসদীয় বোর্ডের বৈঠক হয়। বৈঠকের পর নাড্ডার নাম কার্যনির্বাহী সভাপতি হিসেবে ঘোষনা হয়। তবে দলীয় সূত্রে জানা গেছে আপাতত সভাপতির পথে থাকছেন অমিত শাহ।

৫৮ বছর বয়সী নাড্ডার দলের মধ‍্যে যথেষ্ট গ্রহণযোগ‍্যতা রয়েছে। বিজেপির শীর্ষ নেতৃত্বের পাশাপাশি আরএসএস-এরও পছন্দের হিমাচল প্রদেশে জন্ম নেওয়া এই নেতার।এর আগের বারের কেন্দ্রীয় সরকারে স্বাস্থ্যমন্ত্রকের মতো গুরুত্বপূর্ণ দপ্তর সামলানোর অভিজ্ঞতা আছে তাঁর। এছাড়া স্বচ্ছ ভাবমূর্তির নাড্ডা বিজেপির সংসদীয় বোর্ডেরও সদস্য। গত মাসের ৩০ তারিখ অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পরেই দলীয় সংগঠনের দায়িত্ব নিতে উপযুক্ত এমন যে কজনের নাম ভাবা হচ্ছিল সবার উপরেই ছিল জগত্‍প্রকাশ নাড্ডার নাম।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সাংবাদিক বৈঠকে রাজনাথ সিং বলেন, “অমিত শাহজির নেতৃত্বে বিজেপি বহু নির্বাচনে জিতেছে। কিন্তু দেশের স্বরাষ্ট্রমন্ত্রী হওয়ার পর থেকে, অমিত শাহ নিজেই বলছেন দলের সভাপতির পদ কাউকে দিলে ভাল হয়। বিজেপির সংসদীয় বোর্ডের তরফ থেকে জেপি নাড্ডাকে কার্যনির্বাহী সভাপতি নির্বাচিত করা হয়েছে।”

বিজেপি সূত্রের খবর বিহার ও উত্তর প্রদেশে বিজেপি নতুন সভাপতি নিয়োগ হতে চলেছে। বর্তমানে এই দুই রাজ্যে সভাপতির পদে রয়েছেন যথাক্রমে নিত্যানন্দ রাই এবং মহেন্দ্রনাথ পাণ্ডে। ইতিমধ্যেই এই দুজন নেতা কেন্দ্রীয় মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। তাই ওনাদের স্থানেও নতুন সভাপতি নিয়োগ করা হবে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!