এখন পড়ছেন
হোম > জাতীয় > উপনির্বাচনে বিজেপির জামানত বাজেয়াপ্ত!

উপনির্বাচনে বিজেপির জামানত বাজেয়াপ্ত!

দেশজুড়ে উড়ছে বিজেপির জয় পতাকা। ২৯ টি রাজ্য আর দুটি কেন্দ্রশাসিত অঞ্চল অর্থাৎ সারা দেশের মোট ৩১ টি বিধানসভার মধ্যে ১৯ তিনি হয় বিজেপি বা বিজেপি জোটের দখলে। এমনকি এই কৃতিত্ত্ব নাকি ইন্দিরা গান্ধীর আমলেও ছিল না বলে দাবি নরেন্দ্র মোদী-অমিত শাহ জুটির, কেননা ইন্দিরা গান্ধীর আমলে কংগ্রেস ১৮ টি রাজ্যে ক্ষমতায় ছিল একসঙ্গে (যদিও একটি বারের জন্যও তাঁরা বলছেন না ওই ১৮ টি বিধানসভা কতগুলি রাজ্যের মধ্যে কংগ্রেস দখলে রেখেছিলেন), যদিও কিছুদিন আগেই গুজরাটে বড় ধাক্কা খেতে খেতে কোন রকমে বেঁচে গিয়েছিলেন মোদী-শাহ জুটি। তবুও দেশজোড়া ওড়া বিজেপির বিজয় কেতনের মাঝে গতকাল বড়সড় ধাক্কা খেল বিজেপি।
গতকাল সবং উপনির্বাচনের পাশাপাশি তামিলনাড়ুতে প্রয়াত মুখ্যমন্ত্রী জয়ললিতার মৃত্যুতে শূন্য হয়ে যাওয়া আসনে উপনির্বাচন হয়। আর সেখানে লজ্জাজনক ফল বিজেপির। এতটাই খারাপ ফল হয়েছে সেখানে যে নোটাতে পড়া ভোটেরও অর্ধেক পেয়ে জামানত জব্দ হল দলের! ফলে সবংয়ের ভোট-বৃদ্ধি নিয়ে ফলাও করে টুইট করে অভিনন্দন বার্তা পাঠালেও তামিলনাড়ু নিয়ে মুখে কুলুপ নরেন্দ্র মোদী-অমিত শাহর। দক্ষিণের রাজনীতিতে যে বিজেপি এখনো ‘দাঁত’ ফোটাতে পারেনি গতকালের ফলাফলেই প্রমাণিত। আর এই লজ্জাজনক ফলের পরে মোদী-শাহর অস্বস্তি আরও বাড়িয়ে বিজেপি সাংসদ সুব্রহ্মণ্যম স্বামী প্রশ্ন তুলে দিয়েছেন তাদের দায়বদ্ধতা নিয়েও। আর রাজনৈতিক মহল তাই এখন তাকিয়ে তামিল রাজনীতির এই ক্ষত কিভাবে সামাল দেন বিজেপির দুই শীর্ষ নেতা সেদিকেই।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!