এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > বিজেপি সাংসদের বঙ্গভঙ্গের দাবীতে এবার পাল্টা তৃণমূলের বিস্ফোরক অভিযোগ

বিজেপি সাংসদের বঙ্গভঙ্গের দাবীতে এবার পাল্টা তৃণমূলের বিস্ফোরক অভিযোগ


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – রাজ্যে এই মুহূর্তে বঙ্গভঙ্গের দাবি নিয়ে সরব উত্তরবঙ্গের বিজেপি বিধায়ক। আর তাই নিয়ে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে রাজনৈতিক মহলে। বিজেপি বিধায়কের দাবি নিয়ে ব্যাপক আপত্তি জানিয়েছে তৃণমূল শিবির। তবে তৃণমূলের পক্ষ থেকে এবার বিস্ফোরক অভিযোগ করা হয়েছে গেরুয়া শিবিরের বিরুদ্ধে। প্রসঙ্গত আলিপুরদুয়ারের বিজেপি সাংসদ জন বার্লা বেশ কিছুদিন ধরেই উত্তরবঙ্গকে আলাদা রাজ্য কিংবা কেন্দ্রশাসিত অঞ্চল করে দেওয়ার দাবি জানাচ্ছেন। বর্তমানে তিনি আবার তাঁর এই দাবী নিয়ে তিনি কেন্দ্রীয় সরকারের কাছে আর্জি জানাবেন বলে জানিয়েছেন। আর তাই নিয়েই এবার তৃণমূল পাল্টা বিস্ফোরক অভিযোগ করল।

উল্লেখ্য, একদিকে যেমন বিজেপি সাংসদ জন বার্লা রাজ্য ভাগ করার দাবী জানাচ্ছেন, ঠিক একই সময় কেএলও জঙ্গি গোষ্ঠীর প্রধান জীবন সিংকে দেখা যাচ্ছে তাঁর গোপন ডেরায় বসে ঠিক একই দাবি করেছেন। তাঁর সেই ভিডিও ইতিমধ্যেই ভাইরাল। আর এই দুই দাবিকে একসূত্রে গেঁথে তৃণমূলের অভিযোগ, বিজেপির সঙ্গে সরাসরি কেএলও জঙ্গিগোষ্ঠীর সম্পর্ক রয়েছে।

প্রসঙ্গত, আলিপুরদুয়ারের সাংসদ এদিন নিজের সাংসদ কার্যালয়ের উদ্বোধন করেন এবং সেখান থেকেই তিনি জানান, উত্তরবঙ্গের বিভিন্ন এলাকার দখল নিয়েছে বাইরের বাংলাদেশী এবং রোহিঙ্গারা। তাঁরা উত্তরবঙ্গে এসে ভোটার কার্ড এবং রেশন কার্ড করিয়ে নেওয়ার সুবাদে সব সরকারি সুবিধা ভোগ করছেন।

যা অন্যান্য সাধারণ বাসিন্দারা পাচ্ছেননা। আর তাই সাধারণ নাগরিকদের দাবি তিনি তুলে ধরেছেন। একই সাথে তিনি উত্তরবঙ্গের কামতাপুরি আন্দোলন, গ্রেটার কোচবিহারের দাবি এবং ষষ্ঠ তালিকাভুক্ত করার দাবির প্রসঙ্গে বলেন, সামগ্রিকভাবে তিনি সমস্ত দাবির ওপর ভিত্তি করে  উত্তরবঙ্গকে আলাদা রাজ্য করার দাবি তুলছেন।

অন্যদিকে বিজেপি সাংসদের উত্তরবঙ্গকে আলাদা রাজ্য করার দাবি সামনে আসতেই কড়া প্রতিক্রিয়া দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের পক্ষ থেকে বিজেপির সঙ্গে কেএলও জঙ্গি গোষ্ঠীর যোগ থাকার অভিযোগ তোলা হয়েছে। এ ব্যাপারে দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় ট্যুইট করে জানিয়েছেন, বাংলায় এভাবে রাজ্য ভাগ করা চলবেনা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

পাশাপাশি তিনি কেন্দ্রের দিকে অভিযোগের আঙুল তুলেছেন। অন্যদিকে দলের রাজ্যসভার মুখ্য সচেতক সুখেন্দুশেখর রায় জানিয়েছেন, বিজেপি নেতাদের পাশাপাশি যখন একইভাবে কেএলও শীর্ষনেতা একই দাবি করছে, তখহন তা কোনভাবেই কাকতালীয় হওয়ার সম্ভাবনা নেই। তাই এই দুই দাবির সঙ্গে সুনির্দিষ্ট যোগাযোগ আছে বলে সন্দেহ করা হচ্ছে। অন্যদিকে জন বার্লার দাবি নিয়ে ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেসের রাজ্য সম্পাদক সৌরভ চক্রবর্তী জানান, রাজ্যে ক্ষমতায় না আসতে পেরে উত্তরবঙ্গ অশান্ত করার চেষ্টা চালাচ্ছে বিজেপি।

তবে বঙ্গভঙ্গ করতে গেলে কেন্দ্রীয় সরকারকে চাপের মুখে পড়তে হবে বলে মনে করেন বিশেষজ্ঞরা। কারণ এ রাজ্যে তৃণমূল যে অধিকাংশ মানুষের ভোট পেয়ে ক্ষমতায় এসেছে তা অনস্বীকার্য। তাই বঙ্গভঙ্গের দাবি গেরুয়া শিবিরকে সমগ্র পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের ক্ষোভের মুখে ফেলতে পারে বলেই মনে করা হচ্ছে। তাই রাজনৈতিক মহলের অনেকেরই দাবী বর্তমান পরিস্থিতিতে বিজেপির অধিকাংশই এই দাবী সমর্থন করবেননা। আপাতত উত্তরবঙ্গ ভাগ করা নিয়ে জল্পনা তুঙ্গে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!