এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > বিজেপি ত্যাগ করে মমতা প্রশংসা হেভিওয়েট নেত্রীর, তৃণমূলে যোগ দিয়েই খেলা শুরু মুকুলের!

বিজেপি ত্যাগ করে মমতা প্রশংসা হেভিওয়েট নেত্রীর, তৃণমূলে যোগ দিয়েই খেলা শুরু মুকুলের!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  তৃণমূল হোক বা বিজেপি, তিনি যখন যে দলেই যান না কেন, তার যে একটা বিরাট মাপের অনুগামী এই গোটা রাজ্য জুড়ে ছড়িয়ে রয়েছে, তা ইতিমধ্যেই প্রমাণ করে দিয়েছেন মুকুল রায়। 2017 সালে তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান করার পর তার হাত ধরে তৃণমূল কংগ্রেসের বহু হেভিওয়েট নেতা, নেত্রী থেকে শুরু করে জনপ্রতিনিধিরা যোগদান করেছিলেন ভারতীয় জনতা পার্টিতে।

পরবর্তীতে বিজেপিতে চার বছর থাকার পর সেভাবে সম্মান না পেয়ে সম্প্রতি তৃণমূল কংগ্রেসে ফিরে এসেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের একসময়কার সেকেন্ড ইন কমান্ড। আর তৃণমূল কংগ্রেসে মুকুল রায় ফিরে আসার সাথে সাথেই আবার নতুন করে বঙ্গ রাজনীতিতে দলবদলের জল্পনা তৈরি হয়েছে। বিভিন্ন জায়গায় বিজেপির নানা নেতা-নেত্রীরা বেসুরো মন্তব্য করতে শুরু করেছেন। যাদের মধ্যে সিংহভাগ মুকুল রায়ের অনুগামী বলেই পরিচিত।

এমনকি মুকুলবাবুও তৃণমূল শীর্ষ নেতৃত্বের কাছে তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ার জন্য যে সমস্ত নেতা, নেত্রীরা আগ্রহী, তাদের একটা বড় তালিকা তুলে দিয়েছেন বলে খবর। আর এই পরিস্থিতিতে বিজেপিতে ব্যাপক ভাঙনের আশঙ্কা করা হচ্ছে। আর তার মাঝেই ফেসবুক পোস্ট করে বিজেপি ত্যাগ করলেন কিষান মোর্চার সম্পাদক দেবযানী দাশগুপ্ত। যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূয়সী প্রশংসা করে তাকে ভবিষ্যতের প্রধানমন্ত্রী হিসেবে দেখবার কথা বলে দলবদলের জল্পনা উস্কে দিলেন হেভিওয়েট এই নেত্রী।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সূত্রের খবর, আজ ফেসবুক পোস্টের মধ্যে দিয়ে বিজেপি ত্যাগ করার কথা জানিয়ে দেন বিজেপি কিষান মোর্চার সম্পাদক দেবযানী দাশগুপ্ত। জানা গেছে, একসময় মুকুল রায়ের হাত ধরে গেরুয়া শিবিরে নাম লিখিয়েছিলেন তিনি। কিন্তু গত শনিবার মুকুল রায় যোগ দিয়েছেন তৃণমূল কংগ্রেসে। আর তারপরই আজ বিজেপি ত্যাগ করার কথা জানিয়ে দিলেন হেভিওয়েট এই নেত্রী। স্বাভাবিক ভাবেই তার পরবর্তী গন্তব্য স্থল যে তৃণমূল কংগ্রেস, তা এককথায় পরিষ্কার। তবে শুধু বিজেপি ত্যাগ করাই নয়। মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান বলেও জানিয়ে দিয়েছেন দেবযানী দেবী।

তবে দেবযানী দাশগুপ্ত বিজেপি ত্যাগ করে মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রধানমন্ত্রী দেখবার কথা বললেও, তাকে তৃণমূল কংগ্রেস গ্রহণ করবে কিনা, তা নিয়ে তৈরি হয়েছে জল্পনা। কেননা তৃণমূলের পক্ষ থেকে এখন দলে গ্রহণ করা নিয়ে বাছ-বিচার প্রক্রিয়া শুরু হয়েছে। তবে এই গোটা ঘটনায় ভারতীয় জনতা পার্টি যে যথেষ্ট ব্যাকফুটে পড়ে গেল, তা বলার অপেক্ষা রাখে না।

সাংগঠনিক এবং শৃঙ্খলা পরায়ন দল বলেই পরিচিত বিজেপি‌। কিন্তু এবার দলের গুরুত্বপূর্ণ পদাধিকারী হয়ে যেভাবে মুকুল রায় দলত্যাগ করার পর সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক মন্তব্য করে বিজেপির সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করার কথা জানিয়ে দিলেন দেবযানী দাশগুপ্ত, তাতে যথেষ্ট চাপের মুখে পড়ে গেল রাজ্য বিজেপি। সব মিলিয়ে বিজেপির সঙ্গে সম্পর্ক ত্যাগ করার কথা জানিয়ে দেবযানী দাশগুপ্ত কি পদক্ষেপ গ্রহণ করেন, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!